মাঞ্চুরিয়া

উত্তরপূর্ব এশিয়ায় অবস্থিত একটি ভৌগোলিক অঞ্চল

মাঞ্চুরিয়া (সরলীকৃত চীনা: 满洲; প্রথাগত চীনা: 滿洲; ফিনিন: Mǎnzhōu) উত্তরপূর্ব এশিয়ায় অবস্থিত একটি বৃহৎ ভৌগোলিক অঞ্চলের ঐতিহাসিক নাম। কীভাবে এই এলাকার বিস্তৃতিকে সংজ্ঞায়িত করা হয় এর ওপর নির্ভর করে মাঞ্চুরিয়া অঞ্চল[২][৩][৪] সাধারণত সম্পূর্ণভাবে চীনের মধ্যে পড়ে, আবার কখনও কখনও এটিকে চীন এবং রাশিয়ার মধ্যে বিভক্ত করা হয়। ১৯০২ সালের ১৮ জুলাই চীনের কাছে রাশিয়া মাঞ্চুরিয়া হস্তান্তর করে। বর্তমানে চীনের অভ্যন্তরে এই অঞ্চলকে সাধারণত উত্তরপূর্ব চীন (সরলীকৃত চীনা: 东北; প্রথাগত চীনা: 東北; ফিনিন: Dōngběi) নামে অভিহিত করা হয়; তবে চীনের বাইরে এখনো মাঞ্চুরিয়া নামটি ভৌগোলিক এবং ঐতিহাসিক অঞ্চলকে বোঝাতে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এই এলাকাটি জিয়ানবেই[৫][৬][৭][৮], খিতান এবং জুরচেন জনগোষ্ঠীর ঐতিহাসিক নিবাস, যারা প্রাচীনকাল থেকে এখানে বেশকিছু রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। এছাড়াও এই অঞ্চলে বাস করে মাঞ্চুস জনগোষ্ঠী, যেখান থেকে মাঞ্চুরিয়া নামটির উৎপত্তি। তাছাড়াও এখানে মঙ্গোলীয় এবং হুই জনগণও বসবাস করে।[৯]

মাঞ্চুরিয়া
চীনা নাম
ঐতিহ্যবাহী চীনা 滿洲
সরলীকৃত চীনা 满洲
রুশ নাম
রুশМаньчжурия
রোমানীকরণManjčžurija
Manchuria, now as Northeast China = Red, Eastern Inner Mongolia = Pink
One of the earliest European maps using the term "Manchuria" (Mandchouria) (John Tallis, 1851). Previously, the term "Chinese Tartary" had been commonly applied in the West to Manchuria and Mongolia [১]

মাঞ্চুরিয়ার বিস্তৃতী

মূলত চীনের লিয়াওনিংহেইলুংচিয়াং প্রদেশ নিয়ে এই অঞ্চল গঠিত।

ব্যুৎপত্তি এবং নামসমূহ

তথ্যসূত্র

🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ