সার্বিয়া জাতীয় ফুটবল দল

আন্তর্জাতিক ফুটবলে সার্বিয়া প্রতিনিধিত্বকারী পুরুষদের জাতীয় দল

সার্বিয়া জাতীয় ফুটবল দল (সার্বীয়: Фудбалска репрезентација Србије, ইংরেজি: Serbia national football team) হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে সার্বিয়ার প্রতিনিধিত্বকারী পুরুষদের জাতীয় দল, যার সকল কার্যক্রম সার্বিয়ার ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা সার্বিয়া ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই দলটি ১৯২৩ সাল হতে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার এবং ১৯৫৪ সাল হতে তাদের আঞ্চলিক সংস্থা উয়েফার সদস্য হিসেবে রয়েছে। ২০০৬ সালের ১৮ই আগস্ট তারিখে, সার্বিয়া (স্বাধীনতা অর্জন করার পর) প্রথমবারের মতো আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করেছে; চেক প্রজাতন্ত্রের উহেরস্কে রাদিশ্তে-এ অনুষ্ঠিত উক্ত ম্যাচে সার্বিয়া চেক প্রজাতন্ত্রকে ৩–১ গোলের ব্যবধানে পরাজিত করেছে।

সার্বিয়া
দলের লোগো
ডাকনামওরলোভি (ঈগল)
অ্যাসোসিয়েশনসার্বিয়া ফুটবল অ্যাসোসিয়েশন
কনফেডারেশনউয়েফা (ইউরোপ)
প্রধান কোচইয়ুবিশা তুম্বাকোভিচ
অধিনায়কআলেকসান্দ্র কোলারভ
সর্বাধিক ম্যাচব্রানিস্লাভ ইভানোভিচ (১০৫)
শীর্ষ গোলদাতাস্তিয়েপান বোবেক (৩৮)
মাঠরেড স্টার স্টেডিয়াম
ফিফা কোডSRB
ওয়েবসাইটwww.fss.rs
প্রথম জার্সি
দ্বিতীয় জার্সি
ফিফা র‌্যাঙ্কিং
বর্তমান ৩৪ অপরিবর্তিত (২১ ডিসেম্বর ২০২৩)[১]
সর্বোচ্চ(ডিসেম্বর ১৯৯৮)
সর্বনিম্ন১০১ (ডিসেম্বর ১৯৯৪)
এলো র‌্যাঙ্কিং
বর্তমান ২৩ হ্রাস ৩ (১২ জানুয়ারি ২০২৪)[২]
সর্বোচ্চ(জুন ১৯৯৮)
সর্বনিম্ন৪৭ (অক্টোবর ২০১২)
প্রথম আন্তর্জাতিক খেলা
 চেকোস্লোভাকিয়া ৭–০ এসসিএস রাজ্য 
(এন্টওয়ার্প, বেলজিয়াম; ২৮ আগস্ট ১৯২০)
সার্বিয়া হিসেবে
 চেক প্রজাতন্ত্র ১–৩ সার্বিয়া 
(উহেরস্কে রাদিশ্তে, চেক প্রজাতন্ত্র; ১৮ আগস্ট ২০০৬)
বৃহত্তম জয়
 যুগোস্লাভিয়া ১০–০ ভেনেজুয়েলা 
(কুরিতিবা, ব্রাজিল; ১৪ জুন ১৯৭২)
সার্বিয়া হিসেবে
 আজারবাইজান ১–৬ সার্বিয়া 
(বাকু, আজারবাইজান; ১৭ অক্টোবর ২০০৭)
 সার্বিয়া ৬–১ বুলগেরিয়া 
(বেলগ্রেড, সার্বিয়া; ১৯ নভেম্বর ২০০৮)
 সার্বিয়া ৬–১ ওয়েলস 
(নভি সাদ, সার্বিয়া; ১১ সেপ্টেম্বর ২০১২)
বৃহত্তম পরাজয়
 চেকোস্লোভাকিয়া ৭–০ এসসিএস রাজ্য 
(এন্টওয়ার্প, বেলজিয়াম; ২৮ আগস্ট ১৯২০)
 উরুগুয়ে ৭–০ এসসিএস রাজ্য 
(প্যারিস, ফ্রান্স; ২৬ মে ১৯২৪)
 চেকোস্লোভাকিয়া ৭–০ এসসিএস রাজ্য 
(প্রাগ, চেকোস্লোভাকিয়া; ২৮ অক্টোবর ১৯২৫)
সার্বিয়া হিসেবে
 ইউক্রেন ৫–০ সার্বিয়া 
(লভিউ, ইউক্রেন ৭ জুন ২০১৯)
বিশ্বকাপ
অংশগ্রহণ১২ (১৯৩০-এ প্রথম)
সেরা সাফল্যচতুর্থ স্থান (যুগোস্লাভিয়া হিসেবে) (১৯৩০, ১৯৬২)
উয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ
অংশগ্রহণ৫ (১৯৬০-এ প্রথম)
সেরা সাফল্যরানার-আপ (যুগোস্লাভিয়া হিসেবে) (১৯৬০, ১৯৬৮)

৫৩,০০০ ধারণক্ষমতাবিশিষ্ট রেড স্টার স্টেডিয়ামে ওরলোভি নামে পরিচিত এই দলটি তাদের সকল হোম ম্যাচ আয়োজন করে থাকে। এই দলের প্রধান কার্যালয় সার্বিয়ার রাজধানী বেলগ্রেডে অবস্থিত। বর্তমানে এই দলের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন ইয়ুবিশা তুম্বাকোভিচ এবং অধিনায়কের দায়িত্ব পালন করছেন ইন্টার মিলানের রক্ষণভাগের খেলোয়াড় আলেকসান্দ্র কোলারভ।

সার্বিয়া এপর্যন্ত ১২ বার ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করেছে, যার মধ্যে সেরা সাফল্য হচ্ছে যুগোস্লাভিয়া হিসেবে ১৯৩০ এবং ১৯৬২ ফিফা বিশ্বকাপে চতুর্থ স্থান অর্জন করা। অন্যদিকে, উয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপে সার্বিয়া (যুগোস্লাভিয়া হিসেবে) এপর্যন্ত ৫ বার অংশগ্রহণ করেছে, যার মধ্যে সেরা সাফল্য হচ্ছে ১৯৬০ এবং উয়েফা ইউরো ১৯৬৮-এ রানার-আপ হওয়া।

দ্রাগান স্তোয়কোভিচ, সাভো মিলোশেভিচ, নিকোলা জিগিচ, ভ্লাদিমির ইয়োগোভিচ এবং স্তিয়েপান বোবেকের মতো খেলোয়াড়গণ সার্বিয়ার জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন।

র‌্যাঙ্কিং

ফিফা বিশ্ব র‌্যাঙ্কিংয়ে, ১৯৯৮ সালের ডিসেম্বর মাসে প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে সার্বিয়া তাদের ইতিহাসে সর্বোচ্চ অবস্থান (৬ষ্ঠ) অর্জন করে এবং ১৯৯৪ সালের ডিসেম্বর মাসে প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে তারা ১০১তম স্থান অধিকার করে, যা তাদের ইতিহাসে সর্বনিম্ন। অন্যদিকে, বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে সার্বিয়ার সর্বোচ্চ অবস্থান হচ্ছে ৪র্থ (যা তারা ১৯৯৮ সালে অর্জন করেছিল) এবং সর্বনিম্ন অবস্থান হচ্ছে ৪৭। নিম্নে বর্তমানে ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং এবং বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে অবস্থান উল্লেখ করা হলো:

ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং
২১ ডিসেম্বর ২০২৩ অনুযায়ী ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং[১]
অবস্থানপরিবর্তনদলপয়েন্ট
৩২  ইকুয়েডর১৫১৯.২
৩৩  মিশর১৫১৮.৯১
৩৪  সার্বিয়া১৫১৭.৪৩
৩৫  পেরু১৫১২.৬৮
৩৬  স্কটল্যান্ড১৫০৬.৮৯
বিশ্ব ফুটবল এলো রেটিং
১২ জানুয়ারি ২০২৪ অনুযায়ী বিশ্ব ফুটবল এলো রেটিং[২]
অবস্থানপরিবর্তনদলপয়েন্ট
২১  ডেনমার্ক১৮২৫
২২  দক্ষিণ কোরিয়া১৮০৩
২৩  সার্বিয়া১৮০২
২৪  স্কটল্যান্ড১৮০১
২৫  মেক্সিকো১৭৯৪

প্রতিযোগিতামূলক তথ্য

ফিফা বিশ্বকাপ

ফিফা বিশ্বকাপবাছাইপর্ব
সালপর্বঅবস্থানম্যাচজয়ড্রহারস্বগোবিগোম্যাচজয়ড্রহারস্বগোবিগো
যুগোস্লাভিয়া রাজ্যের অংশ হিসেবে
১৯৩০৩য় স্থান নির্ধারণী৪র্থআমন্ত্রণের মাধ্যমে উত্তীর্ণ
১৯৩৪উত্তীর্ণ হয়নি
১৯৩৮
যুগোস্লাভিয়া সমাজতান্ত্রিক যুক্তরাষ্ট্রীয় প্রজাতন্ত্রের অংশ হিসেবে
১৯৫০গ্রুপ পর্ব৫ম১৬
১৯৫৪কোয়ার্টার-ফাইনাল৭ম
১৯৫৮কোয়ার্টার-ফাইনাল৫ম
১৯৬২৩য় স্থান নির্ধারণী৪র্থ১০১১
১৯৬৬উত্তীর্ণ হয়নি১০
১৯৭০১৯
১৯৭৪দ্বিতীয় গ্রুপ পর্ব৭ম১২
১৯৭৮উত্তীর্ণ হয়নি
১৯৮২গ্রুপ পর্ব১৬তম২২
১৯৮৬উত্তীর্ণ হয়নি
১৯৯০কোয়ার্টার-ফাইনাল৫ম১৬
যুগোস্লাভিয়া যুক্তরাষ্ট্রীয় প্রজাতন্ত্রের অংশ হিসেবে
১৯৯৪নিষিদ্ধনিষিদ্ধ
১৯৯৮১৬ দলের পর্ব১০তম১২৪১
২০০২উত্তীর্ণ হয়নি১০২২
সার্বিয়া ও মন্টিনিগ্রোর অংশ হিসেবে
২০০৬গ্রুপ পর্ব৩২তম১০১০১৬
সার্বিয়া হিসেবে
২০১০গ্রুপ পর্ব২৩তম১০২২
২০১৪উত্তীর্ণ হয়নি১০১৮১১
২০১৮গ্রুপ পর্ব২৩তম১০২০১০
২০২২অনির্ধারিতঅনির্ধারিত
মোট৩য় স্থান নির্ধারণী১২/২১৪৬১৮২০৬৬৬৩১২৮৭৫৩১২২২৬৯১১৪

অর্জন

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ