চেনচিনিয়েন

সিঙ্গাপুরের রাষ্ট্রপতি
(Tony Tan Keng Yam থেকে পুনর্নির্দেশিত)

চেনচিনিয়েন (সরলীকৃত চীনা: 陈庆炎; প্রথাগত চীনা: 陳慶炎, ইংরেজি: Tony Tan উচ্চারণঃ টনি ট্যান); হচ্ছেন ২০১১ পহেলা সেপ্টেম্বর থেকে দায়িত্ব পালন করে আসা সিঙ্গাপুরের সপ্তম রাষ্ট্রপতি। ১৯৪০ সালের ৭ই ফেব্রুয়ারি জন্ম নেয়া এই রাজনীতিবিদ ১৯৭৯ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত সংসদ সদস্য হওয়া থেকে দেশটির বিভিন্ন মন্ত্রলায়ের দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে তিনি প্রতিরক্ষা, বাণিজ্য, শিক্ষা এবং শিল্প ও বাণিজ্য মন্ত্রী ছিলেন। আশির দশকের শেষের দিকে সিঙ্গাপুরের প্রতিষ্ঠাতা ও জনক লি কুয়ান ইউ প্রধান মন্ত্রী পদে তার উত্তরাধিকারী হিসেবে চেনকে প্রথম পছন্দ হিসেবে উল্লেখিত করেন, কিন্তু যা চেন পরে প্রত্যাখ্যান করেন। [১]

চেনচিনিয়েন
陈庆炎
সিঙ্গাপুরের ৭ম রাষ্ট্রপতি
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
১লা সেপ্টেম্বর ২০১১
প্রধানমন্ত্রীলি সিয়েন লুং
পূর্বসূরীসেল্লাপান রামানাথান
সিঙ্গাপুরের ভারপ্রাপ্ত প্রধান্মন্ত্রী
কাজের মেয়াদ
১ আগস্ট ১৯৯৫ – ১ সেপ্টেম্বর ২০০৫
প্রধানমন্ত্রীগোহ চক টং
লি সিয়েন লুং
পূর্বসূরীঅং টেং চেওং
উত্তরসূরীঅং কান সেং
সিঙ্গাপুরের প্রতিরক্ষা মন্ত্রলালয়
কাজের মেয়াদ
১ আগস্ট ১৯৯৫ – ১ আগস্ট ২০০৩
সিঙ্গাপুরের শিক্ষা মন্ত্রলালয়
কাজের মেয়াদ
১ জানুয়ারি ১৯৮৫ – ২৯ ডিসেম্বর ১৯৯১
সিঙ্গাপুরের বাণিজ্য মন্ত্রলালয়
কাজের মেয়াদ
২৪ অক্টোবর ১৯৮৩ – ১ জানুয়ারি ১৯৮৫
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1940-02-07) ৭ ফেব্রুয়ারি ১৯৪০ (বয়স ৮৪)
সিঙ্গাপুর
রাজনৈতিক দলস্বাধীন (২০১১ – বর্তমান)
অন্যান্য
রাজনৈতিক দল
পিপলস অ্যাকশন পার্টি(Before 2011)
দাম্পত্য সঙ্গীম্যারি চী বী কিয়াং (m. 1964)
সন্তান৪ সন্তান (৩ পুত্র ও ১ কন্যা)
প্রাক্তন শিক্ষার্থীসিঙ্গাপুরের জাতীয় বিশ্ববিদ্যালয়
ম্যাসাচুসেট্‌স ইনস্টিটিউট অফ টেকনোলজি (এমআইটি)
এডিলেড বিশ্ববিদ্যালয়
জীবিকাগণিতবীদ, ব্যাংকার
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট

২০০৬ সালে সংসদ সদস্য থেকে সরে দাঁড়ানোর পরে তিনি সিঙ্গাপুরের সরকারি বিনিয়োগ সংস্থার (জিআইসি) ভারপ্রাপ্ত সভাপতি এবং সিঙ্গাপুর প্রেস হোল্ডিংস লিমিটেডের সভাপতির দায়িত্ব নেন। তিনি এসময় জাতীয় গবেষণা প্রতিষ্ঠানের সভাপতিরও দায়িত্ব পালন করেন। [২] কিন্তু ২০১১ সালের জুলাই মাসে তিনি এই রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য এ সকল পদ থেকে সরে দাঁড়ান। তিনি এই নির্বাচনে ৩৫.২০ শতাংশ ভোট পেয়ে বিজয় লাভ করেন, যা ছিল দ্বিতীয় প্রার্থীর চেয়ে ০.৩৪% বেশি। চেনচিনিয়েন ২০১১ সালের ১ সেপ্টেম্বর সিঙ্গাপুরের রাস্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন।[৩]

প্ররম্ভিক জীবন

চেনচিনিয়েন সেইন্ট পেট্রিকস স্কুল ও সেইন্ট জোসেপস ইন্সটিউট থেকে পড়াশোনা করেন। সরকারী বৃত্তি পাওয়ায় তিনি সিঙ্গাপুর বিশ্ববিদ্যালয় (বর্তমানে সিঙ্গাপুরের জাতীয় বিশ্ববিদ্যালয়) থেকে পদার্থ বিজ্ঞানে প্রথম শ্রেণীর সম্মাননা পান। তিনি ম্যাসাচুসেট্‌স ইনস্টিটিউট অফ টেকনোলজি বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রী (এমএস) নেন। তিনি পরে এডিলেড বিশ্ববিদ্যালয় থেকে ফলিত গণিতে পিএইচডি করেন।

চেনচিনিয়েন ও তার স্ত্রী

ব্যক্তিগত জীবনে চেনচিনিয়েন ১৯৬৪ সালে ম্যারি চী বী কিয়াং কে (চীনা: 徐美娟) বিয়ে। তিন ছেলে ও এক মেয় নিয়ে মোট চার সন্তানের পিতা-মাতা তারা।

তথ্যসূত্র

🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ