ফ্রঁসোয়া মিতেরঁ

পঞ্চম ফরাসি প্রজাতন্ত্রের ৪র্থ রাষ্ট্রপতি

ফ্রঁসোয়া মোরিস আদ্রিয়াঁ মারি মিতেরঁ (ফরাসি: François Maurice Adrien Marie Mitterrand; ফরাসি : [fʁɑ̃swa mɔʁis mitɛʁɑ̃] (); ২৬ অক্টোবর ১৯১৬ – ৮ জানুয়ারি ১৯৯৬) ১৯৮১ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত ফ্রান্সের রাষ্ট্রপতি ছিলেন। তিনি ফ্রান্সের পার্তি সোসিয়ালিস্ত তথা সমাজতান্ত্রিক দলের নেতা ছিলেন। তিনি ১৯৮১ সালে ফরাসি পঞ্চম প্রজাতন্ত্রের ইতিহাসে প্রথম বামপন্থী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।[১] এরপর ৭ বছরের মেয়াদ পূর্ণ করার পর ১৯৮৮ সালের নির্বাচনে পুনরায় ৭ বছরের জন্য নির্বাচিত হন।

ফ্রঁসোয়া মিতেরঁ
ফ্রান্সের রাষ্ট্রপতি
কাজের মেয়াদ
২১ মে ১৯৮১ – ১৭ মে ১৯৯৫
প্রধানমন্ত্রীপিয়ের মোরোয়া
লোরঁ ফাবিউস
জাক শিরাক
মিশেল রোকার
এদিত ক্রেসোঁ
পিয়ের‌ বেরেগোভোয়া
এদুয়ার বালাদুর
পূর্বসূরীভালেরি জিস্কার দেস্তাঁ
উত্তরসূরীজাক শিরাক
সমাজতান্ত্রিক দলের প্রথম সচিব
কাজের মেয়াদ
১৬ জুন ১৯৭১ – ২৪ জানুয়ারী ১৯৮১
পূর্বসূরীআলাঁ সাভারি
উত্তরসূরীলিওনেল জস্প্যাঁ
জেনারেল কাউন্সিলের সভাপতি এর নিভ্রে
কাজের মেয়াদ
২০ মার্চ ১৯৬৪ – ১৫ মে ১৯৮১
পূর্বসূরীআর্সেন সেলেস্তাঁ-ফ্লে
উত্তরসূরীনোএল বেরিয়ে
শাতো-শিনোঁ শহরের নগরপাল
কাজের মেয়াদ
২০ মার্চ ১৯৫৯ – ১৫ মে ১৯৮১
পূর্বসূরীরোবের মঁতাঁ
উত্তরসূরীর‍্যনে-পিয়ের সিনিয়ে
বিচারমন্ত্রী
কাজের মেয়াদ
৩১ জানুয়ারী ১৯৫৬ – ১২ জুন ১৯৫৭
প্রধানমন্ত্রীগি মোলে
পূর্বসূরীরোবের শুমান
উত্তরসূরীএদুয়ার কর্নিলিওঁ-মোলিনিয়ে
স্বরাষ্ট্রমন্ত্রী
কাজের মেয়াদ
১৯ জুন ১৯৫৪ – ২৩ ফেব্রুয়ারি ১৯৫৫
প্রধানমন্ত্রীপিয়ের মেন্দেস-ফ্রঁস
পূর্বসূরীলেওঁ মার্তিনো-দ্যপ্লা
উত্তরসূরীমোরিস বুর্জেস-মোনুরি
ইউরোপের পরিষদে মন্ত্রীর প্রতিনিধি
কাজের মেয়াদ
২৮ জুন ১৯৫৩ – ৪ সেপ্টেম্বর ১৯৫৩
প্রধানমন্ত্রীজোযেফ লানিয়েল
পূর্বসূরীপিয়ের ফ্লামলাঁ
উত্তরসূরীএদগার ফোর
ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী
কাজের মেয়াদ
১২ জুলাই ১৯৫০ – ১৫ আগস্ট ১৯৫১
প্রধানমন্ত্রীরেন প্ল্যভঁ
অঁরি কই
পূর্বসূরীপোল কোস্ত-ফ্লোরে
উত্তরসূরীলুই জাকিনো
প্রবীণ এবং যুদ্ধের শিকার মন্ত্রীর মন্ত্রীর তালিকা
কাজের মেয়াদ
২৪ নভেম্বর ১৯৪৭ – ১৯ জুলাই ১৯৪৮
প্রধানমন্ত্রীরোবের শুমান
পূর্বসূরীদানিয়েল মাইয়ের
উত্তরসূরীঅঁদ্রে মারোজেলি
কাজের মেয়াদ
২২ জানুয়ারী ১৯৪৭ – ২১ অক্টোবর ১৯৪৭
প্রধানমন্ত্রীরোবের শুমান
পূর্বসূরীসর্বোচ্চ লেজিওঁ
উত্তরসূরীদানিয়েল মাইয়ের
ব্যক্তিগত বিবরণ
জন্মফ্রঁসোয়া মোরিস আদ্রিয়াঁ মারি মিতেরঁ
(১৯১৬-১০-২৬)২৬ অক্টোবর ১৯১৬
জারনাক, ফ্রান্স
মৃত্যু৮ জানুয়ারি ১৯৯৬(1996-01-08) (বয়স ৭৯)
প্যারিস, ফ্রান্স
সমাধিস্থলসিমেটিয়ার ডেস গ্র্যান্ডস-মাইসনস
জারনাক, ফ্রান্স
রাজনৈতিক দলঅগ্নিক্রুশ (১৯৩৬ এর আগে)
গণতান্ত্রিক এবং সমাজতান্ত্রিক ইউনিয়ন প্রতিরোধের (১৯৬৪–১৯৬৪)
রিপাবলিকান প্রতিষ্ঠানের সম্মেলন (১৯৭১–১৯৭১)
সমাজতান্ত্রিক পার্টি (১৯৯৬–১৯৯৬)
দাম্পত্য সঙ্গীদানিয়েল গুজ (বি. ১৯৪৪)
সন্তান৪, সহ জঁ-ক্রিস্তফ এবং মাজারিন পাঁজো মিতেরঁ
আত্মীয়স্বজনফ্রেদেরিক মিতেরঁ (ভাইপো)
প্রাক্তন শিক্ষার্থীপ্যারিস বিশ্ববিদ্যালয়
সিয়ন্স পো
স্বাক্ষর
ওয়েবসাইটমিতেরঁ ইনস্টিটিউট

মিতেরঁ ফ্রান্সে মৃত্যুদণ্ড বিলুপ্ত ঘোষণা করেন, সাপ্তাহিক কর্মসপ্তাহের সর্বোচ্চ দৈর্ঘ্য ৩৯ কর্মঘণ্টায় নামিয়ে আনেন এবং বেতার ও টেলিভিশনে সরকারি নিয়ন্ত্রণ হ্রাস করেন। জার্মান চ্যান্সেলর হেলমুট কোলের সাথে মাস্ট্রিখট চুক্তি সম্পাদন করে ইউরোপীয় একীভবনকে অগ্রসর করেন। তার সময়ে ফ্রান্সে সংস্কৃতি খাতে ব্যাপক বিনিয়োগ হয়। তার আমলে ফ্রান্সের একটি নতুন বিশালাকার জাতীয় গ্রন্থাগার নির্মাণ করা হয়। ১৯৯১ সালে মিতেরঁ প্রথম ও একমাত্র ফরাসি রাষ্ট্রপতি হিসেবে একজন মহিলা প্রধানমন্ত্রীকে (এদিত ক্রেসোঁ) নিয়োগ দান করেন।

মিতেরঁ ১৯৯৬ সালে প্যারিসে প্রস্থিত গ্রন্থির কর্কটরোগের (প্রোস্টেট ক্যানসার) কারণে মৃত্যুবরণ করেন।

তথ্যসূত্র

🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ