বিষয়বস্তুতে চলুন

চ্যাডউইক বোজম্যান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
চ্যাডউইক বোজম্যান
২০১৭ সালের স্যান ডিয়েগো কমিক-কনে বসম্যান
জন্ম
শ্যাডউইক অ্যারন বসম্যান

(১৯৭৬-১১-২৯)২৯ নভেম্বর ১৯৭৬
এন্ডারসন, সাউথ ক্যারোলাইনা, মার্কিন যুক্তরাষ্ট্র
মৃত্যু২৮ আগস্ট ২০২০(2020-08-28) (বয়স ৪৩)
লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র
মৃত্যুর কারণমলাশয়ের ক্যান্সার
মাতৃশিক্ষায়তনহাওয়ার্ড ইউনিভার্সিটি (বি.এফ.এ)
পেশাঅভিনেতা, পরিচালক, প্রযোজক
কর্মজীবন২০০০–২০২০

চ্যাডউইক অ্যারন বোজম্যান[১] (২৯ নভেম্বর ১৯৭৬[২] - ২৮ আগস্ট ২০২০[৩]) একজন মার্কিন অভিনেতা ছিলেন। তিনি ৪২ (২০১৩) চলচ্চিত্রে জ্যাকি রবিনসন, গেট অন আপ (২০১৪) চলচ্চিত্রে জেমস ব্রাউন এবং মার্শাল (২০১৭) চলচ্চিত্রে থারগুড মারশাল চরিত্রের মতো সত্যিকার-জীবনের ঐতিহাসিক ব্যক্তিত্বদের ভূমিকায় অভিনয়ের জন্য প্রসিদ্ধ। এছাড়া তিনি মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের চলচ্চিত্র ক্যাপ্টেন আমেরিকা: সিভিল ওয়ার (২০১৬), ব্ল্যাক প্যান্থারঅ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার (উভয়ই ২০১৮) এবং অ্যাভেঞ্জার্স: এন্ডগেম-এ ব্ল্যাক প্যান্থার-এর ভূমিকায় অভিনয়ের জন্যও সুপরিচিত। এছাড়াও তিনি টিভি ধারাবাহিক লিংকন হাইটস (২০০৮) ও পার্সোসন্স আননোয়েন (২০১০) এবং চলচ্চিত্র দ্য এক্সপ্রেস (২০০৮), ড্রাফ্ট ডে (২০১৪) ও ম্যাসেজ ফ্রম দ্য কিং (২০১৬)-তে অভিনয় করেন।

প্রারম্ভিক জীবন

বোজম্যান ১৯৭৬ সালের ২৯শে নভেম্বর দক্ষিণ ক্যালিফোর্নিয়ার অ্যান্ডারসন শহরে জন্মগ্রহণ করেন।[৪][৫][৬] তার পিতা লেরয় বোজম্যান এবং মাতা ক্যারোলিন।[৭] তারা দুজনেই আফ্রিকান মার্কিন ছিলেন।[৮] বোজম্যানের ভাষ্যমতে তার ডিএনএ পরীক্ষণের মাধ্যমে জানা যায় তার পূর্বপুরুষগণ সিয়েরা লিওনের ক্রিও জাতি, নাইজেরিয়ার ইয়োরুবা জাতি ও সিয়েরা লিওনের লিম্বা জাতির ছিলেন।[৯] তার মাতা একজন সেবিকা ছিলেন এবং পিতা টেক্সটাইল ফ্যাক্টরিতে কাজ করতেন।[১০] বোজম্যান ১৯৯৫ সালে টি.এল. হ্যানা হাই স্কুল থেকে মাধ্যমিক সম্পন্ন করেন।[১১] বিদ্যালয়ের থাকাকালীন তিনি তার প্রথম নাটক ক্রসরোড রচনা করেন এবং তার এক সহপাঠির গুলিতে মৃত্যু হওয়ার পর বিদ্যালয়ে তা মঞ্চস্থ করেন।[১০]

বোজম্যান ওয়াশিংটন, ডি.সি. শহরের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং সেখান থেকে ২০০০ সালে পরিচালনায় বিএফএ ডিগ্রি অর্জন করেন।[১১] ফিলিশিয়া রাশাদ তার একজন শিক্ষক ছিলেন, যিনি তার পরামর্শদাতা হন। রাশাদ বোজম্যান ও তার কয়েকজন সহপাঠি যাতে লন্ডনের ব্রিটিশ আমেরিকান ড্রামা একাডেমির অক্সফোর্ড মিড-সামার প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারেন সে জন্য তহবিল সংগ্রহ করেন। তারা সকলেই এই প্রোগ্রামের জন্য নির্বাচিত হয়েছিলেন।[১০]

পুরস্কার ও মনোনয়ন

বছরপুরস্কারবিভাগমনোনীত কর্মফলাফলসূত্র.
২০১৭স্যাটার্ন পুরস্কারশ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতাক্যাপ্টেন আমেরিকা: সিভিল ওয়ারমনোনীত[১২]
২০১৮এমটিভি মুভি ও টিভি পুরস্কারশ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতাব্ল্যাক প্যান্থারবিজয়ী[১৩]
শ্রেষ্ঠ বীরবিজয়ী
শ্রেষ্ঠ মারপিট (ব্ল্যাক প্যান্থার বনাম এম'বাকু)মনোনীত
শ্রেষ্ঠ পর্দা যুগল (লুপিটা ইয়ংও, লেটিশিয়া রাইটড্যানাই গুরিরা-এর সাথে)মনোনীত
স্যাটার্ন পুরস্কারশ্রেষ্ঠ অভিনেতামনোনীত[১৪]
২০১৯স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কারসেরা চলচ্চিত্র অভিনয়শিল্পীদলবিজয়ী[১৫]
এনএএসিপি ইমেজ অ্যাওয়ার্ডসসেরা চলচ্চিত্র অভিনেতাবিজয়ী[১৬]
বর্ষসেরা বিনোদনদাতামনোনীত
২০২০সেরা চলচ্চিত্র অভিনেতাটোয়েন্টি ওয়ান ব্রিজসমনোনীত[১৭]

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: প্রধান পাতাবিশেষ:অনুসন্ধানরবীন্দ্রনাথ ঠাকুর২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপকাজী নজরুল ইসলামবাংলাদেশ ডাক বিভাগশেখ মুজিবুর রহমানএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশছয় দফা আন্দোলনক্লিওপেট্রাবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভারতের সাধারণ নির্বাচন, ২০২৪আবহাওয়ামুহাম্মাদব্লু হোয়েল (খেলা)বাংলা ভাষাইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনবাংলা প্রবাদ-প্রবচনের তালিকাভারতভূমি পরিমাপবাংলা ভাষা আন্দোলনমহাত্মা গান্ধীমিয়া খলিফামৌলিক পদার্থের তালিকাবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলপহেলা বৈশাখপদ্মা সেতুলোকসভা কেন্দ্রের তালিকামাইকেল মধুসূদন দত্তসুনীল ছেত্রীবাংলাদেশের পলিটেকনিক ইনস্টিটিউটের তালিকাবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহআসসালামু আলাইকুমপশ্চিমবঙ্গবাংলাদেশে পালিত দিবসসমূহশেখ হাসিনাবাংলাদেশের শিক্ষামন্ত্রীজয়নুল আবেদিন