শ্রীলঙ্কায় সমকামীদের অধিকার

সমকামিনী, সমকামী, উভকামী বা কামিনী এবং হিজড়ারা শ্রীলঙ্কায় মানবাধিকার বঞ্চিত এবং আইনগতভাবে বা সমাজে সমপ্রেম বা যৌনতা স্বীকৃত নয়।[১] শ্রীলঙ্কার বিয়ে সম্পর্কিত আইনে বলা আছে একজন পুরুষ অপর একজন নারীকে ধর্মীয়ভাবে বা আদালতের মাধ্যমে বিয়ে করে সংসার করবে। শ্রীলঙ্কার কলম্বো শহরে সমকামীদের আনন্দ মিছিলের আয়োজন করা হয়েছে এবং এরূপ আয়োজনে সমাজ বা রাষ্ট্র বিরূপ মন্তব্যও করেছে। দেশটিতে পুলিশ কর্তৃক পুরুষ সমকামীদের গ্রেফতারের খবর প্রায়ঃশই শোনা যায়।[১]

সমকামী অধিকার : শ্রীলঙ্কা শ্রীলঙ্কা
শ্রীলঙ্কা
সমকামী অধিকার?শ্রীলঙ্কীয় দণ্ডবিধি ৩৬৫ অনুযায়ী অবৈধ।
লিঙ্গ স্বীকৃতিলিঙ্গ পরিবর্তনের অনুমতি আছে।
সামরিক চাকরিতেসামরিক বাহিনীতে ঢুকার অনুমতি নেই।
বৈষম্য নিরাপত্তাকোনো প্রকার আইনি রক্ষা বা সুবিধা আলাদাভাবে দেওয়া হয়না।
পারিবারিক অধিকার
সম্পর্কের স্বীকৃতিসমকামীদের পক্ষে কোনো আইন নেই।
বাঁধা:
আইনে বিয়ে সম্বন্ধে বলা আছে শুধুমাত্র একজন নারী এবং পুরুষের মধ্যে সংঘটিত হতে হবে।
সন্তান দত্তককোনো সমকামী যুগল বা হিজড়া কোনো বাচ্চাকে দত্তক নিলে তারা আইনি জটিলতায় পড়তে পারেন।

২০১০ সালে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত 'সমকামীদের হয়রানি করা যাবেনা' সম্মেলনে শ্রীলঙ্কার সরকারদলীয় প্রতিনিধিরা যোগ দিয়েছিলো এবং শ্রীলঙ্কায় সমকামীদেরকে কোনো রূপ হয়রানি বা অত্যাচার করা হবেনা বলে তারা স্বাক্ষর করে, যদিও সমকামিতা বৈধ করার ব্যাপারে তারা কিছু বলেনি।[২]

সমলিঙ্গের যৌনতার ব্যাপারে আইন

শ্রীলঙ্কা যখন ব্রিটিশদের শাসনাধীন ছিলো তখন ৩৬৫-এ ধারা নামের একটি আইন তৈরি করা হয় যেটি ছিলো প্রকৃতিবিরুদ্ধ যৌনতা সম্পর্কিত আইন, এই আইন অনুযায়ীই শ্রীলঙ্কায় সমকামিতা অবৈধ।[৩] আধুনিক শ্রীলঙ্কায় '১৬ বছরের নিচে কেউ দৈহিক মিলন করতে পারবেনা' নামক একটি আইন চালু করা হয়, এই আইনটি ছিলো বিষমকামিতার ক্ষেত্রে।[৪]

২০১৭ সালের জানুয়ারীতে শ্রীলঙ্কার রাষ্ট্রপতি মৈত্রীপাল সিরিসেনা বলেন যে তার দেশে সব ধরনের মানবাধিকার রক্ষা করা হবে যদিও সমকামিতার পক্ষে সরকার কিছু বলেনি।[৫][৬]

স্বীকৃতি

সেরকমভাবে যদিও কোনো প্রকার সামাজিক স্বীকৃতি নেই, তবে তারপরেও সমকামী যুগলরা শহুরে শিক্ষিত সমাজে কিছুটা স্বাধীনভাবে চলাফেরা করতে পারে।[৭] যদিও শ্রীলঙ্কার শিক্ষিত সমাজে সমকামিতা এখনো ট্যাবু এবং সমাজে সমকামীদের প্রতি ঘৃণা আছে।

সংবিধানে বৈষম্যবাদ নিয়ে আইন

অনুচ্ছেদ ১২

শ্রীলঙ্কা সরকারের এক প্রতিনিধি দল ২০১৪ সালে সুইজারল্যান্ডে অনুষ্ঠিত এক মানবাধিকার বিষয়ক সম্মেলনে যোগ দিয়ে বলে যে, তাদের দেশে সমকামীদেরকে রাষ্ট্রীয় ভাবে শাস্তি দেওয়া হয়না।[৮]শ্রীলঙ্কার সংবিধানের অনুচ্ছেদ ১২ তে বলা আছেঃ[৯]

(১) শ্রীলঙ্কার সকল নাগরিক বা বিদেশ থেকে আগত সকল মানুষ রাষ্ট্রীয় আইনের চোখে সমান।

(২) এই দেশের কোনো নাগরিক বা বিদেশের কোনো নাগরিক এই ভূখণ্ডে যে কোনো ধর্ম পালন বা ত্যাগ করতে পারবেন।

(৩) এই দেশে কোনো মানুষকে তার ধর্ম বা অন্য কোনো অসামর্থতা বা অন্য কোনো ব্যক্তিগত বিষয়ে কোনো প্রকার মানসিক বা শারীরিক আক্রমণ করা যাবেনা, তবে ধর্মীয় উগ্রবাদ এবং অন্যান্য সন্ত্রাসবাদের ক্ষেত্রে রাষ্ট্র শক্ত ব্যবস্থা নেবে।

সারাংশ ছক

সম-লিঙ্গের মানুষের মধ্যে যৌন সম্পর্ক বৈধ?
দৈহিক মিলনের জন্য ন্যূনতম বয়স
কর্মক্ষেত্রে বৈষম্যবিরোধী আইন
যেকোনো পণ্য ও সেবাব্যবস্থার ক্ষেত্রে বৈষম্যবিরোধী আইন
অন্যান্য সবক্ষেত্রে বৈষম্যবিরোধী আইন (অসরাসরি বৈষম্য, ঘৃণামূলক বক্তব্যসহ)
সমলিঙ্গের মানুষের মধ্যে বিয়ে
সমলিঙ্গের মানুষের মধ্যে সম্পর্কের স্বীকৃতি
সমলিঙ্গের মানুষের যুগল দ্বারা সৎ বাচ্চা দত্তক
সমলিঙ্গের মানুষের যুগল দ্বারা যুগ্ম বাচ্চা দত্তক
সামরিক বাহিনীতে সমকামী, সমকামিনী এবং হিজড়াদের ঢুকার অনুমতি
বৈধ লিঙ্গ পরিবর্তনের অনুমতি
লিঙ্গপরিবর্তনের আকাঙ্ক্ষাকে রোগ হিসেবে আখ্যা না দেওয়া
বাচ্চা জন্মের পর উভয় যুগলদের জন্যে সরাসরি পিতৃত্ব/মাতৃত্ব
সমকামিনীদের জন্য টেস্ট-টিউব পদ্ধতিতে বাচ্চা নেওয়ার অনুমতি
পুরুষ সমকামীদের জন্য বাণিজ্যিক গর্ভভাড়া (সমকামী-বিষমকামী সকল যুগলদের জন্য বাণিজ্যিক গর্ভভাড়া অবৈধ)
পুরুষ সমকামীদের রক্তদানের অনুমতি

তথ্যসূত্র

🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ