ম্যাডেলিন ক্যারল

মার্কিন অভিনেত্রী

মারিসা ম্যাডেলিন ক্যারল একজন বিখ্যাত আমেরিকান অভিনেত্রী। তিনি ১৯৯৬ সালের ১৮ মার্চে জন্মগ্রহণ করেন। তিনি ২০০৮ সালে সর্বপ্রথম সুইং ভোট নামক চলচ্চিত্রে মলি জনসন চরিত্রে অভিনয় করেন। ক্যারল অসংখ্য হাস্যরসাত্মক চলচ্চিত্র এবং নাটকে অভিনয় করেছেন। ক্যারল সর্বপ্রথম ২০১০ সালে ফ্লিপ্পড নামক চলচ্চিত্রে ক্যালান ম্যাকালফির বিপরীতে প্রধান নারী অভিনেত্রীর ভূমিকায় অভিনয় করেন।

ম্যাডেলিন ক্যারল
২০১১ সালে
জন্ম
'মারিসা ম্যাডেলিন ক্যারল

(1996-03-18) মার্চ ১৮, ১৯৯৬ (বয়স ২৮)
পেশাঅভিনেত্রী
কর্মজীবন২০০৩–বর্তমান

জীবন ও কর্মজীবন

ক্যারল ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস শহরে জন্মগ্রহণ করেন এবং সেখানেই বড় হন। তার মা একজন গৃহিনী এবং বাবা একজন ঠিকাদার। তার তিনজন ভাই আছে। তাদের নাম যথাক্রমে নেড, জ্যাক এবং ড্যালান।

তিনি মাত্র তিন বছর বয়সে মডেলিং শুরু করেন। সাড়ে চার বছর বয়সে শেরম্যান অক্স নামক অনুষ্ঠানে অভিনয়ের মাধ্যমে বিখ্যাত থিয়েটার এজেন্ট ওয়েন্ডির নজরে আসেন।

এরপর থেকে তিনি বিভিন্ন রকমের অনেকগুলো টেলিভিশন অনুষ্ঠানে অভিনয় করেন। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য কিছু অনুষ্ঠান হচ্ছে এনসিআইএস, কোল্ড কেইস, গ্রেস এনাটমি, লাই টু মি, নাইট স্টল্কার, ওয়ান্টেড এবং লস্ট অন্যতম। তাকে সর্বপ্রথম দ্যা সান্টা ক্লস ৩ঃ দ্যা অ্যাসক্যাপ ক্লস এবং রেসিডেন্ট ইভিলঃ এক্সটিঙ্কসন নামক চলচ্চিত্রে দেখা যায়। তিনি ২০০৮ সালে সর্বপ্রথম সুইং ভোট নামক চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করেন। অতঃপর ২০১০ সালে জ্যাকি চ্যানের বিপরীতে দ্যা স্পাই নেক্সট ডোর নামক চলচ্চিত্রে অভিনয় করেন।[১] একই সালে তিনি মিস্টার প্রপারস পেঙ্গুইন্স নামক চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। তাছাড়া ২০১০ সালে তার সবচেয়ে বিখ্যাত চলচ্চিত্রটি হচ্ছে ওয়েন্ডেলিন ভ্যান ড্রানিনের বইয়ের উপর নির্মিত বিখ্যাত চলচ্চিত্র ফ্লিপড। এছাড়াও তিনি অনেকগুলো বাণিজ্যিক বিজ্ঞাপনচিত্রে অভিনয় করেন। এদের মধ্যে সাবওয়ে, আল্লস্টেট, অ্যাভেরি নোটট্যাবস, মিস্টার ক্লিন এবং ক্যাম্প রকের ব্যাক টু স্কুল অন্যতম।

২০১৩ সালের ১৪ ফেব্রুয়ারি ঘোষণা দেয়া হয় যে, তিনি সিডব্লিউ কর্তৃক পরিচালিত ব্লিঙ্ক নামক নাটকে প্রধান নারী চরিত্রে অভিনয় করবেন।[২]

চলচ্চিত্রের তালিকা

সাল
শিরোনাম
চরিত্রটীকা
২০০৩কোল্ড কেস
জেন ডিমার
পর্ব "গ্লিন"
২০০৫হিডেন হোইঃ দ্যা প্রাইভেট লাইফ অফ অ্যা পাবলিক নুইসেন্সরিলেয় ম্যান্ডেল
টেলিভিশন পাইলট
২০০৫নাইট স্টল্কারজুলি ম্যাডলক২ পর্বেঃ পাইলট এবং দ্যা সোর্স
২০০৫ওয়ান্টেড
আইরিন
২ পর্বেঃ "লা পিস্টলা ওয়াই এল কোরাযন", "দ্যা লাস্ট টেম্পসন"
২০০৬দ্যা সান্টা ক্লস ৩ঃ দ্যা অ্যাসক্যাপ ক্লসকোকোয়া
ডিসনি চলচ্চিত্র
২০০৬প্যাশন্সইয়ং কেপর্বঃ #১.১৭১১
২০০৬অল অভ আস
এলিজাবেথপর্বঃ "ডোমো অ্যারিগ্যাটো", "মিস্টার রবার্টো"
২০০৬হোয়েন অ্যা স্ট্রেনজার কলসঅ্যায়ালিসন ম্যান্ড্রাকিস
2007লস্টঅ্যানি
পর্বঃ "দ্যা ম্যান বিহাইন্ড দ্যা কারটিন"
২০০৭গোল্ডফিস
জেনি
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র
2007রেসিডেন্ট ইভিলঃ এক্সটিঙ্কসনহোয়াইট কুইন
২০০৮হাই স্কুল মিউসিক্যালঃ গেট ইন দ্যা পিকচারগ্যাব্রিয়েলা মন্টেয
এবিসি রিয়েলটি সিরিজ, প্রধান চরিত্র
২০০৮সুইং ভোট
মলি জনসন
২০০৮ গ্রেস এনাটমি
আইভি সুল্টানফপর্বঃ "ইন দ্যা মিডনাইট আওয়ার"
২০০৯লাই টু মি

সামান্থা বার্চপর্বঃ "ডু নো হার্ম"
২০০৯কোল্ড কেস
হিলারি রোডস ৬৩পর্বঃ "নভেম্বর ২২"
২০০৯দ্যা ক্লিনার

সারাহপর্বঃ "দ্যা থিংস উই ডিডন্ট প্লান"
২০০৯এস্ট্র বয়
উইজেট(কণ্ঠ)
২০০৯এনসিআইএস
এঞ্জেলা কেল্পপর্বঃ"চাইল্ডস প্লে"
২০১০দ্যা স্পাই নেক্সট ডোরফারেনপার্শ্বঅভিনেত্রী
২০১০প্রাইভেট প্র্যাকটিস

ম্যাগিপর্বঃ"ট্রায়াঙ্গল"
২০১০ফ্লিপ্পডজুলি বেকারক্যালান ম্যাকালফির সহঅভিনেত্রী হিসেবে
২০১০ক্যাফেঅ্যালি
২০১০রশাম্বোম্যাডেলিনউৎপাদন পরবর্তি
২০১১-২০১৩আর.এল স্টিন্স দ্যা হান্টিং আওয়ারজিলিয়ান এবং অড্রিপর্বঃ "নাইটমেয়ার ইন" এবং "ডিটেন্সন"
২০১১মিস্টার প্রপারস পেঙ্গুইন্সজেনি প্রপার
২০১১মেশিন গান প্রেচারপেইগ চিল্ডারস
২০১২দ্যা ম্যাজিক অভ বেলে ইস্লউইলো ও'নেইল
২০১২শিট ইতালীয় মম'স সেরোসালিস্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র
২০১৩ব্লিঙ্কটেলিভিশন ধারাবাহিক
২০১৪স্ক্যানডালকারেন গ্রান্টপর্বঃ"মামা সেড নক ইউ আউট"

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ