২১ সেঞ্চুরি ফক্স

টুয়েন্টি-ফার্ষ্ট সেঞ্চুরি ফক্স একটি আমেরিকার বহুজাতিক গণমাধ্যম কর্পোরেশন। এটি ২০১৩ সালে নিউজ কর্পোরেশন কর্তৃক টিকে থাকার জন্য নেয়া প্রকাশনা সম্পদের উদ্যোগ থেকে গঠিত হওয়া দুটি কোম্পানির মধ্যে একটি। এর অর্থায়ন করেছিলেন রুপার্ট মারডক ১৯৭৯ সালে। এটি নিউজ কর্পোরেশনের আইনানুগ উত্তরসূরি। এটি প্রাথমিকভাবে সিনেমা এবং টেলিভিশন শিল্পের সাথে কাজ করে থাকে। অন্যটি "নতুন" নিউজ কর্পোরেশন মারডকের প্রকাশনার কাজ করে।

টুয়েন্টি-ফার্ষ্ট সেঞ্চুরি ফক্স, ইনক.
বাণিজ্যিক নাম
টুয়েন্টি-ফার্ষ্ট সেঞ্চুরি ফক্স
ধরনPublic
শেয়ারবাজার প্রতীক
আইএসআইএনUS90130A3095
শিল্পগণ মাধ্যম
পূর্বসূরীনিউজ কর্পোরেশন
প্রতিষ্ঠাকাল
প্রতিষ্ঠাতারুপাট মারডক
বিলুপ্তিকাল২০ মার্চ ২০১৯ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সদরদপ্তরম্যানহাটন, নিউইয়র্ক, আমেরিকা
বাণিজ্য অঞ্চল
বিশ্বব্যাপি
প্রধান ব্যক্তি
  • Rupert Murdoch
  • (Executive Co-Chairman)
  • Lachlan Murdoch
  • (Executive Co-Chairman)
  • James Murdoch
  • (CEO)
  • Chase Carey
  • (Executive Vice Chairman)
পণ্যসমূহ
আয়
সুদ ও করপূর্ব আয়
  • হ্রাস US$৫,১৮,৯০,০০,০০০ (2014)[১]:৭৬
  • বৃদ্ধি US$৮,৭৩,৬০,০০,০০০ (2013)[১]:৭৬
নীট আয়
  • হ্রাস US$৪,৫১,৪০,০০,০০০ (2014)[১]:৩৮
  • বৃদ্ধি US$৭,০৯,৭০,০০,০০০ (2013)[১]:৩৮
মোট সম্পদ
মোট ইকুইটি
কর্মীসংখ্যা
  • বৃদ্ধি 27,000 (June 30, 2014)[১]:
  • হ্রাস 25,600 (June 30, 2013)[২]:, [৩]:
অধীনস্থ প্রতিষ্ঠানList of subsidiaries
ওয়েবসাইটwww.21cf.com

এর হোল্ডিংয়ে অন্তর্ভুক্ত আছে ফক্স এন্টারটেইনমেন্ট গ্রুপ - যারা টুয়েন্টিথ সেঞ্চুরি ফক্স ফিল্ম স্টুডিও এবং ফক্স টেলিভিশন নেটওয়ার্ক সহ অন্যান্য আরও বেশ কিছু সম্পদের মালিক। যেমন এশিয়ার পে-চ্যানেল অপারেটর স্টার টিভি এবং ইউরোপিয়ান পে-টিভি কোম্পানি স্কাই পিকের অংশ বিশেষ।

ইতিহাস

গঠন

টুয়েন্টিথ সেঞ্চুরি ফক্স গঠন করা হয় নিউজ কর্পোরেশনের মিডিয়া এবং বিনোদন সম্পদকে বিভাজনের মাধ্যমে। নিউজ কর্পোরেশনের নির্বাহী বোর্ড এই বিভাজনে সম্মতি দেন ২০১৩ সালের ২৪শে মে। তারপর একই বছরের ১১ই জুন শেয়ার হোল্ডাররা এই বিভাজনে সম্মতি দেয়। [৪] কোম্পানিটি সম্পূর্নরূপে এই বিভাজন সমাপ্ত করে ২৮ জুন এবং আনুষ্ঠানিকভাবে ১লা জুলাইতে নাসডাকে এর বেচা-কেনা শুরু করে[৫][৬][৭]। এই বিভাজনের পরিকল্পনার ঘোষণা দেয়া হয় ২০১২ সালের ২৮শে জুন। এছাড়া অন্যান্য সংশ্লিষ্ট বিষয়াদি ও কি নাম হতে পারে নতুন কোম্পানির তা উন্মুক্ত করা হয় ২০১২ সালের ৩রা ডিসেম্বর।[৮][৯][১০]

মারডক বিভাজনের সময় উল্লেখ করেন "দুটো কোম্পানির সত্যিকার মূল্য ও তাদের নিজস্ব সম্পদ বিনিয়োগকারীদের লাভবান হতে সহায়তা করবে। দুটো কোম্পানির ভিন্ন কৌশলগত সুযোগ ব্যবহারের ফলে প্রত্যেক বিভাগকে আরও সফলতার সাথে দৃষ্টিপাত করা সম্ভব হবে।" এই বিভাজনের পেছনে যুক্তরাজ্যে পরিচালিত প্রকাশনা কার্যক্রেমর বেশ কিছু কেলেঙ্কারি[৬][৮] রয়েছে। এই সব কেলেঙ্কারি কোম্পানির সুনামকে ক্ষুণ্ণ করে। তাই বিভাজনটি করা হয় নিউজ কর্পোরেশনের প্রকাশনা সম্পদকে "নতুন" করে দৃষ্টিভঙ্গি দেয়া। আর এর সাথে পুরনো নিউজ কর্পোরেশন যাতে তার নতুন নামে আত্মপ্রকাশ করে। [৭][১১][১২]

তথ্যসূত্র


🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ