বাস লেন

বাস ও অন্যান্য পরিবহনের জন্য সংরক্ষিত সড়ক লেন

বাস লেন (ইংরেজি: bus lane) বা বাস-অনলি লেন (ইংরেজি: bus-only lane) হলো বাসদের জন্য সীমাবদ্ধ একধরনের সড়ক লেন। অনেকক্ষেত্রে এটি কোনো নির্দিষ্ট দিন বা সময়ের জন্য বাসদের জন্য সীমাবদ্ধ থাকে এবং সাধারণত যানজট এড়িয়ে গণপরিবহনের গতিবৃদ্ধির জন্য এই ব্যবস্থাটি করা হয়। এর সম্পর্কিত শব্দ বাস রাস্তা বা বাসওয়ে (busway) বলতে বাসদের জন্য সম্পূর্ণভাবে নিয়োজিত সড়কপথকে বোঝায়, এবং বাস গেট (bus gate) বলতে গণপরিবহনে শর্টকাট হিসেবে ব্যবহৃত ছোট বাস লেনকে বোঝায়। বাস লেন উচ্চমানের দ্রুতগামী বাস পরিবহন নেটওয়ার্কের এক গুরুত্বপূর্ণ অংশ, যার মাধ্যমে অন্যান্য ট্র্যাফিকের জন্য বিলম্বকে হ্রাস করে বাস যাত্রার গতি ও নির্ভরযোগ্যতা বৃদ্ধি করা হয়।

তাইওয়ানের তাইপে শহরের রুজভেল্ট রোডের মাঝে বাস লেন।

নকশা

ভারতের পুণে শহরে বাসদের জন্য পৃথক উত্তোলিত বাস লেন।

বাস লেন কোনো রাস্তার উপর বিভিন্ন অবস্থানে থাকতে পারে, যেমন কার্বের নিকটবর্তী ধারে কিংবা মাঝখানে। বাস লেন কখনো দীর্ঘ নিরবিচ্ছিন্ন নেটওয়ার্ক হতে পারে, আবার কখনো সড়কের বাধা এড়ানো বা বাসপথের জটিলতা কমানোর জন্য রাস্তার ছোট অংশ হতে পারে, যেমন কন্ট্রাফ্লো বাস লেন।[১]

কোনো বাস লেনকে বিভিন্নভাবে চিহ্নিত করা হয়। বিশেষত বাস লেনের শুরুতে ও শেষে রাস্তার উপর "BUS LANE" বা অনুরূপ লেখা থাকতে পারে। স্বতন্ত্র্য বাস লেন বোঝানোর জন্য কিছু শহরে হীরকাকৃতি চিহ্ন ব্যবহার করা হয়। বাস লেনের রং আলাদা হতে পরে, এবং এটি সাধারণত লাল রঙের হয়। এর ফলে বাস লেনে নিষিদ্ধ যানের প্রবেশ কমে যায়।[২] সড়ক নির্দেশিকার মাধ্যমে কখন বাস লেন কার্যকরী হবে তা জানানো যেতে পরে।[৩]

বলার্ড, কার্ব, কিংবা অন্যান্য উত্তোলিত সরঞ্জামের মাধ্যমে বাস লেনকে অন্যান্য ট্র্যাফিক থেকে আলাদা করা যেতে পারে।[৪]

তথ্যসূত্র


বহিঃসংযোগ

🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ