বেলিন্ডা (প্রাকৃতিক উপগ্রহ)

বেলিন্ডা (ইংরেজি: Belinda) হল ইউরেনাসের একটি অভ্যন্তরীণ প্রাকৃতিক উপগ্রহ। ১৯৮৬ সালের ১৩ জানুয়ারি ভয়েজার ২ মহাকাশযান থেকে তোলা আলোকচিত্রগুলি থেকে এটি আবিষ্কৃত হয় এবং সেই সময় এটির সাময়িক নামকরণ করা হয় এস/১৯৮৬ ইউ ৫ (ইংরেজি: S/1986 U 5)।[৭] উপগ্রহটির নামকরণ করা হয় আলেকজান্ডার পোপ রচিত দ্য রেপ অফ দ্য লক ছদ্ম-মহাকাব্যের নায়িকার নামানুসারে। উপগ্রহটি ইউরেনাস ১৪ (ইংরেজি: Uranus XIV) নামেও পরিচিত।[৮]

বেলিন্ডা
Image of Belinda acquired by Voyager 2
১৯৮৬ সালে ভয়েজার ২ মহাকাশযান থেকে গৃহীত বেলিন্ডার আলোকচিত্র
আবিষ্কার
আবিষ্কারকস্টিফেন পি. সিনট / ভয়েজার ২
আবিষ্কারের তারিখ১৩ জানুয়ারি, ১৯৮৬
বিবরণ
উচ্চারণ/bɛˈlɪndə/[১]
বিশেষণবেলিন্ডীয় (ইংরেজি: বেলিন্ডিয়ান; Belindian)
কক্ষপথের বৈশিষ্ট্য
কক্ষপথের গড়
ব্যাসার্ধ
৭৫,২৫৫.৬১৩ ± ০.০৫৭ কিলোমিটার[২]
উৎকেন্দ্রিকতা০.০০০০৭ ± ০.০০০০৭৩[২]
কক্ষীয় পর্যায়কাল০.৬২৩৫২৭৪৭০ ± ০.০০০০০০০১৭ দিন[২]
নতি০.০৩০৬৩ ± ০.০২৮° (ইউরেনাসের নিরক্ষরেখার প্রতি)[২]
যার উপগ্রহইউরেনাস
ভৌত বৈশিষ্ট্যসমূহ
মাত্রাসমূহ১২৮ × ৬৪ × ৬৪ কিলোমিটার[৩]
গড় ব্যাসার্ধ৪০.৩ ± ৮ কিলোমিটার[৩][৪][৫]
পৃষ্ঠের ক্ষেত্রফল~২৫,০০০ বর্গ কিলোমিটার[ক]
আয়তন~৩৮০,০০০ ঘন কিলোমিটার[ক]
ভর~৩.৬×১০১৭ কিলোগ্রাম[ক]
গড় ঘনত্ব~১.৩ গ্রাম/ঘন সেন্টিমিটার (অনুমিত)[৪]
বিষুবীয় পৃষ্ঠের অভিকর্ষ~০.০১৪ মিটার/বর্গ সেকেন্ড [ক]
মুক্তি বেগ~০.০৩৪ কিলোমিটার/সেকেন্ড[ক]
ঘূর্ণনকালসমলয়[৩]
অক্ষীয় ঢালশূন্য[৩]
প্রতিফলন অনুপাত০.০৮ ± ০.০১[৬]
তাপমাত্রা~৬৪ কেলভিন[ক]

বেলিন্ডা ইউরেনাসের উপগ্রহগুলির পোর্শিয়া গোষ্ঠীর অন্তর্গত। এই গোষ্ঠীর অন্যান্য উপগ্রহগুলি হল বিয়াংকা, ক্রেসিডা, জুলিয়েট, পোর্শিয়া, রোজালিন্ড, কিউপিড, ডেসডিমোনা ও পার্ডিটা।[৬] এই উপগ্রহগুলির কক্ষপথ ও আলোকমিতি-সংক্রান্ত বৈশিষ্ট্যগুলি একই ধরনের।[৬] এটির কক্ষপথের[২] ব্যাসার্ধ ৪৫ কিলোমিটার[৩] এবং জ্যামিতিক অ্যালবেডো প্রায় ০.০৮।[৬] এটুকু ছাড়া ডেসডিমোনা সম্পর্কে কার্যত আর কিছুই জানা যায় না।

ভয়েজার ২ মহাকাশযান থেকে বেলিন্ডাকে লম্বাটে আকারবিশিষ্ট বস্তুর ন্যায় দেখা গিয়েছিল। এটির পরাক্ষ ইউরেনাসের দিকে মুখ করে ছিল। উপগ্রহটি অত্যন্ত লম্বাটে। একটি ছোটো অক্ষটি বড়ো অক্ষটির ০.৫ ± ০.১।[৩] এটির পৃষ্ঠভাগ ধূসর রঙের।[৩]

আরও দেখুন

পাদটীকা

তথ্যসূত্র

গ্রন্থপঞ্জি

বহিঃসংযোগ

🔥 Top keywords: প্রধান পাতাবিশেষ:অনুসন্ধানরবীন্দ্রনাথ ঠাকুর২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপকাজী নজরুল ইসলামবাংলাদেশ ডাক বিভাগশেখ মুজিবুর রহমানএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশছয় দফা আন্দোলনক্লিওপেট্রাবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভারতের সাধারণ নির্বাচন, ২০২৪আবহাওয়ামুহাম্মাদব্লু হোয়েল (খেলা)বাংলা ভাষাইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনবাংলা প্রবাদ-প্রবচনের তালিকাভারতভূমি পরিমাপবাংলা ভাষা আন্দোলনমহাত্মা গান্ধীমিয়া খলিফামৌলিক পদার্থের তালিকাবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলপহেলা বৈশাখপদ্মা সেতুলোকসভা কেন্দ্রের তালিকামাইকেল মধুসূদন দত্তসুনীল ছেত্রীবাংলাদেশের পলিটেকনিক ইনস্টিটিউটের তালিকাবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহআসসালামু আলাইকুমপশ্চিমবঙ্গবাংলাদেশে পালিত দিবসসমূহশেখ হাসিনাবাংলাদেশের শিক্ষামন্ত্রীজয়নুল আবেদিন