সেমিটিক

মধ্যপ্রাচ্যের একটি নৃগোষ্ঠীকে নির্দেশকারী ও বর্তমানে অপ্রচলিত নাম

ভাষা এবং নৃতত্ত‌্বে সেমিটিক (ইংরেজি: Semitic) (বাইবেলের "Shem", হিব্রু ভাষায়: שם‎, অনুবাদ: "name", আরবি: ساميّ) শব্দটি ব্যবহৃত হয় যা সর্বপ্রথম মধ্য প্রাচ্যের ভাষা শ্রেণীকে বোঝাতে ব্যবহার করা হয়েছিলো। এই শ্রেণীর ভাষাগুলোর মধ্যে রয়েছে আক্কাডিয়ান, এরামাইক, হিব্রু, আরবী, গি'জ, মাল্টীয়, কানানাইট/ফোনেসিয়ান, এমোরাইট, এবলাইট, উগারিটিক, সুতিয়ান, চেলডিয়ান, মান্ডাইক, আহলামু, আমহারিক, টিগরি এবং টিগরিনয়া প্রভৃতি ও তাদের সাথে সংশ্লিষ্ট প্রাচীন ও আধুনিক ভাষাগুলো।

সেমিটিক জনগণ
الساميون
টেমপ্লেট:Semitic image array
উল্লেখযোগ্য জনসংখ্যার অঞ্চল
আরব৩০০ মিলিয়ন[১]
হাবেশা৩৮,২৫০,০০০[২]
মিজরাহি ইহুদি৪,৫০০,০০০ - ৫,০০০,০০০ (প্রাক্কলিত)
আসিরীয়৪.২ মিলিয়ন[৩]
মাল্টীয়১ মিলিয়ন
মাহাললামি১৫০,০০০
ম্যান্ডায়ীন৭০,০০০[৪]
সামারিটীয়৭৪৫[৫]
সেমিটিক ভাষার বিস্তার

ভাষা বিষয়ক শিক্ষা সাংস্কৃতিক শিক্ষার সাথে ওতোপ্রোতভবে জড়িত তাই এই শব্দটি সংস্কৃতি ও জাতিগত বৈশিষ্ট্য বুঝাতেও ব্যবহৃৎ হয়ে থাকে; বিশেষতঃ যাদের মূল জাতিগত বা সাংস্কৃতিক শিকড় একই তাদের নির্দেশ করার ক্ষেত্রে।

মূল

সেমিটিক ভাষী জনগণ

সেমিটিক ভাষী অঞ্চল ও জাতি

ভাষাসমূহ

ভূগোল

ধর্ম

ইহুদি,খ্রিস্টান ও ইসলাম ধর্ম মূলত সেমিটিক ধর্ম হিসেবে পরিচিত ।সেমিটিক ধর্মগুলো এমন ধর্ম যেগুলোর উদ্ভব ঘটেছে মূলত:সেমিটিয় তথা হিব্রু,আরব,আসিরীয় ও ফিনিশীয় জনগোষ্ঠীর মধ্যে ।বাইবেলের ও আল কুরআন এর বর্ণনানুসারে নূহ (আ:)-এর এক পুত্রের নাম ছিল 'শাম'।শাম -এর বংশধরগণ 'সেমিটীয়'নামে পরিচিত । সুতরাং সেমিটিক ধর্মগুলোর উত্পত্তি হয়েছে ইহুদি,আরব,আসিরীয় ও ফিনিশীয়দের মধ্যে ।প্রধান প্রধান সেমিটিক ধর্মগুলো হলো -ইহুদি মতবাদ,খ্রিস্টীয় মতবাদ এবং ইসলাম ।এ ধর্মগুলো পয়গাম্বরীয় ধর্ম যা আল্লাহর নবীগণ কর্তৃক আনীত স্বর্গীয় নির্দেশনায় বিশ্বাসী।আল কুরআনে নূহ আঃ এর কোন পুত্রের নাম কোথাও উল্লেখ করে নাই। সুতরাং "নূহ আঃ এক পুত্রের নাম ছিল শাম" উহা কুরআনের বর্ণনা নয়।

নৃগোষ্ঠী ও বর্ণ

সেমিটিক-দ্বেষ

আরও দেখুন

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ