স্ট্যান্ডার্ড চার্টার্ড

ব্রিটিশ বহুজাতিক ব্যাংক

স্ট্যাডার্ড চার্টার্ড পিএলসি একটি ব্রিটিশ বহুজাতিক ব্যাংকিং এবং আর্থিক প্রতিষ্ঠান যার হেডকোয়ার্টাস লন্ডনে অবস্থিত। এটি ৭০টি দেশে ১,২০০ টি শাখা এবং আউটলেট (এদের মধ্যে সাবসিডিয়ারি,সহযোগী এবং যৌথ মূলধনী সহ)এবং ৮৭,০০০ হাজার কর্মী রয়েছে।ব্যাংকটি কনজ্যুমার, কর্পোরেট এবং প্রাতিষ্ঠানিক সেবা দিয়ে বিশ্বব্যাপি অবস্থান করছে। ব্যাংকটি যুক্তরাজ্য ভিত্তিক হওয়া সত্বেও এটি সেখানে রিটেইল ব্যাংকিং করে না এবং এর ৯০% মুনাফা আসে এশিয়া,আফ্রিকা এবং মধ্যপ্রাচ্য থেকে।

স্ট্যান্ডার্ড চার্টার্ড পাবলিক লিমিটেড কোম্পানী
ধরনপাবলিক লিমিটেড কোম্পানী
শেয়ারবাজার প্রতীক
আইএসআইএনGB0004082847
শিল্পব্যাংকিং, আর্থিক সেবা
পূর্বসূরী
  • স্ট্যান্ডার্ড ব্যাংক
  • চার্টার্ড ব্যাংক
প্রতিষ্ঠাকাল১৯৬৯; ৫৫ বছর আগে (1969)
প্রতিষ্ঠাতাজেমস উইলসন উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সদরদপ্তর
বাণিজ্য অঞ্চল
বিশ্বব্যাপী
প্রধান ব্যক্তি
  • স্যার জন পিস
    (চেয়ারম্যান)
  • বিল উইন্টার্ম
    (প্রধান গ্রুপ এক্সিকিউটিভ)
পরিষেবাসমূহক্রেডিট কার্ডs
কনজ্যুমার ব্যাংকিং
কর্পোরেট ব্যাংকিং
বিনিয়োগ ব্যাংকিং
মর্টগেজ লোনs
প্রাইভেট ব্যাংকিং
সম্পদ ব্যবস্থাপনা
আয়ইউএস$ ১৪.৬১৩ বিলিয়ন (২০১৫)[১]
সুদ ও করপূর্ব আয়
ইউএস$ ৪.১১৬ বিলিয়ন (২০১৫)[১]
নীট আয়
ইউএস$ (২.১৯৬) বিলিয়ন (২০১৫)[১]
কর্মীসংখ্যা
৮৫,০০০ (২০২২) উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটwww.sc.com

লন্ডন স্টক এক্সচেঞ্জে স্ট্যার্ডাড চার্টার্ড প্রাথমিক তালিকাভুক্ত রয়েছে এবং এটি এফটি ১০০ সূচকে রয়েছে। জানুয়ারি ২০,২০১৬-এর হিসেবে প্রতিষ্ঠানটির বাজার মূলধন প্রায় £১৫ বিলিয়ন ইউরো। যেকোনো কোম্পানির ধরনে লন্ডন স্টক এক্সচেঞ্জে প্রাথমিক তালিকাভুক্ত কোম্পানির মধ্যে ২৮ তম। [২] হংকং স্টক এক্সচেঞ্জ এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া এর শেয়ারে বাজারেও এটির তালিকাভুক্তি রয়েছে। প্রতিষ্ঠানটির সবচেয়ে বড় শেয়ারহোল্ডার সিঙ্গাপুরের রাষ্ট্রায়ত্ব কোম্পানি টিমাসেক হোল্ডিংস।[৩][৪][৫]

ইতিহাস

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ১৮৫৩ সালে রাণী ভিক্টোরিয়ার আদেশানুসারে প্রতিষ্ঠিত হয়। চার্টার্ড মুম্বাই, কোলকাতা এবং সাংহাইতে ১৮৫৮ সালে তাদের ১ম শাখা স্থাপন করে। এবং ১৮৫৯ সালে এটি সিংগাপুর ও হংকং এ বিস্তৃতি লাভ করে। এটির প্রথম মুদ্রা "হংকং ডলার" ১৮৬২ সালে প্রকাশিত হয়।[৬]

নামকরণ

স্ট্যান্ডার্ড চার্টার্ড নামটি এসেছে ১৯৬৯ সালে দুইটি ব্যাংকের একত্রিত করনের মাধ্যমে। চার্টার্ড শব্দটি এসেছে চার্টার্ড ব্যাংক অফ ইন্ডিয়া,অস্ট্রেলিয়া ও চীন থেকে এবং স্ট্যান্ডার্ড এসেছে স্ট্যান্ডার্ড ব্যাংক অফ ব্রিটিশ সাউথ আফ্রিকা নাম থেকে। শব্দ দুটি মিলে এটি এখন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক নামে পরিচিত।[৭]

স্পন্সরশীপ

২০০৯-এ ব্যাংকটি ঘোষণা দেয় জুলাই ২০১০ থেকে ২০১৩-১৪ ফুটবল মৌসুমে এটি লিভারপুল ফুটবল ক্লাব এর প্রধান স্পন্সর হয়েছে। [৮][৯] এই চুক্তিটি ছিল £৮০ মিলিয়ন ইউরোর।[৮][৯][১০] ২০১৫-২০১৯ পর্যন্ত ও একটি চুক্তি হয়েছে।[১১]

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ