মেঘালয় উপযুগ

চতুর্থী মহাযুগ / তন্ত্রের উপবিভাগসমূহ
তন্ত্র/
মহাযুগ
ধারা/
যুগ
ধাপ/
উপযুগ
বয়স (নিযুতাব্দ/Ma)
চতুর্থী মহাযুগপূর্ণ নবযুগমেঘালয় উপযুগ০.০০৪২
নর্থগ্রিপীয় উপযুগ০.০০৪২০.০০৮২
গ্রিনল্যান্ডীয় উপযুগ০.০০৮২০.০১১৭
নবতম যুগসাম্প্রতিক নবতম উপযুগ০.০১১৭০.১২৬
মধ্য নবতম উপযুগ০.১২৬০.৭৮১
কালাব্রীয় উপযুগ০.৭৮১১.৮০
গেলা উপযুগ১.৮০২.৫৮
নবজনিক মহাযুগসংখ্যাগুরু নবযুগপিয়াচেনজীয় উপযুগপ্রাচীনতর
টীকা ও তথ্যসূত্র
আন্তর্জাতিক স্তরবিজ্ঞান সমিতি অনুমোদিত চতুর্থী মহাযুগের উপবিভাজন, ২০১৮ সালের তথ্য অনুযায়ী।[১]

পূর্ণ নবযুগের ক্ষেত্রে বয়সের তারিখগুলি ২০০০ খ্রিস্টাব্দের সাপেক্ষে নির্ধারিত হয়েছে। যেমন- গ্রিনল্যান্ডীয় উপযুগ ২০০০ খ্রিস্টাব্দের ১১,৭০০ বছর আগে শুরু হয়। নর্থগ্রিপীয় উপযুগটি ২০০০ খ্রিস্টাব্দের ৮৩২৬ বছর আগে শুরু হয় বলে নির্ধারিত হয়েছে।[২] মেঘালয় উপযুগটি ২০০০ খ্রিস্টাব্দের ৪২৫০ বছর আগে শুরু হয়েছে বলে নির্ধারিত হয়েছে।[৩]

মেঘালয় উপযুগ ভূবৈজ্ঞানিক সময় মাপনী অনুযায়ী পৃথিবীর ভূবৈজ্ঞানিক ইতিহাসের সাম্প্রতিকতম উপযুগ। এটি চতুর্থী মহাযুগের অন্তর্ভুক্ত সাম্প্রতিকতম যুগ তথা পূর্ণ নবযুগ গঠনকারী তিনটি উপযুগের মধ্যে সাম্প্রতিকতম উপযুগ।[৪][৫][৬] মেঘালয় উপযুগটির বৈশ্বিক প্রমিত সীমানানির্দেশক শিলাস্তর খণ্ড ও বিন্দুটি উত্তর-পূর্ব ভারতের মেঘালয় রাজ্যের খাসি পাহাড় অঞ্চলের মমলু গুহাতে অবস্থিত।[৭] মমলু গুহাটি ভারতের দীর্ঘতম ও গভীরতম গুহাগুলির একটি বিধায় উপযুগগুলির রূপান্তরের রাসায়নিক চিহ্নাদি এখানে সুন্দরভাবে সংরক্ষিত হয়েছে।[৮] কানাডার লোগান পর্বতের একটি বরফ মজ্জাকে এই উপযুগের বৈশ্বিক সহায়ক সীমানানির্দেশক শিলাস্তর হিসেবে নির্বাচন করা হয়েছে।[৯]

মেঘালয় উপযুগটি বর্তমান সময়ের প্রায় ৪২৫০ বছর আগে, অর্থাৎ আনুমানিক ২২৫০ খ্রিস্টপূর্বাব্দে শুরু হয়।[১০][১১] উপযুগটি প্রায় ২০০ বছর স্থায়ী একটি বিশ্বব্যাপী খরার মাধ্যমে শুরু হয়। এই খরাটি পূর্ণ নবযুগের সবচেয়ে গুরুতর জলবায়ুগত ঘটনাগুলির একটি ছিল। খরাটি প্রাচীন মিশর, প্রাচীন গ্রিস, প্রাচীন সিরিয়া, কানান, মেসোপটেমিয়া, সিন্ধু ও ইয়াংসে নদীর সভ্যতার উপর প্রভাব ফেলে এবং সম্ভবত মিশরের প্রাচীন রাজ্য, মেসোপটেমিয়ার আক্কাদীয় সাম্রাজ্য, লিয়াংচু সভ্যতা ও সিন্ধু নদ সভ্যতার পতন ঘটায়।[১০] সম্ভবত এই খরার কারণেই ইন্দো-ইউরোপীয় ভাষাভাষী জাতির লোকেরা ভারতীয় উপমহাদেশে প্রবেশ করে।

আন্তর্জাতিক স্তরবিজ্ঞান কমিশন ২০১৮ সালের জুলাই মাসে মেঘালয় উপযুগটিকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেন।[৭]

আরও দেখুন

  • ভূবৈজ্ঞানিক সময় মাপনী
  • ৪.২ হাজার বছর আগের ঘটনা

তথ্যসূত্র

🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ