বিষুব

নিরক্ষ রেখার উপর সূর্যের খাড়া অবস্থান যা বছরে দুবার ঘটে

পৃথিবীর নিরক্ষরেখা দিয়ে গমনকারী কল্পিত সমতলটির সূর্যের কেন্দ্রকে অতিক্রমকালীন মুহূর্তের জ্যোতি:বিষয়ক ঘটনাটিকে সাধারণভাবে বিষুব বলা হয়।[১] অর্থাৎ বিষুব হল নিরক্ষরেখা উপরে সূর্যের উলম্ব অবস্থান তথা নিরক্ষরেখায় সৌরপাদ বিন্দুর আগমনই। অন্যকথায় বলা যায়, নিরক্ষরেখায় অবস্থানকারী কোন ব্যক্তি যে মুহূর্তে ঠিক তার মাথার উপরে সূর্যকে দেখবেন সে মুহূর্তটিই বিষুব।[২] প্রতি বছর সূর্যের একবারকরে উত্তরায়ণ ও দক্ষিণায়ন ঘটায় সূর্য প্রতি বছরে দুবার নিরক্ষরেখাকে অতিক্রম করে। ফলে প্রতিবছর দুটি বিষুব ঘটে। যথা:—

  1. মার্চ মাসে মহাবিষুব এবং
  2. সেপ্টেম্বর মাসে জলবিষুব

বিষুব শব্দটি ইংরেজি Equinox এর পারিভাষিক শব্দ। Equinox শব্দটি ল্যাটিন aequinoctium ( aequus + nox) থেকে এসেছে। ল্যাটিনে aequus অর্থ সমান এবং nox অর্থ রাত। ব্যুৎপত্তিগতভাবে equinox অর্থ সমান রাত অর্থাৎ এদিন পৃথিবীতে দিন-রাত সমান। বাস্তবে সূর্যের কৌণিক আকার ও বায়ুমণ্ডলে আলোর প্রতিসরণের কারণে দিন-রাত একেবারে সমান সমান না হয়ে ১২ ঘণ্টার খুব কাছাকাছি হয় মাত্র।

উত্তর গোলার্ধে মহাবিষুবকে বসন্ত বিষুব এবং জলবিষুবকে শারদীয় বিষুব বলা হয়। বিপরীতক্রমে দক্ষিণ গোলার্ধে মহাবিষুবকে শারদীয় ও জলবিষুবকে বসন্ত বিষুব বলা হয়। আবার উত্তরায়ণের সময় মহাবিষুব ঘটে বলে একে উত্তরাভিমুখী বিষুব এবং একইভাবে জলবিষুবকে দক্ষিণাভিমুখী বিষুবও বলা হয়। পঞ্জিকা বছর ও সৌর বছরের মধ্যে পার্থক্যের ফলে বিষুব দুটি কোন নির্দিষ্ট তারিখে ঘটে না। মহাবিষুব মার্চ মাসের ১৯ থেকে ২১ তারিখের মধ্যে যে কোন দিন এবং জলবিষুব সেপ্টেম্বর মাসের ২১ থেকে ২৪ তারিখের মধ্যে যেকোন দিন ঘটতে পারে।

পৃথিবীর বিষুবসমূহ

সাধারণ

তারিখ

আধুনিক তারিখ

বিষুবরেখা

বিষুবীয় দিন ও রাতের দৈর্ঘ্য

ভূকেন্দ্রিক দৃষ্টিকোণের আলোকে জ্যোতির্বৈজ্ঞানিক ঋতুসমূহ

সংঘটনের মুহূর্ত

নিকট অতীত ও ভবিষ্যতে সংঘটিত ও সংঘটিতব্য কয়েকটি ভৌগোলিক ঘটনাবলীর আন্তর্জাতিক তারিখ ও সময়ের তালিকা নিচে দেওয়া হল। উক্ত ঘটনাবলীর জন্য বাংলাদেশের প্রমাণ সময় এবং ভারতীয় প্রমাণ সময় নির্ণয় করতে হলে তালিকায় প্রদত্ত সময়ের সাথে যথাক্রমে ঘণ্টা এবং ৫:৩০ ঘণ্টা যোগ করতে হবে। যেমন— ২০১৯ খ্রীস্টাব্দের জলবিষুব বাংলাদেশের প্রমাণ সময় অনুযায়ী সেপ্টেম্বর মাসের ২৩ তারিখের ১৩:৫০ ঘটিকায় এবং ভারতের প্রমাণ সময় অনুযায়ী ১৩:২০ ঘটিকায় সংঘটিত হবে।

বিষুবরেখায় এবং কর্কটক্রান্তিমকরক্রান্তি রেখায় সূর্যের অবস্থানের আন্তর্জাতিক তারিখ ও সময়:[৩]
ঘটনাবলীমহাবিষুবউত্তর অয়নান্তজলবিষুবদক্ষিণ অয়নান্ত
মাসমার্চজুনসেপ্টেম্বরডিসেম্বর
বছর
তারিখসময়তারিখসময়তারিখসময়তারিখসময়
২০০০২০০৭:৩৫২১০১:৪৮২২১৭:২৮২১১৩:৩৭
২০০১২০১৩:৩১২১০৭:৩৮২২২৩:০৪২১১৯:২২
২০০২২০১৯:১৬২১১৩:২৪২৩০৪:৫৫২২০১:১৪
২০০৩২১০১:০০২১১৯:১০২৩১০:৪৭২২০৭:০৪
২০০৪২০০৬:৪৯২১০০:৫৭২২১৬:৩০২১১২:৪২
২০০৫২০১২:৩৩২১০৬:৪৬২২২২:২৩২১১৮:৩৫
২০০৬২০১৮:২৬২১১২:২৬২৩০৪:০৪২২০০:২২
২০০৭২১০০:০৭২১১৮:০৬২৩০৯:৫১২২০৬:০৮
২০০৮২০০৫:৪৮২০২৩:৫৯২২১৫:৪৪২১১২:০৪
২০০৯২০১১:৪৪২১০৫:৪৫২২২১:১৯২১১৭:৪৭
২০১০২০১৭:৩২২১১১:২৮২৩০৩:০৯২১২৩:৩৮
২০১১২০২৩:২১২১১৭:১৬২৩০৯:০৫২২০৫:৩০
২০১২২০০৫:১৪২০২৩:০৯২২১৪:৪৯২১১১:১২
২০১৩২০১১:০২২১০৫:০৪২২২০:৪৪২১১৭:১১
২০১৪২০১৬:৫৭২১১০:৫১২৩০২:২৯২১২৩:০৩
২০১৫২০২২:৪৫২১১৬:৩৮২৩০৮:২০২২০৪:৪৮
২০১৬২০০৪:৩০২০২২:৩৪২২১৪:২১২১১০:৪৪
২০১৭২০১০:২৮২১০৪:২৪২২২০:০২২১১৬:২৮
২০১৮২০১৬:১৫২১১০:০৭২৩০১:৫৪২১২২:২৩
২০১৯২০২১:৫৮২১১৫:৫৪২৩০৭:৫০২২০৪:১৯
২০২০২০০৩:৫০২০২১:৪৪২২১৩:৩১২১১০:০২
২০২১২০০৯:৩৭২১০৩:৩২২২১৯:২১২১১৫:৫৯
২০২২২০১৫:৩৩২১০৯:১৪২৩০১:০৪২১২১:৪৮
২০২৩২০২১:২৪২১১৪:৫৮২৩০৬:৫০২২০৩:২৭
২০২৪২০০৩:০৬২০২০:৫১২২১২:৪৪২১০৯:২০
২০২৫২০০৯:০১২১০২:৪২২২১৮:১৯২১১৫:০৩

তথ্যসূত্র

🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ