বিষয়বস্তুতে চলুন

রাধিকা মদান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রাধিকা মদন
২০১৯ সালে মদন
জন্ম
জাতীয়তাভারতীয়
পেশাঅভিনেত্রী, নৃত্যকার
কর্মজীবন২০১৪–বর্তমান

রাধিকা মদন একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী এবং টেলিভিশন ব্যক্তিত্ব।[২][৩] প্রাথমিকভাবে, মদন নতুন দিল্লিতে নাচের শিক্ষক হিসেবে কাজ করা শুরু করেন। ২০১৪ সালে তিনি শক্তি অরোরার বিপরীতে কালারসর নাটক "মেরে আশিকি তুমসে হি" এর মাধ্যমে টেলিভিশনে আত্মপ্রকাশ করেন। শোটি ২০১৬ সালে শেষ হয়। এরপর তিনি বিশাল ভরদ্বাজ এর সাথে কমেডি চলচ্চিত্র "পটাখা" (২০১৮) এর মাধ্যমে বলিউড এ আত্মপ্রকাশ করেন, যার জন্য তিনি ফিল্মফেয়ার সেরা নবাগত অভিনেত্রী এবং ফিল্মফেয়ার সেরা অভিনেত্রী (সমালোচকদের ধারা) এর মনোনয়ন লাভ করেন।

প্রাথমিক এবং কর্মজীবন

মদন দিল্লিতে তার কর্মজীবন শুরু করেন ধারাবাহিক নাটক মেরি আশিকি তুমসে হি এর মাধ্যমে, যা কালারসতে দেড় বছর স্থায়ী হয়েছিলো।[৪][৫] তার সাথে তিনি নাচের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান "ঝালাখ দিখলাযার" ৮ম মৌসুমেও অংশ নিয়েছিলেন।[৬]

টেলিভিশনের পর মদন বিশাল ভরদ্বাজের কমেডি চলচ্চিত্র "পটাখা" এর মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন, যাতে তিনি সানিয়া মালহোত্রার সাথে কাজ করেন। চলচ্চিত্রটি চরণ সিং পথিক এর ছোট গল্প "দো বেহেন" এর উপর তৈরি হয়। গল্পে রাজস্থান এর দুইজন বোনের কথা উঠে এসেছে।[৭] গল্পটি পথিল ভাইদের স্ত্রীদের উপর ভিত্তি করে লেখা হয়েছিলো।[৭] মদন এবং মালহোত্রা দুইজনি গল্পের আসল নারী চরিত্রের সাথে দেখা করেছিলেন, তাদের চরিত্র ফুটিয়ে তোলার জন্য।[৭] যার জন্য তারা জয়পুর এর রন্সি নামক গ্রামে কিছুদিন ছিলেন এবং রাজস্থানি উপভাষা শিখেছিলেন; তার সাথে তার গরুর দুধ দোহানো, দড়ির উপর চলা, গোবর দিয়ে দেয়ালের আস্তরণ করা এবং মাটির ঠেলা মাথায় নিয়ে অনেকদূর চলাও শিখেছিলেন।[৮] তারা এর জন্য তাদের ১০ কেজি ওজনও বাড়িয়েছিলেন।[৯][১০] রাজা সেন চলচ্চিত্রটর সমালোচনায় লিখেছিলেন, "রাধিকা মদন বসসির ভূমিকায় অনেক ভালো অভিনয় করেছেন, বিশেষ করে ভাষা এবং মনোযোগের ক্ষেত্রে"।[১১]

মদন এরপর ভাসান বালার একশন কমেডি চলচ্চিত্র "মরদ কো ধরদ নেয়ি হোতায়" অভিনয় করেন। চলচ্চিত্রটি টরেন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মধ্যরাতের পাগলামি বিভাগে প্রদর্শিত হয়, যেখানে চলচ্চিত্রটি "দর্শকদের পছন্দ: মধ্যরাতের পাগলামি" পুরস্কার জিতে নেয়।[১২][১৩] চলচ্চিত্রটি ২০১৮ সালের মামি চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়, যেখানে চলচ্চিত্রটি স্থায়ী জয়জয়কার লাভ করে।[১৪] মদন চলচ্চিত্রটি সম্পর্কে বলেন তিনি যখন "মরদ কি ধরদ নেয়ি হোতা" সম্পর্কে জানেন তখন তিনি "লায়লা মজনু" (২০১৮) এর অডিশন দিচ্ছিলেন, কিন্তু তিনি পরের চলচ্চিত্রটিই পছন্দ করেন।[১৫] তিনি চলচ্চিত্রটির সকল স্টান্ট নিজেই করেছিলেন এবং কিছু পুরাতন একশন সিনেমা দেখেছিলেন অভিনয় ফুটিয়ে তোলার জন্য। তিনি এর জন্য শারীরিক ব্যায়াম এর সময় আহত হয়েছিলেন; তার সাথে তিনি শারীরিক ব্যায়াম এর সময় প্রতিদিন কঠিন খাদ্য নিয়মও মেনে চলতেন।[১৫] প্রদীপ ম্যানন "ফার্স্ট পোস্টে" চলচ্চিত্রটি সম্পর্কে বলেছেন "মদন চলচ্চিত্রে সুপ্রিকে উজ্জল করে তুলেছে" এবং আরো বলেছেন "তিনি তার প্রতিভার সঠিক ব্যবহার করেছেন"।[১৬]

টেলিভিশন

বছরধারাবাহিকভূমিকাচ্যানেলটীকা
২০১৪–২০১৬মেরি আশিকি তুমসে হিইশানি বাগেলাকালারস(প্রধান চরিত্র)

বাস্তবধর্মী ভূমিকা

বছরধারাবাহিকভূমিকাচ্যানেল
২০১৪ঝালাক দিখলাযা (৭ম মৌসুম)অতিথি/তার নাটক "মেরি আশিকি তুমসে হি" এর প্রচারেকালারস
২০১৪–১৫বক্স ক্রিকেট লিগ(তার সমর্থনকারি দল এর অতিথি হিসেবে)সনি টিভি
২০১৫ঝালাখ দিখলাযা (৮ম মৌসুম)প্রতিযোগী (৩য় স্থান অধিকার)কালারস
২০১৫নাচ বালিয়ে ৭অতিথি / সমর্থন শক্তি আরোরাস্টার প্লাস

চলচ্চিত্র

বছরনামচরিত্রপরিচালকটীকা
২০১৮পটাখাছাম্পা কুমারীবিশাল ভরদ্বাজস্ত্রিন সেরা নবাগত অভিনেত্রী
মনোনয়ন―ফিল্মফেয়ার সেরা নবাগত অভিনেত্রী
মনোনয়ন―সেরা অভিনেত্রী (সমালোচকদের ধারা)
২০১৯মরদকো ধরদ নেহি হোতাসুপ্রিভাসান বালা
২০২০'আংরেজি মিডিয়ামতারিকা "তারু" বান্সালহোমি আদাজানিয়া
শিদ্দাত ছুরিইমায়েত খানকুণাল দেশমুখকাজ চলছে

পুরস্কার এবং মনোনয়ন

টেলিভিশন পুরস্কারের তালিকা
বছরপুরস্কারবিভাগকাজফলাফল
২০১৫জি গোল্ড পুরস্কারসেরা নবাগত অভিনেত্রীমেরি আশিকি তুমসে হিবিজয়ী
ইন্ডিয়ান টেলিভিশন একাডেমী পুরস্কারসেরা নতুন চেহারা নারীমেরা আশিকি তুমসে হিবিজয়ী
টেলিভিশন স্টাইল পুরস্কারসেরা সুন্দর জোড়ি (শক্তি আরোরার সাথে)'মেরি আশিকি তুমসে হিবিজয়ী
গোল্ড পুরস্কারসেরা অভিনেত্রীমেরি আশিকি তুমসে হিমনোনীত
ইন্ডিয়ান টেলি পুরস্কারফ্রেশ নতুন মুখ নারীমেরি আশিকি তুমসে হিবিজয়ী
কালাকার পুরস্কারসেরা অভিনেত্রীমেরি আশিকি তুমসে হিবিজয়ী
এশিয়ান ভিউয়ার টেলিভিশন পুরস্কার (এভিটিএ)বছরের সেরা নারী অভিনয়শিল্পীমেরি আশিকি তুমসে হিমনোনীত
আইটিএইউথ পপুলার আইকনমেরি আশিকি তুমসে হিবিজয়ী
টাইফাবছরের সেরা জনপ্রিয় চেহারামেরি আশিকি তুমসে হিবিজয়ী
ইন্ডিয়ান টেলি পুরস্কারটিভির সেরা জোড়িমেরি আশিকি তুমসে হিমনোনীত
টেলিভিশন স্টাইল পুরস্কারসেরা স্টাইলিস্ট বেটিমেরি আশিকি তুমসে হিমনোনীত
চলচ্চিত্র পুরস্কারের তালিকা
বছরপুরস্কারবিভাগচলচ্চিত্রফলাফল
২০১৮স্ক্রিন পুরস্কারসেরা নবাগত অভিনেত্রীপটাখাবিজয়ী
২০১৯জি সিনে পুরস্কারসেরা নবাগত নারীপটাখামনোনীত
২০১৯বলিউড ফ্লিম জার্নালিস্ট পুরস্কারসেরা নবাগত নারীপটাখা[১৭]বিজয়ী
২০১৯ফিল্মফেয়ার পুরস্কারসেরা অভিনেত্রী (সমালোচকদের ধারা)পটাখামনোনীত
সেরা নবাগত অভিনেত্রীমনোনীত

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: প্রধান পাতাবিশেষ:অনুসন্ধানরবীন্দ্রনাথ ঠাকুর২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপকাজী নজরুল ইসলামবাংলাদেশ ডাক বিভাগশেখ মুজিবুর রহমানএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশছয় দফা আন্দোলনক্লিওপেট্রাবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভারতের সাধারণ নির্বাচন, ২০২৪আবহাওয়ামুহাম্মাদব্লু হোয়েল (খেলা)বাংলা ভাষাইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনবাংলা প্রবাদ-প্রবচনের তালিকাভারতভূমি পরিমাপবাংলা ভাষা আন্দোলনমহাত্মা গান্ধীমিয়া খলিফামৌলিক পদার্থের তালিকাবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলপহেলা বৈশাখপদ্মা সেতুলোকসভা কেন্দ্রের তালিকামাইকেল মধুসূদন দত্তসুনীল ছেত্রীবাংলাদেশের পলিটেকনিক ইনস্টিটিউটের তালিকাবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহআসসালামু আলাইকুমপশ্চিমবঙ্গবাংলাদেশে পালিত দিবসসমূহশেখ হাসিনাবাংলাদেশের শিক্ষামন্ত্রীজয়নুল আবেদিন