ফেরাস ক্লোরাইড

রাসায়নিক যৌগ

আয়রন (II) ক্লোরাইড বা ফেরাস ক্লোরাইড (ইংরেজি: Iron (II) chloride বা ferrours chloride ) হচ্ছে একটি রাসায়নিক যৌগ, যার সংকেত । এটি উচ্চ গলনাংক বিশিষ্ট একটি প্যারাচৌম্বকীয় কঠিন পদার্থ। যৌগটি সাদা হলেও সাধারণত এর নমুনাগুলির রং হালকা ধূসর রঙের হয়। জলীয় দ্রবণ থেকে সবুজাভ টেট্রাহাইড্রেট হিসেবে কেলাসিত হয়, যেটা বাণিজ্যিকভাবে কিংবা গবেষণাগারে পাওয়া সবচেয়ে প্রচলিত রূপ। এর একটি ডাইহাইড্রেট–ও পাওয়া যায়। এ যৌগটি জলে অতিমাত্রায় দ্রবণীয়, দ্রবণে রঙ বিবর্ণ সবুজ হয়।

আয়রন (II) ক্লোরাইড

অনার্দ্র ফেরাস ক্লোরাইড এর গাঠনিক কাঠামো
(     Fe,      Cl)
সোদক ফেরাস ক্লোরাইড
structure of tetrahydrate
নামসমূহ
ইউপ্যাক নামs
আয়রন (II) ক্লোরাইড
আয়রন ডাইক্লোরাইড
অন্যান্য নাম
ফেরাস ক্লোরাইড
Rokühnite
শনাক্তকারী
ত্রিমাত্রিক মডেল (জেমল)
সিএইচইবিআই
কেমস্পাইডার
ইসিএইচএ ইনফোকার্ড১০০.০২৮.৯৪৯
ইসি-নম্বর
  • 231-843-4
আরটিইসিএস নম্বর
  • NO5400000
ইউএনআইআই
  • InChI=1S/2ClH.Fe/h2*1H;/q;;+2/p-2 YesY
    চাবি: NMCUIPGRVMDVDB-UHFFFAOYSA-L YesY
  • InChI=1/2ClH.Fe/h2*1H;/q;;+2/p-2
    চাবি: NMCUIPGRVMDVDB-NUQVWONBAL
এসএমআইএলইএস
  • Cl[Fe]Cl
বৈশিষ্ট্য
FeCl2
আণবিক ভর১২৬.৭৫১ গ্রাম/মোল (অনার্দ্র)
১৯৮.৮১০২ গ্রাম/মোল (টেট্রাহাইড্রেট)
বর্ণতামাটে কঠিন (Tan solid) (অনার্দ্র)
বিবর্ণ সবুজ কঠিন (Pale green solid) (ডাই-টেট্রাহাইড্রেট)
ঘনত্ব৩.১৬ গ্রাম/প্রতি সেমি (অনার্দ্র)
২.৩৯ গ্রাম/সেমি (ডাইহাইড্রেট)
১.৯৩ গ্রাম/সেমি (টেট্রাহাইড্রেট)
গলনাঙ্ক ৬৭৭ °সে (১,২৫১ °ফা; ৯৫০ K) (অনার্দ্র)
১২০ °সে (ডাইহাইড্রেট)
১০৫ °সে (টেট্রাহাইড্রেট)
স্ফুটনাঙ্ক ১,০২৩ °সে (১,৮৭৩ °ফা; ১,২৯৬ K) (অনার্দ্র)
পানিতে দ্রাব্যতা
৬৪.৪ গ্রাম/১০০ মিলিলিটার (১০ °সে),
৬৮.৫ গ্রাম/১০০ মিলিলিটার (২০ °সে),
১০৫.৭ গ্রাম/১০০ মিলিলিটার (১০০ °সে)
দ্রাব্যতা in টেট্রা-হাইড্রোফুরান (THF) এদ্রবণীয়
লগ পি-০.১৫
চৌম্বকক্ষেত্রের প্রতি সংবেদনশীলতা (χ)
+১৪৭৫০·১০-৬ সেমি/মোল
গঠন
স্ফটিক গঠনমনোক্লিনিক
Coordination
geometry
Fe কেন্দ্রিক অষ্টতলকীয়
ঔষধসংক্রান্ত
ATC code
ঝুঁকি প্রবণতা
নিরাপত্তা তথ্য শীটIron (II) chloride MSDS
এনএফপিএ ৭০৪
এনএফপিএ ৭০৪ চার রঙের হীরকHealth code 3: Short exposure could cause serious temporary or residual injury. E.g., chlorine gasFlammability code 0: Will not burn. E.g., waterReactivity (yellow): no hazard codeSpecial hazards (white): no code
যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য অনাবৃতকরণ সীমা (NIOSH):
REL (সুপারিশকৃত)
TWA 1 mg/m3[১]
সম্পর্কিত যৌগ
আয়রন (II) ফ্লোরাইড
আয়রন (II) ব্রোমাইড
আয়রন (II) আয়োডাইড
কোবাল্ট (II) ক্লোরাইড
ম্যাঙ্গানিজ (II) ক্লোরাইড
কপার (II) ক্লোরাইড
সুনির্দিষ্টভাবে উল্লেখ করা ছাড়া, পদার্থসমূহের সকল তথ্য-উপাত্তসমূহ তাদের প্রমাণ অবস্থা (২৫ °সে (৭৭ °ফা), ১০০ kPa) অনুসারে দেওয়া হয়েছে।
☒না যাচাই করুন (এটি কি YesY☒না ?)
তথ্যছক তথ্যসূত্র

প্রস্তুতি

এর গাঠনিক কাঠামো, চতুস্তলকীয় এবং অষ্টতলকীয় উভয় জ্যামিতিক বিন্যাস দেখানো হয়েছে।[২]

হাইড্রোক্লোরিক অ্যাসিড সাথে ইস্পাত প্রস্তুতির সময় সৃষ্ট লোহার বর্জ্যের বিক্রিয়া করে ফেরাস ক্লোরাইডের সোদক তৈরি করা হয়। এমন দ্রবণসমূহকে “নিঃশেষিত অম্ল” (spent acid) , কিংবা “পিক্‌ল লিকার” (pickle liquor) বলা হয়ে থাকে।

এই নিঃশেষিত অম্ল যদি নিষ্কাশন করা হয়, তাহলে পরিশোধন করতে হয়। ফেরিক ক্লোরাইডের প্রস্তুতিতে ফেরাস ক্লোরাইড ব্যবহার করা হয়। ফেরাস ক্লোরাইড ব্যবহার করে হাইড্রোক্লোরিক অ্যাসিড পুনরুৎপাদনও করা যায়। যেহেতু টাইটেনিয়াম আকরিকে লোহা বিদ্যমান থাকে,সেজন্য টাইটেনিয়াম উৎপাদনের সময় উপজাত হিসেবেও ফেরাস ক্লোরাইড পাওয়া যায়।[৩]

অনার্দ্র FeCl2

মিথানলে দ্রবীভূত হাইড্রোক্লোরিক অ্যাসিডের দ্রবণে লোহার গুঁড়া যোগ করে ফেরাস ক্লোরাইড প্রস্তুত করা হয়। এ বিক্রিয়া থেকে মিথানল দ্রাবকে দ্রবীভূত অবস্থায় ডাইক্লোরাইড পাওয়া যায়, যাকে প্রায় ১৬০ °সে (৩২০ °ফা) তাপমাত্রায় উত্তপ্ত করলে অনার্দ্র পাওয়া যায়।

সামগ্রিক বিক্রিয়াটি নিম্নরূপ:

অনুরূপ পদ্ধতি অবলম্বন করে এবং প্রস্তুত করা যায়। অনার্দ্র ফেরাস ক্লোরাইড সংশ্লেষণের বিকল্প আরেকটি পদ্ধতি হচ্ছে ক্লোরোবেনজিন দ্বারা ফেরিক ক্লোরাইডের বিজারণ:[৪]

ফেরোসিন সংশ্লেষণের চিরায়ত দুটি পদ্ধতির একটিতে, উইলকিনসন টেট্রা-হাইড্রোফুরান মাধ্যমে, এর সাথে লোহার গুঁড়ার সামঞ্জস্য বিক্রিয়া (comproportionation) ঘটিয়ে তৈরি করেন। উচ্চ তাপমাত্রায় বিযোজিত হয়ে তে পরিণত হয়।

সোদক অণুসমূহ

এর কেলাস জালিকার একটি একক অংশ

গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড এর দ্রবণ থেকে কেলাসিত হয়ে, ফেরাস ক্লোরাইডের ডাইহাইড্রেট  গঠিত হয়।[৫] এই ডাইহাইড্রেট হচ্ছে একটি সন্নিবেশ পলিমার। প্রতিটি কেন্দ্র, দ্বৈত সেতুবন্ধী (doubly bridging) চারটি ক্লোরাইড লিগ্যান্ডের সাথে সন্নিবেশিত থাকে। এক জোড়া পরস্পর ট্রান্স–অ্যাকুও লিগ্যান্ড দ্বারা অষ্টতলক পূর্ণ হয়।[৬]

বিক্রিয়া

ফেরাস ক্লোরাইডের সাথে পিরিডিনের বিক্রিয়ার মাধ্যমে টেট্রা-পিরিডিন আয়রন ডাইক্লোরাইড প্রস্তুত করা হয়।[৭]

এবং তার সোদক পরমাণুসমূহ (হাইড্রেট) অনেক লিগ্যান্ড এর সাথে জটিল যৌগ গঠন করে। উদাহরণস্বরূপ, এর হাইড্রেটের দ্রবণের সাথে দুই মোল সমতুল্য (টেট্রা-ইথাইল অ্যামোনিয়াম ক্লোরাইড) এর বিক্রিয়ার ফলে লবণ তৈরি হয়।[৮]

জৈবধাতব সংশ্লেষণের ক্ষেত্রে, টেট্রা-হাইড্রোফুরান (THF) এ দ্রবণীয় অনার্দ্র [৯], একটি আদর্শ পূর্বশর্ত। ক্রস–কাপলিং বিক্রিয়ায় NHC (N-Heterocyclic Carbene) জাতীয় জটিল যৌগ উৎপাদনে ব্যবহার করা হয়।[১০]

ব্যবহার

সংশ্লিষ্ট যৌগ ফেরাস সালফেট এবং ফেরিক ক্লোরাইড এর তুলনায়, ফেরাস ক্লোরাইডের বাণিজ্যিক ব্যবহার বেশ কম। গবেষণাগারে লৌহবিশিষ্ট জটিল যৌগ সংশ্লেষণ ব্যতীত, বর্জ্য জল পরিশোধনে, বিশেষত যেসব বর্জ্যে ক্রোমেট অথবা সালফাইডের উপস্থিতি থাকে, সেখানে দলা পাকানো বা জমাট বাঁধতে সহায়ক পদার্থ হিসেবে ফেরাস ক্লোরাইড ব্যবহৃত হয়ে থাকে।[১১] বর্জ্য পানি পরিশোধনের সময় দুর্গন্ধ নিয়ন্ত্রণে এটা ব্যবহার করা হয়। বিভিন্ন ধরনের রঞ্জক পদার্থে ব্যবহারযোগ্য, বিভিন্ন মানের হেমাটাইট উৎপাদনের পূর্বধাপ হিসেবে তৈরি করা হয়। সোদক আয়রন (III) অক্সাইড, যেগুলো হচ্ছে চৌম্বক কণিকা, তার পূর্বধাপ এটি।[৩] কোন কোন জৈব সংশ্লেষণের ক্ষেত্রে বিকারক হিসেবে এর ব্যবহার রয়েছে।[১২]

তথ্যসূত্র

আরও দেখুন

🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ