মোশি

মোশি (হিব্রু ভাষায়: מֹשֶׁה‎, Mōshé; সিরীয়: ܡܘܫܐ‎, Mūše; আরবি: موسى, প্রতিবর্ণীকৃত: Mūsā; গ্রিক: Mωϋσῆς, Mōÿsēs),[২] যিনি মোশি রব্বিনু (হিব্রু ভাষায়: מֹשֶׁה רַבֵּנוּ‎)[৩] বা মুসা নামেও পরিচিত, ছিলেন ইহুদিধর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ নবী বা ভাববাদী।[৪][৫] এছাড়াও তিনি খ্রিস্টধর্ম, ইসলাম, বাহাই ধর্মসহ কতক অব্রাহামীয় ধর্মের একজন তাৎপর্যপূর্ণ পয়গম্বরবাইবেলীয়কোরআনীয় আখ্যান অনুসারে,[৬] তিনি ছিলেন ইস্রায়েলীয়দের নেতা ও আইনপ্রণেতা যাঁর ওপর তোরাহ নাজিল হয়েছিল।


মোশি
מֹשֶׁה
موسى

গুইদো রেনির আঁকা প্রস্তরফলক হাতে মোশি (১৬২৪),গালেরিয়া বোর্গেসে
জন্ম
গোশন প্রদেশ, প্রাচীন মিশর
মৃত্যু
নবো পর্বত, মোয়াব রাজ্য
জাতীয়তাইস্রায়েলীয়
অন্যান্য নামমুসা
পরিচিতির কারণভাববাদী, সন্ত, দ্রষ্টা, আইনপ্রণেতা, ফরৌণের প্রতি প্রেরিত, সংস্কারক, তোরাহ
দাম্পত্য সঙ্গীসিপ্পোরা
কূশীয়া স্ত্রী[১]
সন্তান
  • গের্শোম
  • ইলীয়েষর
পিতা-মাতা
  • অম্রম (পিতা)
  • যোকেবদ (মাতা)
  • ফরৌণের কন্যা (পালকমাতা)
আত্মীয়

কোরআনে হজরত মুসার (আ.) নাম অন্যান্য নবীদের তুলনায় বেশি সংখ্যক বার উল্লেখ করা হয়েছে। ধারণা করা হয় যে তিনি ১২০ বছর বেঁচে ছিলেন। তাঁর সম্প্রদায়ের নাম ছিল বনী ইসরাঈল

বাইবেলের গল্প

জন্ম ও শৈশব

নীলনদের কূলে স্নানরতা ফেরাউন রেমেসিসকন্যা বাত্য (Batya) ভেসে আসা শিশু মূছাকে তুলে নিলো ( ১৮৮৬ সালে এডুয়ার্ড লং এর আঁকা )

হিব্রু বাইবেল অনুসারে মুসা মিশরে লিবাইট নামের ইসরাইলি গোত্রে জন্মগ্রহণ করেছিলেন । তার পিতার নাম আমরাম আর মায়ের নাম জোশিবেদ । তখন মিশরের সম্রাট ছিল ফেরাউন রামেসিস । কয়েকজন জ্যোতিষী গণনা করে রামেসিসকে বলেছিলেন , ইহুদি পরিবারের মধ্যে এমন এক সন্তান জন্মগ্রহণ করবে যে ভবিষ্যতে মিসরের পক্ষে বিপজ্জনক হয়ে উঠতে পারে । তাই ফেরাউন আদেশ দিলেন কোনো ইহুদি পরিবারে সন্তান জন্মগ্রহণ করলেই যেন তাকে হত্যা করা হয়।

ফলে শিশু মুসা জন্মের পর মা জোশিবেদ সকলের চোখের আড়ালে সম্পূর্ণ গোপনে শিশুসন্তানকে বড় করে তুলতে লাগলেন । এভাবে তিন মাস যাওয়ার পর সন্তানকে গোপন রাখা আর সম্ভব পর হচ্ছিল না তখন আমরাম এবং জোশিবেদ শিশু মুসাকে একটা ছোট ঝুড়িতে করে নীল নদে ভাসিয়ে দিল । নদীর পাড় ধরে শিশুবাহী ঝুড়িটিকে অনুসরণ করে চললেন মুসা বোন মিরিয়াম । ঝুড়িটি গিয়ে পৌছল এমন একটি ঘাটে যেখানে ফারাও রাজকন্যা বাত্য (Batya) স্নান করছিল । ফুটফুটে সুন্দর একটা বাচ্চাকে একা পড়ে থাকতে দেখে তার মায়া হলো । তাকে তুলে নিয়ে এলো রাজপ্রাসাদে । সেটা দেখতে পেল মিরিয়াম । মিরিয়াম রাজকণ্যার কাছে গিয়ে জানতে চাইলো বাচ্চাটার লালন পালনের জন্য তার কোন হিব্রু মহিলা প্রয়োজন হবে কিনা , রাজকন্যা বাত্য সম্মত হলে জোশিবেদকেই মুসার ধাত্রী হিসেবে নিযু্ক্ত হল । নিজের পরিচয় গোপন করে রাজপ্রাসাদে মুসাকে দেখাশোনা করতে থাকে জোশিবেদ । ফারাও রাজ প্রাসাদে বড় হতে থাকে মূছা

বংশতালিকা

যাকোবলেয়া
লেবি
গের্শোনকহাৎমরারি
লিব্‌নিশিমিয়িযিষ্‌হরহিব্রোণউষীয়েলমহলিমূশি
যোকেবদঅম্রমমীশায়েলইল্‌সাফনসিথ্রি
মরিয়মহারোণমোশিসিপ্পোরা
গের্শোমইলীয়েষর

আরও দেখুন

তথ্যসূত্র

বহিঃসংযোগ

 এই নিবন্ধটি এখন পাবলিক ডোমেইনের একটি প্রকাশনার পাঠ্য অন্তর্ভুক্ত করে: Singer, Isidore; ও অন্যান্য, সম্পাদকগণ (১৯০১–১৯০৬)। "Moses"The Jewish Encyclopedia। New York: Funk & Wagnalls। 

মোশি
লেবীয়
পূর্বসূরী
উ/ন
আইনদাতাউত্তরসূরী
যিহোশূয়
🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ