২০১০ ফিফা বিশ্বকাপ গ্রুপ ডি

২০১০ ফিফা বিশ্বকাপের ডি গ্রুপের খেলা অনুষ্ঠিত হবে ১৩ জুন থেকে ২৩ জুন, ২০১০ পর্যন্ত।[১] এই গ্রুপের প্রতিদ্বন্দ্বীতাকারী দলগুলো হচ্ছে জার্মানি, অস্ট্রেলিয়া, সার্বিয়া, এবং ঘানা। এই বিশ্বকাপে জি গ্রুপের সাথে এটিও গ্রুপ অফ ডেথ হিসেবে বিবেচিত হয়েছে।[২]

২০১০ ফিফা বিশ্বকাপ গ্রুপ ডি

১৯৭৪ সালের বিশ্বকাপে জার্মানি, অস্ট্রেলিয়ার সাথে একই গ্রুপে খেলেছিলো। সেখানে তারা অস্ট্রেলিয়াকে ৩-০ গোলে পরাজিত করে।

এই গ্রুপের চ্যাম্পিয়ন দল দ্বিতীয় পর্বে সি গ্রুপের রানার্স-আপ দলের সাথে প্রতিদ্বন্দ্বীতা করবে। অপর দিকে এই গ্রুপের রানার্স-আপ দল খেলবে সি গ্রুপের চ্যাম্পিয়ন দলের সাথে। নিচে এই গ্রুপের পরিসংখ্যান টেবিল দেওয়া হলো।

অবদলম্যাচজয়ড্রহারস্বগোবিগোগোপাপয়েন্টযোগ্যতা অর্জন
 জার্মানি+৪নকআউট পর্বের উন্নীত
 ঘানা
 অস্ট্রেলিয়া−৩
 সার্বিয়া−১

খেলাসমূহ

এই গ্রুপে মোট ছয়টি খেলা অনুষ্ঠিত হয়েছে। সেগুলো হলো:

  • সার্বিয়া বনাম ঘানা
  • জার্মানি বনাম অস্ট্রেলিয়া
  • জার্মানি বনাম সার্বিয়া
  • ঘানা বনাম অস্ট্রেলিয়া
  • ঘানা বনাম জার্মানি
  • অস্ট্রেলিয়া বনাম সার্বিয়া

(সকল সময় দক্ষিণ আফ্রিকার আঞ্চলিক সময় (ইউটিসি +২) অনুসারে দেওয়া হয়েছে।)

সার্বিয়া বনাম ঘানা


জার্মানি বনাম অস্ট্রেলিয়া


জার্মানি বনাম সার্বিয়া


ঘানা বনাম অস্ট্রেলিয়া


ঘানা বনাম জার্মানি


অস্ট্রেলিয়া বনাম সার্বিয়া


পরিশিষ্ট

  • গোলরক্ষকGK বা Goalkeeper
  • সুইপার বা লিবেরো – SW বা Sweeper
  • রক্ষণভাগের খেলোয়াড় (কেন্দ্রীয়) – CB বা Center Back
  • রক্ষণভাগের খেলোয়াড় (পার্শ্বীয়) – FB বা Full Back
  • রক্ষণভাগের খেলোয়াড় (ডান পার্শ্বীয়) – RB বা Right Back
  • রক্ষণভাগের খেলোয়াড় (বাম পার্শ্বীয়) – LB বা Left Back
  • মধ্যমাঠের খেলোয়াড়MF বা Midfielder
  • মধ্যমাঠের খেলোয়াড় (রক্ষণাত্মক) – DF বা Defensive Midfielder
  • আক্রমণাত্মক রক্ষণভাগের খেলোয়াড় – WB বা Wing Back
  • আক্রমণাত্মক রক্ষণভাগের খেলোয়াড় (ডান পার্শ্বীয়) – RWB বা Right Wing Back
  • আক্রমণাত্মক রক্ষণভাগের খেলোয়াড় (বাম পার্শ্বীয়) – LWB বা Left Wing Back
  • মধ্যমাঠের খেলোয়াড় (কেন্দ্রীয়) – CM বা Center Midfielder
  • মধ্যমাঠের খেলোয়াড় (ডান পার্শ্বীয়) – RM বা Right Midfield
  • মধ্যমাঠের খেলোয়াড় (বাম পার্শ্বীয়) – LM বা Left Midfield
  • মধ্যমাঠের খেলোয়াড় (আক্রমণাত্মক) – AM বা Attacking Midfielder
  • আক্রমণভাগের খেলোয়াড়FW বা Forward বা Striker বা Winger
  • আক্রমণভাগের খেলোয়াড় (মাধ্যমিক) – SS বা Secondary Striker
  • আক্রমণভাগের খেলোয়াড় (ডান পার্শ্বীয়) – RW বা RS বা RF
  • আক্রমণভাগের খেলোয়াড় (কেন্দ্রীয়) – CF বা Center Forward
  • আক্রমণভাগের খেলোয়াড় (বাম পার্শ্বীয়) – LW বা LS বা LF

তথ্যসূত্র

🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ