৫জি

পঞ্চম প্রজন্মের নেটওয়ার্ক ক্ষমতা

৫ম প্রজন্মের ওয়্যারলেস সিস্টেম, সংক্ষেপে ৫জি, হচ্ছে উন্নত প্রযুক্তির ওয়্যারলেস নেটওয়ার্ক যা ২০১৮ এর পরবর্তী সময়ে উন্মুক্ত করা হয়েছে।[১] প্রাথমিকভাবে ৫জি তে অন্তর্গত প্রযুক্তির মধ্যে রয়েছে: মিলিমিটার তরঙ্গ ব্যান্ড যা (২৬, ২৪, ৩৮, এবং ৬০ গিগাহার্টজ) যেখানে প্রতি সেকেন্ডে ২০ গিগাবিট (গিগাবাইট/ সেকেন্ড) গতি [২] প্রদানে সক্ষম; বৃহৎ পরিসরের এমআইএমও (মাল্টিপল ইনপুট মাল্টিপল আউটপুট - ৬৪-২৫৬ অ্যান্টেনা) যা "৪জি এর ন্যূনতম ১০ গুণ বেশি কর্মক্ষমতা প্রদানে সক্ষম।"[৩][৪][৫] “লো-ব্যান্ড ৫জি” এবং “মিড-ব্যান্ড ৫জি”, ৬০০ মেগাহার্টজ থেকে 6 গিগাহার্জ, বিশেষ করে ৩.৫-৪.২ গিগাহার্জ তরঙ্গ ব্যবহার করে। [৬][৭]

ফাইভ জি
প্রবর্তন২০১৮ (2018)

৩ জিপিপি ডিসেম্বর, ২০১৭ এর রিলিজ ১৫[৮] এর মাধ্যমে ৫জি এর সাধারণ সংজ্ঞা নির্ধারন করেছে। অনেকে আইটিইউ এর আইএমটি-২০২০ সংজ্ঞা কে[৯] অগ্রাধিকার দিয়ে থাকেন, যা উচ্চতর গতির জন্য উচ্চ ফ্রিকোয়েন্সি ব্যান্ডগুলির ব্যবহার নির্দেশ করে।

মিলিমিটার তরঙ্গ ব্যবস্থার প্রনয়ন করা হয়েছে ডাউনলোডের গতি সর্বোচ্চ ২০ গিগাবাইট/সেকেন্ড অর্জনের জন্য।[১০] এগুলোর আনুমানিক গড় গতিসীমা ৩.৫ গিগাবাইট/সেকেন্ড। [১১] অতিরিক্ত বৃহৎ এমআইএমও এন্টেনা সহকারে, ৩.৫-৪.২ গিগাহার্জ তরঙ্গের ব্যান্ডটির আনুমানিক মিডিয়ান ব্যান্ডউইডথ প্রতি সেকেন্ডে ৪৯০ মেগাবাইট।[১১] মিড-ব্যান্ড ফ্রিকোয়েন্সি এর ক্ষেত্রে, বর্তমানে প্রণিত ৫জি এর গতি এলটিএ(৪ জি) গতির অনুরূপ, যখন একই ব্যান্ডউইথ এবং অ্যান্টেনা কনফিগারেশন ব্যবহৃত হয়।[১২]

অধিকাংশ বড় মোবাইল নেটওয়ার্ক কোম্পানিগুলো মূলত তিনটি পদ্ধতি অনুসরণ করছে। ভেরিজোন[১৩] এবং এটি এন্ড টি[১৪] ইতমধ্যে ২০১৮ সালের মধ্যে বাণিজ্যিকভাবে মিলিমিটার তরঙ্গ ব্যবহারের ঘোষণা দিয়েছে। সফটব্যাংক, ২০১৬ সালে শুরু থেকে বৃহৎ পরিসরের এমআইএমও স্ব্যবহার করে আসছে। এছাড়াও স্প্রিন্ট, ২০১৮ সালে ২.৫ গিগাহার্জ (মিড-ব্যান্ড) ৫জি নেটওয়ার্ক প্রতিস্থাপনের ঘোষণা দিয়েছে। টি-মোবাইল ২০১৮ সালে যুক্তরাষ্ট্রের ৩০টি শহরে লো-ব্যান্ডের ৫জি প্রনয়নের ঘোষণা দিয়েছে। [১৫] চাইনা টেলিকম এর প্রাথমিক ধাপের ৫জি মিড-ব্যান্ডের হবে।[১৬]

২০১৭ সাল থেকে ৫জি এর বাস্তবায়ন স্যামসাং, ইন্টেল, কোয়ালকম, নোকিয়া, হুয়াওয়ে, এরিকসন, জেডটিই এবং অন্যান্য বেশ কয়েকটি প্রতিষ্ঠানের নেতৃত্বে পরিচালিত হচ্ছে।[১৭]  যদিও ২০২০ সাল নাগাদ ৫জি কে বাণিজ্যিকভাবে বিশ্বব্যাপী উপলভ্য করার পরিকল্পনা নেওয়া হয়েছে, তবে দক্ষিণ কোরিয়া ২০১৮ শীতকালীন অলিম্পিকের দর্শকদের ৫জি প্রনয়ন করিয়ে দেখিয়েছে।[১৮] ভেরিজোন যুক্তরাষ্ট্রের যে ৪টি শহরে ২০১৮ ফিক্সড ওয়্যারলেস এক্সেস ৫জি চালু করার পরিকল্পনা করছে সেগুলো হচ্ছে স্যাক্রামেন্টো, লস এঞ্জেলেস, ইন্ডিয়ানাপলিস এবং হিউস্টন। মোবাইল নেটওয়ার্ক অপারেটদের পাশাপাশি, শিল্পক্ষেত্রের আইওটি, এন্টারপ্রাইজ নেটওয়ার্কিং এবং জরুরি যোগাযোগের ক্ষেত্রে ব্যক্তিগত নেটওয়ার্ক হিসাবে ৫জি এর প্রয়োগের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করা হচ্ছে।[১৯]

ইতিহাস

২০১৮ সালের এপ্রিলে, নাসা ৫জি উদ্ভাবন করার জন্য জেফ ব্রাউন ও মেশিন-টু-মেশিন ইন্টেলিজেন্স (এম২এমআইও) কর্প এর সাথে অংশীদারি হয়। [২০]

  • ২০০৮ সালে, দক্ষিণ কোরিও আইবিজেএনজিটি এর “৫জি মোবাইল কমিউনিকেশন সিস্টেমস বেসদ অন বিম-ডিভিশন মাল্টিপল এক্সেস এন্ড রিলেস উইদ গ্রুপ কোওপারেশন” কার্যক্রম চালু হয় ।[২১]
  • ২০১২ সালের অগাস্টে, নিউ ইয়র্ক ইউনিভার্সিটি এনওয়াইইউ নামক একাধিক বিভাগের সমন্বয়ে গঠিত গবেষণা কেন্দ্র ৫জি এর ওপর কাজ শুরু করে।[২২][২৩]
  • ৮ই অক্টোবার ২০১২, যুক্তরাজ্যের সারি ইউনিভার্সিটি ৫জি গবেষণার জন্য ৩৫ মিলিয়ন ব্রিটিশ পাউন্ড এর তহবিল সংগ্রহ করে একটি গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠা করে যা ব্রিটিশ সরকারের ইউকে রিসার্চ ইনভেসমেন্ট ফান্ড ও হুয়াওয়ে, স্যামসং, টেলিফনিকা ইউরোপ, ফুজিতসু ল্যাবরেটরিজ ইউরোপ, রোডা এন্ড শোয়ার্জ এবং এয়ারকম ইন্টারন্যাশনাল সহ আরো অন্যতম মোবাইল অপারেটর এর সমন্বয়ে গঠিত কনসোর্টায়ামের দ্বারা গঠিত হয়। যেসব মোবাইল অপারেটররা এক দশকের মধ্যে কম শক্তি ও কম রেডিও স্পেক্ট্রাম করে ৪জি এর চেয়ে দ্রুততর গতি প্রদানের জন্য নতুন প্রযুক্তি উদ্ভাবনে আগ্রহী তাদেরকে এই গবেষণা কেন্দ্র বিভিন্ন সহায়তা প্রদান করবে।[২৪][২৫][২৬]
  • ১লা নভেম্বর ২০১২, ইইউ প্রজেক্ট “মোবাইল এন্ড ওয়্যারলেস কমিউনিকেশ্ন এনাব্লারস ফর টোয়েন্টি-টোয়েন্টি ইনফরমেশন সোসাইটি (Metis)” ৫জি সংজ্ঞা নিরুপনের লক্ষে তার কার্যকলাপ শুরু করে। METIS তার এইসব সিস্টেমের ওপর বৈশ্বিক ঐকমত্য অর্জন।[২৭]
  • এছাড়াও ২০১২ সালের নভেম্বর মাসে আইজোইন ইইউ প্রকল্প চালু করা হয়েছিল, focusing on "small cell" technology, which is of key importance for taking advantage of limited and strategic resources, such as the radio wave spectrum.. According to Günther Oettinger, the European Commissioner for Digital Economy and Society (2014–19), "an innovative utilization of spectrum" is one of the key factors at the heart of 5G success. Oettinger further described it as "the essential resource for the wireless connectivity of which 5G will be the main driver".[২৮] iJOIN was selected by the European Commission as one of the pioneering 5G research projects to showcase early results on this technology at the Mobile World Congress 2015 (Barcelona, Spain).
  • In February 2013, ITU-R Working Party 5D (WP 5D) started two study items: (1) Study on IMT Vision for 2020 and beyond, and; (2) Study on future technology trends for terrestrial IMT systems. Both aiming at having a better understanding of future technical aspects of mobile communications towards the definition of the next generation mobile.
  • ১২ মে ২০১৩ তারিখে, স্যামসাং ইলেকট্রনিক্স জানায় যে তারা একটি ৫ জি“ সিস্টেম তৈরি করেছে। মূল প্রযুক্তিটি ১০ গিগাবাইট পার সেকেন্ড এর বেশি গতি অর্জন করতে সক্ষম. In testing, the transfer speeds for the "5G" network sent data at 1.056 Gbit/s to a distance of up to 2 kilometres.with the use of an 8*8 MIMO.[২৯][৩০]
  • On 6 November 2013, Huawei announced plans to invest a minimum of $600 million into R&D for next generation 5G networks capable of speeds 100 times faster than modern LTE networks.[৩১]
  • In September 2014 "Millimeter Wave Wireless Communications"[৩২] authored by researcher: Theodore Rappaport (NYU), Robert Heath (UTAustin), Robert Daniels (UTAustin), and James Murdock (UTAustin).
  • On 7 July 2016 European Commissioner for Digital Economy and Society, Günther Oettinger received the 5G Manifesto for timely deployment of 5G in Europe which sets out industry recommendations on how the EU can support and foster 5G innovation and deployment, and timelines for 5G demonstrations and commercial deployment, signed by representatives of BT Group, Deutsche Telekom, Ericsson, Hutchison Whampoa Europe, Inmarsat, Nokia, Orange, Proximus, KPN, SES, Tele2, Telecom Italia, Telefónica, Telekom Austria, Telenor, Telia Company and Vodafone.[৩৩]
  • On 14 July 2016, the Federal Communications Commission (FCC) unanimously passed a proposal to free up vast amounts of new bandwidth in the underutilised high-band spectrum for the next generation of wireless communications (5G). The Spectrum Frontiers Proposal (SFP) will double the amount of millimeter-wave (mmWave) unlicensed spectrum to 14 GHz and create four times the amount of flexible, mobile-use spectrum the FCC has licensed to date.[৩৪]
  • On 17 October 2016, Qualcomm announced the first 5G modem, the Snapdragon X50, as the first commercial 5G mobile chipset.[৩৫][৩৬]
  • On 18 July 2017, the 28 telecom ministers of the EU and Norway signed a declaration of intent in Tallinn, Estonia, seeking "…to establish a common baseline on future 5G standards and confirm the willingness of member states to position Europe as the lead market for 5G."[৩৭]
  • ২০১৮ সালের ১লা জানুয়ারি, নো কিয়া ও রসটেলিকম স্কোকোভো ইনোভেশন সেন্টারে ৫জি এর পরীক্ষা শুরু করে।[৩৮]
  • ৯ই ফেব্রুয়ারি ২০১৮, দক্ষিণ কোরিয়ায় ২০১৮ শীতকালীন অলিম্পিকে পরীক্ষামূল্ক ভাবে ৫জি চালু করা হয়।[১৮][৩৯]
  • ২২ মার্চ ২০১৮ তারিখে, ইউরোপীয় ইউনিয়নের সংসদ সদস্যরা নতুন নেটওয়ার্কের জন্য জায়গা তৈরি করতে ২০২০ সালে মধ্যে ৩.৬ ও ২৬ গিগাহার্জ ব্যান্ড খুলে দেয়ার জন্য একটি চুক্তি স্বাক্ষর করে।[৪০]
  • ২ই এপ্রিল ২০১৮ তারিখে, যুক্তরাজ্যে ভোডাফোন ৩.৪ গিগাহার্জ তরঙ্গ ব্যবহার করে পরীক্ষামূলক ভাবে ৫জি চালু করে।[৪১]

টেলিভিশনের উপর প্রভাব

৫জি বিস্তৃত হওয়ার সাথে সাথে হুমকির মুখে পড়েছে প্রচলিত ব্যবস্থার টেলিভিশন সম্প্রচার শিল্প। সম্প্রচার জগতে আগামী দিনে টেলিভিশনের আধিপত্য কতটা টিকে থাকবে তা নিয়ে সংশয় আছে। ৫জি সম্প্রচার প্রযুক্তিকে কাজে লাগানোর ক্ষেত্রে টেলিভিশনের চেয়ে বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে।[৪২]

বাংলাদেশে ৫জি

১২ ডিসেম্বর ২০২১ তারিখে বাংলাদেশে টেলিটক পরীক্ষামূলকভাবে ৫জি চালু করে। ৫জি প্রযুক্তি গ্রাহকদের দ্রুতগতির ইন্টারনেট ও ভয়েস কলের পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবটিকস, বিগডাটা, ব্লকচেইন, আইওটি, হিউম্যান টু মেশিন, মেশিন টু মেশিন ইত্যাদি প্রযুক্তি ও ডিজিটাল ডিভাইস ব্যবহার করে ক্রিটিক্যাল মিশন সার্ভিস, স্মার্ট গ্রিড, স্মার্ট সিটি, স্মার্ট হোম, স্মার্ট ফ্যাক্টরি সুবিধা দেবে।[৪৩]

তথ্যসূত্র

পূর্বসূরী
চতুর্থ প্রজন্ম (৪জি)
মোবাইল টেলিফোনি প্রজন্মউত্তরসূরী
ষষ্ঠ প্রজন্ম (৬জি)
🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ