সেন্ট্রাল পার্ক

সেন্ট্রাল পার্ক (ইংরেজি: Central Park) মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের নিউ ইয়র্ক শহরের ম্যানহাটন মহানগর-বিভাগে অবস্থিত একটি নগর উদ্যান। উদ্যানটি ম্যানহাটনের আপার ওয়েস্ট সাইড ও আপার ইস্ট সাইড নামক দুইটি এলাকার মাঝখানে ৮৪৩ একর আয়তনের জায়গা জুড়ে অবস্থিত। এটি পূর্বদিকে ফিফথ অ্যাভিনিউ নামক রাজপথ, পশ্চিমে এইথ অ্যাভিনিউ, দক্ষিণে ফিফটি-নাইনথ স্ট্রিট এবং উত্তরে হানড্রেড অ্যান্ড টেনথ স্ট্রিট নামক সড়কগুলি দিয়ে সীমাবদ্ধ। সেন্ট্রাল পার্ক মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি পরিদর্শিত নগর উদ্যান। প্রতি বছর এখানে প্রায় ৪ কোটি লোক বেড়াতে আসেন। এখানে বহুসংখ্যক মার্কিন ও বিদেশী চলচ্চিত্রের দৃশ্যধারণ করা হয়েছে।

সেন্ট্রাল পার্ক
সেন্ট্রাল পার্ক উদ্যানের দক্ষিণ-পূর্ব কোণায় দ্য পন্ড এবং হ্যালেট প্রাকৃতিক অভয়স্থল
মানচিত্র
ইন্টারেক্টিভ মানচিত্র সেন্ট্রাল পার্ক অবস্থান দেখাচ্ছে
ধরননগর উদ্যান
অবস্থানম্যানহাটন, নিউ ইয়র্ক শহর, মার্কিন যুক্তরাষ্ট্র
স্থানাঙ্ক৪০°৪৬′৫৬″ উত্তর ৭৩°৫৭′৫৫″ পশ্চিম / ৪০.৭৮২২২° উত্তর ৭৩.৯৬৫২৮° পশ্চিম / 40.78222; -73.96528
আয়তন৮৪৩ একর (৩.৪১ কিমি)[১]
নির্মিত১৮৫৭–১৮৭৬
মালিকানাধীনএনওয়াইসি পার্ক
পরিচালিতসেন্ট্রাল পার্ক কনজার্ভেনসি
পরিদর্শকবার্ষিক প্রায় ৩৭-৩৮ মিলিয়ন[২]:
অবস্থাসারা বছর উন্মুক্ত
পাবলিক ট্রানজিট এক্সেসপাতাল রেল এবং বাস; নিচে দেখুন
মার্কিন যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক স্থানসমূহের জাতীয় নিবন্ধন
ইউ.এস. জাতীয় ঐতিহাসিক ল্যান্ডমার্ক
অবৈধ উপাধি
স্থপতিফ্রেডেরিক ল ওল্মস্টেড (১৮২২–১৯০৩), ক্যালভার্ট ভো (১৮২৪–১৮৯৫)
এনআরএইচপি সূত্র #৬৬০০০৫৩৮
গুরুত্বপূর্ণ তারিখ
এনআরএইচপি-তে যোগ১৫ই অক্টোবর, ১৯৬৬[৪]
মনোনীত NHL২৩শে মে, ১৯৬৩
মনোনীত NYCL২৬শে মার্চ, ১৯৭৪[৩]

সেন্ট্রাল পার্ক উদ্যানটি নগর সংস্থার ভূমি অধিগ্রহণের মাধ্যমে ১৮৫৭ সালে প্রতিষ্ঠা করা হয়। এটি বেশ কয়েকবার দুর্দশায় পতিত হলেও প্রত্যেকবারই বিভিন্ন পরিচ্ছন্নতা ও উন্নয়ন প্রকল্পের মাধ্যমে এটির সৌন্দর্য ধরে রাখার প্রচেষ্টা করা হয়েছে। ১৯৬৩ সালে মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রণালয় উদ্যানটিকে "জাতীয় ঐতিহাসিক স্থাপনা" উপাধিতে ভূষিত করে।[৫] বর্তমানে সেন্ট্রাল পার্ক কনজার্ভেন্সি নামের একটি বেসরকারী-সরকারী যৌথ প্রকল্প উদ্যানটির দেখাশোনা করে, যার পেছনে বাৎসরিক ৬ কোটি ৫০ লক্ষ মার্কিন ডলার ব্যয় হয়।

তথ্যসূত্র

বহিঃসংযোগ

KML is from Wikidata
🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ