ইতিহাস

ইতিহাস হলো কোন জাতির কি ভাবে অতীত থেকে বর্তমানে কি ভাবে এসেছে তা। "Nayeem SSS" (আলাপ) ০৬:২৮, ২৮ ডিসেম্বর ২০২৩ (ইউটিসি)

বাংলা

- বাংলা ভাষা ও সাহিত্যের মাধ্যযুগের প্রথম নিদর্শন - শ্রীকৃষ্ণকীর্তন।

- বাংলা সাহিত্যের ইতিহাসবিষয়ক গ্রন্থঃ

রচয়িতা গ্রন্থ

ড. দীনেশচন্দ্র সেন - বঙ্গভাষা ও সাহিত্যে (বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ)

ড. সুকুমার সেন - বাঙ্গালা সাহিত্যের কথা, বাঙ্গালা সাহিত্যের ইতিহাস, ভাষার ইতিবৃত্ত

ড. মুহম্মদ শহীদুল্লাহ - বাংলা সাহিত্যের কথা, ভাষা ও সাহিত্য, বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত

ড. হুমায়ুন আজাদ - লাল নীল দীপাবলি (বাংলা সাহিত্যের জীবনী), কতো নদীর সরোবর (বাংলা ভাষার জীবন) "Nayeem SSS" (আলাপ) ০৬:৩৮, ২৮ ডিসেম্বর ২০২৩ (ইউটিসি)

আপনাকে অনেক ধন্যবাদ 103.135.77.5 (আলাপ) ০৭:১১, ২৮ ডিসেম্বর ২০২৩ (ইউটিসি)

আধুনিক পদার্থবিজ্ঞান

ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে বিজ্ঞানীরা বিশ্বাস করতেন, পদার্থবিজ্ঞান সম্পর্কে যা জানা দরকার তার অধিকাংশ তারা জেনে ফেলেছেন। কিন্তু 1900 সালের ম্যাক্স প্ল্যাক্সের কোয়ান্টাম তত্ত্ব এবং 1095 সালের আইনস্টাইনের আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব দুটি পদার্থবিজ্ঞানকে জগতকে কাঁপিয়ে দেয়। সে হিসেবে আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা 1900 সাল থেকে। আধুনিক পদার্থবিজ্ঞানের বিভিন্ন শাখা হলো কোয়ান্টাম পদার্থবিজ্ঞান, নউক্লিয়, পদার্থবিজ্ঞান, পারমাণবিক পদার্থবিজ্ঞান ইত্যাদি।

কোয়ান্টাম তত্ত্বঃ আলোকরশ্মি যখন কোনো উৎস থেকে বের হয়ে তখন অনবরত বের না হয়ে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র বিচ্ছিন্ন প্যাকেট বা গুচ্ছ আকারে বের হয়। এই এক একটি বিচ্ছিন্ন প্যাকেটকে কোয়ান্টাম বা ফোটন বলে।

আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্বঃ চিরায়ত বলবিজ্ঞানের মতে স্থান, কাল এবং ভর ধ্রুব। আইনস্টাইন এগুলো সম্পর্কে চিরায়ত বলবিজ্ঞানের ধারণাকে প্রত্যাখ্যান করেন এবং বলেন, স্থান কাল এবং ভর এগুলো পরম কিছু নয়; এগুলো আপেক্ষিক। আইনস্টাইনের এ তত্ত্বকে বলা হয় আপেক্ষিকতা তত্ত্ব। আপেক্ষিকতা তত্ত্বটি দুটো ভাগে বিভক্ত। এগুলো হলো - 1. আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব এবং 2. আপেক্ষিকতার সার্বিক তত্ত্ব।

মৌলিক বলঃ যে সকল বল অন্য কোনো বল থেকে উৎপন্ন হয় না বা অন্য কোনো বলের রূপ নয় এবং অন্যান্য বল এই সকল বলের কোনো না কোনো রূপের প্রকাশ তাদেরকে মৌলিক বল বলে। মৌলিক বল 4টি।

মনে রাখার উপায়
সদা-সংহতসবল নউক্লিয় বল
দাদুর্বল নউক্লিয় বল
মহমহাকর্ষ বল
তড়িৎ চুম্বকীয় বল

তেজস্ক্রিয়তাঃ তেজস্ক্রিয় মৌল (ইউরেনিয়াম, রেডিয়াম, থোরিয়ান ইত্যাদি) থেকে স্বতঃস্ফূর্তভাবে তেজস্ক্রিয় রশ্মি নির্গমনের ঘটনাকে বলা হয় তেজস্ক্রিয়তা। এর এস. আই. একক বেকেরেল। "Nayeem SSS" (আলাপ) ০৭:০৫, ২৮ ডিসেম্বর ২০২৩ (ইউটিসি)

ধন্যবাদ 103.135.77.5 (আলাপ) ০৭:১১, ২৮ ডিসেম্বর ২০২৩ (ইউটিসি)
🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ