সোডিয়াম পারঅক্সাইড

রাসায়নিক যৌগ

সোডিয়াম পারঅক্সাইড (ইংরেজি: sodium peroxide) একটি অজৈব যৌগ যার রাসায়নিক সংকেত । অতিরিক্ত অক্সিজেনে সোডিয়াম ধাতুর দহন করলে উৎপাদ হিসেবে এই হলুদাভ কঠিন পদার্থ উৎপন্ন হয়।[৩] এটি একটি তীব্র ক্ষারক। এই ধাতব পারঅক্সাইড বেশ কতগুলো হাইড্রেট এবং পারঅক্সিহাইড্রেট হিসেবে পাওয়া যায়, যার মধ্যে রয়েছে: , এবং [৪] এর অক্টাহাইড্রেট এর প্রস্তুত প্রণালী বেশ সহজ এবং তা সাদা রঙের হয়; যা অনার্দ্র (anhydrous) অবস্থার থেকে ভিন্ন বর্ণের।[৫]

সোডিয়াম পারঅক্সাইড
সোডিয়াম পারঅক্সাইড
নামসমূহ
অন্যান্য নাম
ডাই সোডিয়াম ডাইঅক্সাইড
ফ্লোকুল
সলোজোন
ডাই সোডিয়াম পারঅক্সাইড
শনাক্তকারী
ত্রিমাত্রিক মডেল (জেমল)
কেমস্পাইডার
ইসিএইচএ ইনফোকার্ড১০০.০১৩.৮২৮
ইসি-নম্বর
  • 215-209-4
আরটিইসিএস নম্বর
  • WD3450000
ইউএনআইআই
ইউএন নম্বর1504
  • InChI=1S/2Na.O2/c;;1-2/q2*+1;-2 ☒না
    চাবি: PFUVRDFDKPNGAV-UHFFFAOYSA-N ☒না
এসএমআইএলইএস
  • [O-][O-].[Na+].[Na+]
বৈশিষ্ট্য
Na2O2
আণবিক ভর৭৭.৯৮ গ্রাম প্রতি মোল
বর্ণহলুদ থেকে সাদা গুঁড়া
ঘনত্ব২.৮০৫ গ্রাম সেমি
গলনাঙ্ক ৪৬০ °সে (৮৬০ °ফা; ৭৩৩ K) (বিযোজিত হয়)
স্ফুটনাঙ্ক ৬৫৭ °সে (১,২১৫ °ফা; ৯৩০ K) (বিযোজিত হয়)
পানিতে দ্রাব্যতা
তীব্রভাবে বিক্রিয়া করে
দ্রাব্যতা অম্লে দ্রবণীয়
ক্ষারকে অদ্রবণীয়
ইথানল এর সাথে বিক্রিয়া করে
চৌম্বকক্ষেত্রের প্রতি সংবেদনশীলতা (χ)
−২৮.১০×১০−৬ সেমি/ মোল
গঠন
স্ফটিক গঠনষড়কোণীয়
তাপ রসায়নবিদ্যা
তাপ ধারকত্ব, C৮৯.৩৭ J/(mol·K)
স্ট্যন্ডার্ড মোলার
এন্ট্রোফি এস২৯৮
৯৫ J/(mol·K)[১]
গঠনে প্রমান এনথ্যাল্পির পরিবর্তন ΔfHo২৯৮−৫১৫ kJ·mol−1[১]
গিবসের মুক্ত শক্তি (ΔfG˚)
−৪৪৬.৯ kJ·mol−1
ঝুঁকি প্রবণতা
নিরাপত্তা তথ্য শীটExternal MSDS
ইইউ শ্রেণীবিভাগ (ডিএসডি)
জারক O ক্ষয়কারক C
আর-বাক্যাংশআর৮, আর৩৫
এস-বাক্যাংশ(এস১/২), এস৮, এস২৭, এস৩৯, এস৪৫
এনএফপিএ ৭০৪
এনএফপিএ ৭০৪ চার রঙের হীরকHealth code 3: Short exposure could cause serious temporary or residual injury. E.g., chlorine gasFlammability code 0: Will not burn. E.g., waterReactivity (yellow): no hazard codeSpecial hazard W+OX: Reacts with water in an unusual or dangerous manner AND is oxidizer.
W
OX
ফ্ল্যাশ পয়েন্টঅদাহ্য
সম্পর্কিত যৌগ
লিথিয়াম পারঅক্সাইড
পটাশিয়াম পারঅক্সাইড
রুবিডিয়াম পারঅক্সাইড
সিজিয়াম পারঅক্সাইড
সম্পর্কিত যৌগ
সোডিয়াম হাইড্রক্সাইড
হাইড্রোজেন পারঅক্সাইড
সুনির্দিষ্টভাবে উল্লেখ করা ছাড়া, পদার্থসমূহের সকল তথ্য-উপাত্তসমূহ তাদের প্রমাণ অবস্থা (২৫ °সে (৭৭ °ফা), ১০০ kPa) অনুসারে দেওয়া হয়েছে।
☒না যাচাই করুন (এটি কি YesY☒না ?)
তথ্যছক তথ্যসূত্র

বৈশিষ্ট্যাবলি

সোডিয়াম পারঅক্সাইড ষড়কোণীয় প্রতিসাম্য সহকারে কেলাসিত হয়।[৬] একে উত্তপ্ত করে ৫১২ °সে (৯৫৪ °ফা) তাপমাত্রায় উন্নীত করলে, তা ষড়কোণীয় রূপ থেকে পরিবর্তিত হয়ে অজ্ঞাত প্রতিসাম্য দশায় উপনীত হয়।[৭] স্ফ‌ুটনাংক ৬৫৭ °সে (১,২১৫ °ফা) এর চেয়ে তাপমাত্রায় উত্তপ্ত করলে, এই যৌগ বিযোজিত হয়ে -তে পরিণত হয় এবং গ্যাস উন্মুক্ত করে।[৮]

প্রস্তুতি

সোডিয়াম হাইড্রক্সাইড এর সাথে হাইড্রোজেন পারঅক্সাইড এর বিক্রিয়ার মাধ্যমে অক্টাহাইড্রেট গঠিত হয়।[৫]

বাণিজ্যিক ভাবে সোডিয়াম পারঅক্সাইড প্রস্তুত করার জন্য ১৩০–২০০ °সে (২৬৬–৩৯২ °ফা) তাপমাত্রায়, ধাতব সোডিয়ামের সাথে অক্সিজেন এর বিক্রিয়া ঘটানো হয়। এর ফলে সোডিয়াম অক্সাইড উৎপন্ন হয়, যা আরেকটি পৃথক ধাপে অক্সিজেন শোষণ করে সোডিয়াম পারঅক্সাইডে রূপান্তরিত হয়।[৭][৯]

কোন প্ল্যাটিনাম ( ) অথবা প্যালাডিয়াম ( ) নলের অভ্যন্তরে সোডিয়াম আয়োডাইড ( ) রেখে তার মধ্যে ওজোন গ্যাস ( ) চালনা করেও এই যৌগ উৎপন্ন করা যায়। সোডিয়াম ( ) ধাতু ওজোন গ্যাস দ্বারা জারিত হয়ে সোডিয়াম পারঅক্সাইড গঠন করে। মৃদু তাপে আয়োডিন ঊর্ধ্বপাতিত হয়। প্ল্যাটিমান বা প্যালাডিয়াম বিক্রিয়ায় প্রভাবক হিসেবে কাজ করে এবং সোডিয়াম পারঅক্সাইড দ্বারা আক্রান্ত হয় না।

ব্যবহার

সোডিয়াম পারঅক্সাইড আর্দ্রবিশ্লেষিত হয়ে সোডিয়াম হাইড্রক্সাইড এবং হাইড্রোজেন পারঅক্সাইড গঠন করে। বিক্রিয়াটি নিম্নরূপ:[৯]

কাগজ এবং কাপড় উৎপাদনের জন্য ব্যবহৃত কাগজের মণ্ড-কে সাদা করার কাজে সোডিয়াম পারঅক্সাইড বিরঞ্জক হিসাবে ব্যবহার করা হত। বর্তমানে এটি মূলত পরীক্ষাগারের বিশেষ কাজের জন্য, যেমন- বিভিন্ন আকরিক হতে খনিজ পদার্থ নিষ্কাশনের উদ্দেশ্যে ব্যবহার করা হয়। সোডিয়াম পারঅক্সাইড, এর বাণিজ্যিক নাম সলোজোন[৭] এবং ফ্লোকুল [৮] নামেও পরিচিত। সোডিয়াম পারঅক্সাইড জারক পদার্থ হিসেবে রাসায়নিক প্রস্তুতিতে ব্যবহৃত হয়। এর সাথে কার্বন ডাই অক্সাইড এর বিক্রিয়া ঘটিয়ে অক্সিজেন এবং সোডিয়াম কার্বোনেট তৈরির মাধ্যমে একে অক্সিজেন এর উৎস হিসেবেও ব্যবহার করা হয়।

এজন্য স্কুবা সরঞ্জাম, ডুবোজাহাজ ইত্যাদিতে এটি বিশেষভাবে কার্যকরী। লিথিয়াম পারঅক্সাইড এরও একই ধরনের ব্যবহার রয়েছে।

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: প্রধান পাতাবিশেষ:অনুসন্ধানরবীন্দ্রনাথ ঠাকুর২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপকাজী নজরুল ইসলামবাংলাদেশ ডাক বিভাগশেখ মুজিবুর রহমানএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশছয় দফা আন্দোলনক্লিওপেট্রাবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভারতের সাধারণ নির্বাচন, ২০২৪আবহাওয়ামুহাম্মাদব্লু হোয়েল (খেলা)বাংলা ভাষাইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনবাংলা প্রবাদ-প্রবচনের তালিকাভারতভূমি পরিমাপবাংলা ভাষা আন্দোলনমহাত্মা গান্ধীমিয়া খলিফামৌলিক পদার্থের তালিকাবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলপহেলা বৈশাখপদ্মা সেতুলোকসভা কেন্দ্রের তালিকামাইকেল মধুসূদন দত্তসুনীল ছেত্রীবাংলাদেশের পলিটেকনিক ইনস্টিটিউটের তালিকাবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহআসসালামু আলাইকুমপশ্চিমবঙ্গবাংলাদেশে পালিত দিবসসমূহশেখ হাসিনাবাংলাদেশের শিক্ষামন্ত্রীজয়নুল আবেদিন