কেলভিন

কেলভিন হলো তাপগতীয় তাপমাত্রার এস. আই. একক। ১ কেলভিন হলো পানির ত্রৈধ বিন্দুর তাপগতীয় তাপমাত্রার ১/২৭৩.১৬ ভগ্নাংশের সমান।[১] তাপমাত্রার পার্থক্য কেলভিন এবং ডিগ্রি সেলসিয়াস(সেন্টিগ্রেড) স্কেলে সমান;[২] কিন্তু ডিগ্রি সেলসিয়াসে প্রকাশিত একটি নির্দিষ্ট তাপমাত্রা সংখ্যাগতভাবে কেলভিনে প্রকাশিত তাপমাত্রার চেয়ে ২৭৩.১৫ পরিমাণ ক্ষুদ্রতর।

কেলভিন
একক পদ্ধতিএসআই ভিত্তিক একক
যার এককতাপমাত্রা
প্রতীকK
যার নামে নামকরণউইলিয়াম থমসন, ১ম ব্যারন কেলভিন
কেলভিন স্কেলের সঙ্গে সেলসিয়াসফারেনহাইট স্কেলের তুলনা

অর্থাৎ, ১ ডিগ্রি সেলসিয়াস = ১ কেলভিন - ২৭৩.১৫

কেলভিনকে 'K' দ্বারা সূচিত করা হয়।

পরম শূন্য তাপমাত্রা হলো ০ K(বা -২৭৩.১৫ ডিগ্রি সেলসিয়াস)। ১৯৬৭ সালের আন্তর্জাতিক ঐকমত্যের ভিত্তিতে পূর্বেকার প্রচলিত নাম ডিগ্রি কেলভিন অচল হয়ে গেছে।[৩] এই এককের নামটি আসলে লর্ড কেলভিন(১৮২৪-১৯০৭)-এর নামে রাখা হয়েছে।

ইতিহাস

লর্ড কেলভিন

১৮৪৮ সালে, উইলিয়াম থমসন, যার নাম পরে লর্ড কেলভিন হয়েছিল, তিনি তার গবেষণাপত্রে লিখেছেন, "একটি সম্পূর্ণ তাপমাত্রাযুক্ত স্কেলে, যা একটি স্কেলের প্রয়োজনের জন্য, যার মাধ্যমে 'অসীম ঠান্ডা' (পরম শূন্য) স্কেল এর নাল পয়েন্ট ছিল এবং যা তার একক বৃদ্ধি জন্য ডিগ্রি সেলসিয়াস ব্যবহার করে।"কেলভিন গণনা করেছিলেন যে বাতাসে পরম শূন্য তাপমাত্রা থার্মোমিটারগুলিতে -২৭৩ ডিগ্রি সেলসিয়াসের সমতুল্য ছিল।[৪]

ব্যবহারিক প্রয়োগ

সেলসিয়াস ও কেলভিন স্কেলে দাগাঙ্কিত একটি থার্মোমিটার
কেলভিন থেকেকেলভিনে
সেলসিয়াস[°C] = [K] − ২৭৩.১৫[K] = [°C] + ২৭৩.১৫
ফারেনহাইট[°F] = [K] ×৫/৯− ৪৫৯.৬৭[K] = ([°F] + ৪৫৯.৬৭) ×৫/৯
রানকিন[°R] = [K] ×৫/৯[K] = [°R] ×৫/৯
ডেলিসেল[°De] = (৩৭৩.১৫ − [K]) ×৩/২[K] = ৩৭৩.১৫ − [°De] ×২/৩
নিউটন[°N] = ([K] − ২৭৩.১৫) ×৩৩/১০০[K] = [°N] ×১০০/৩৩+ ২৭৩.১৫
রিউমার[°Ré] = ([K] − ২৭৩.১৫) ×৪/৫[K] = [°Ré] ×৫/৪}+ ২৭৩.১৫
রোমার[°Rø] = ([K] − ২৭৩.১৫) ×২১/৪০+ ৭.৫[K] = ([°Rø] − ৭.৫) ×৪০/২১+ ২৭৩.১৫

তথ্যসূত্র

🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ