হ্যারি স্টাইলস

হ্যারি এডওয়ার্ড স্টাইলস[৫] (ইংরেজি: Harry Edward Styles, জন্ম ১ই ফেব্রুয়ারি ১৯৯৪)[৬][৭] একজন ইংরেজ গায়ক, গীতিকার, এবং অভিনেতা। তিনি পরিচিত ছেলেদের ব্যান্ড ওয়ান ডাইরেকশন এর একজন সদস্য হিসেবে। তিনি তার কর্মজীবন শুরু করেন তার ব্যান্ড হোয়াইট এসকিমো এর মাধ্যমে, যেটি হলমেস চ্যাপেল, চেশায়ারে স্থানীয়ভাবে সঙ্গীত পরিবেশন করতো। ২০১০-এ, স্টাইলস একজন একক শিল্পী হিসেবে ব্রিটিশ টেলিভিশন ধারাবাহিক দ্য এক্স ফ্যাক্টর এ অডিশন দেন। একক শিল্পী হিসেবে মনোনয়নের পরে, স্টাইলস অন্য চারজন প্রতিযোগী, নিয়াল হোরান, জায়ান মালিক, লিয়াম পাইন, লুইস টমলিনসন এদেরকে নিয়ে ফিরে আসে, ওয়ান ডাইরেকশন দলটি গঠনের লক্ষ্যে।

হ্যারি স্টাইলস
২০২২-এ স্টাইলস
২০২২-এ স্টাইলস
প্রাথমিক তথ্য
জন্মনামহ্যারি এডওয়ার্ড
জন্ম (1994-02-01) ১ ফেব্রুয়ারি ১৯৯৪ (বয়স ৩০)
রেডিচ, ওরচেস্টারশায়ার,[১] ইংল্যান্ড, যুক্তরাজ্য
ধরন
পেশা
  • গায়ক
  • গীতিকার
  • অভিনেতা
বাদ্যযন্ত্র
  • কন্ঠ
  • গিটার
কার্যকাল২০১০-বর্তমান
লেবেল
ওয়েবসাইটhstyles.co.uk

স্টাইলস এবং তার ওয়ান ডাইরেকশন সঙ্গীরা প্রকাশ করে আপ অল নাইট (২০১১), টেক মি হোম (২০১২), মিডনাইট মেমোরিস (২০১৩), ফোর (২০১৪), এবং মেইড ইন দ্য এ.এম (২০১৫) অ্যালবামগুলো। তারা চারটি বিশ্বব্যাপি ট্যুরে সঙ্গীত পরিবেশন করে, একটি কনসার্ট চলচ্চিত্র ওয়ান ডাইরেকশন: দিস ইজ আস, এবং কিছু অ্যাওয়ার্ড অর্জন , এগুলোর মধ্যে ৫টি ব্রিট অ্যাওয়ার্ড এবং ৪টি এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ড অর্জন করে।

২৩ জুন ২০১৬-এ বিলবোর্ড কর্তৃক প্রকাশিত হয়েছিলো যে স্টাইলস কলাম্বিয়া রের্কডস এর সঙ্গে একটি তিন-অ্যালবাম একক রের্কডিং চুক্তি করেছেন, যেটি ওয়ান ডাইরেকশনেরও রের্কডিং লেবেল।[৮] এটির প্রথম একক "সাইন অব দ্য টাইমস" এর পর, ১২ মে ২০১৭-এ তার নিজ নামের শিরোনামে অভিষেক অ্যালবাম প্রকাশিত হয়। জুলাই ২০১৭-এ স্টাইলস তার অভিনয় কর্মজীবনের সূচনা করেছেন যুদ্ধভিত্তিক চলচ্চিত্র ডানকির্ক-এ অভিনয়ের মাধ্যমে।[৯]

প্রারম্ভের জীবন

স্টাইলস রেডিচ, ওরচেস্টারশায়ার-এ জন্ম গ্রহণ করেন।[১][১০][১১] তিনি অ্যারি কক্স ও ডেসমন্ড ডেস স্টাইলসের পুত্র। যিনি একটি আর্থিক প্রতিষ্ঠানে কাজ করতেন।[১২][১৩][১৪][১৫] তার পূর্ব পুরুষদের অনেকেই নরফল্কের খামারের শ্রমিক ছিল।[১৬] স্টাইলস হলমেস চ্যাপেল, চেশায়ারে বেড়ে উঠেছেন, তার বড় বোন, জেমা, সহ তার পিতা-মাতা সেখানে স্থানান্তরের পরে,[১৭] যখন তিনি একজন শিশু ছিলেন।[৫] তিনি হলমেস চ্যাপেল কমপ্রিহেনসিভ বিদ্যালয়ে ভর্তি হন।[১৮] স্টাইলসের পিতা-মাতার বিবাহ বিচ্ছেদ ঘটে যখন তার বয়স সাত ববছর এবং পরে তার মা পুনরায় বিবাহ করেন।[১৯] তার একজন সৎ বড় ভাই রয়েছে, যিনি স্টাইলসের সৎ পিতার সন্তান।[২০] ১৬ বছর বয়সে, হলমেস চ্যাপেলের ডব্লিউ. ম্যান্ডেভ্যালি বেকারিতে পার্ট-টাইম কাজ করতেন।[২১]

একজন শিশু হিসেবে, স্টাইলস গান গাইতে পছন্দ করতেন, তিনি এলভিস প্রেসলি এবং ফ্রেডি মারকুরিকে তার সঙ্গীত প্রভাবক হিসেবে উল্লেখ করেছেন।[২২] হলমেস চ্যাপেল কমপ্রিহেনসিভে থাকাকালিন, স্টাইলস ছেলেদের ব্যান্ড এসকিমোর প্রধান শিল্পী ছিলেন,[২৩] যেটি স্থানীয় একটি ব্যান্ড সঙ্গীত প্রতিযোগিতায় প্রথম হয়েছিলো।

ব্যক্তিগত জীবন

দ্য এক্সটা ফ্যাক্টর উপস্থাপিকা ক্যারোলিন ফ্লাকের সঙ্গে স্টাইলসের নভেম্বর ২০১১ থেকে জানুয়ারি ২০১২ পর্যন্ত সম্পর্ক ছিলো, দুইজনের বয়সের মাঝে ১৪ বছরের ব্যবধান অনেক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছিলো।[২৪] স্টাইলস অক্টোবর ২০১২ থেকে জানুয়ারি ২০১৩ পর্যন্ত গায়িকা টেইলর সুইফট এর সঙ্গে ডেটিং করেছেন।[২৫][২৬] তিনি একজন প্রবল চিত্রকর্ম সংগ্রাহক।[২৭]

২০১৬-এ, প্রচারমাধ্যম প্রকাশ করে যে, স্টাইলস ব্রেক্সিট বিতর্কে হাউজ অব লর্ডস এ অংশ নিয়েছে।[২৮] দ্য সানডে টাইমস এর প্রশ্ন, ২০১৭ সালের ব্রিটিশ সাধারন নির্বাচনে তিনি কাকে ভোট দিবেন, তিনি উত্তর দেন, "সৎভাবে, আমি সম্ভবত তাকেই ভোট দিতে যাচ্ছি যে ব্রেক্সিটের বিপক্ষে।"[২৯][৩০]

চলচ্চিত্র তালিকা

চলচ্চিত্র

বছরশিরোনামভূমিকাটীকা
২০১৩ওয়ান ডাইরেকশন: দিস ইজ আসতিনি নিজেডকুমেন্টারি কনসার্ট চলচ্চিত্র
২০১৪হোয়ার উই আর - দ্য কর্নসাট ফিল্মতিনি নিজেকনসার্ট চলচ্চিত্র
২০১৭ডানকির্কএলেক্স

টেলিভিশন

বছরশিরোনামভূমিকাটীকা
২০১২আইকার্লিতিনি নিজেপর্ব: "আইগো ওয়ান ডাইরেকশন"
২০১৭স্যাটারডে নাইট লাইভমিক জ্যাগার/তিনি নিজে/সঙ্গীত অতিথি/সিভিল ওয়ার সৈন্যপর্ব: "জিমি ফ্যালন/হ্যারি স্টাইলস"

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ