সুপার লিগ গ্রিস

সুপার লিগ গ্রিস (এছাড়াও সুপার লিগ ১ নামে পরিচিত) হচ্ছে পুরুষদের ফুটবল ক্লাবগুলোর মধ্যে আয়োজিত গ্রিসের একটি পেশাদার লিগ। এই লিগটি গ্রিক ফুটবল লিগ পদ্ধতির শীর্ষস্তরের ফুটবল প্রতিযোগিতা। হেলেনিক ফুটবল ফেডারেশন দ্বারা পরিচালিত সুপার লিগ গ্রিসে সর্বমোট ১৪টি ক্লাব প্রতিযোগিতা করে থাকে; যার মধ্য হতে চ্যাম্পিয়নশিপ পর্ব শেষে পয়েন্ট তালিকার শীর্ষ দল বিজয়ী দল হিসেবে শিরোপা জয়লাভ করে এবং অবনমন পর্ব শেষে পয়েন্ট তালিকার নিচের দলটি সুপার লিগ গ্রিস ২-এ অবনমিত হয়।

সুপার লিগ গ্রিস
স্থাপিত১৬ জুলাই ২০০৬; ১৭ বছর আগে (2006-07-16)
১৯৫৯–২০০৬ (আলফা এথনিকি হিসেবে)
দেশগ্রিস গ্রিস
কনফেডারেশনইউরোপ উয়েফা
দলের সংখ্যা১৪[১]
লিগের স্তর
অবনমিতসুপার লিগ গ্রিস ২
ঘরোয়া কাপগ্রিক কাপ
আন্তর্জাতিক কাপ
বর্তমান চ্যাম্পিয়নঅলিম্পিয়াকোস (৪৫তম শিরোপা)
(২০১৯–২০)
সর্বাধিক শিরোপাঅলিম্পিয়াকোস (৪৫টি শিরোপা)
সর্বাধিক ম্যাচগ্রিস মিমিস দোমাজোস (৫৩৬)
শীর্ষ গোলদাতাগ্রিস থমাস মাভরোস (২৬০)
সম্প্রচারকনোভা স্পোর্টস, ইআরটি, পিএওকে টিভি
ওয়েবসাইটslgr.gr

সুপার লিগ গ্রিসের প্রতিটি মৌসুমে নিয়মিত পর্বে প্রতিটি ক্লাব একে অপরের সাথে দুইটি করে ম্যাচ খেলে; যার মধ্যে একটি হচ্ছে হোম ম্যাচ এবং অন্যটি হচ্ছে অ্যাওয়ে ম্যাচ। নিয়মিত মৌসুম শেষে পয়েন্ট তালিকার শীর্ষ ৬ দল চ্যাম্পিয়নশিপ পর্বে প্রবেশ করে এবং নিচের দিকের ৮টি দল অবনমন পর্বে প্রবেশ করে, যেখানে প্রতিটি ক্লাব নিজের পর্বের ক্লাবের বিরুদ্ধে দুটি করে ম্যাচ খেলে। অবনমন পর্ব শেষে, নিচের ক্লাবটি স্বয়ংক্রিয়ভাবে গ্রিক ফুটবল লিগ পদ্ধতির দ্বিতীয় স্তরে অবনমিত হয়। একই সাথে, সুপার লিগ গ্রিস ২-এর বিজয়ী দল সুপার লিগ গ্রিসে উন্নীত হয়। অন্যদিকে, অবনমন পর্ব শেষে পয়েন্ট তালিকার ১৩তম দল এবং সুপার লিগ গ্রিস ২-এ দ্বিতীয় স্থান অর্জনকারী দল অবনমন প্লে-অফে অংশগ্রহণ করে, যেখানে বিজয়ী দল সুপার লিগ গ্রিসে খেলার যোগ্যতা অর্জন করে।

আরও দেখুন

তথ্যসূত্র

বহিঃসংযোগ

টেমপ্লেট:সুপার লিগ গ্রিস

🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ