কেসি অ্যাফ্লেক

মার্কিন অভিনেতা

ক্যালেব কেসি ম্যাগুইয়ার অ্যাফ্লেক-বোল্ট (ইংরেজি: Caleb Casey McGuire Affleck-Boldt, যিনি কেসি অ্যাফ্লেক নামে পরিচিত, জন্ম: ১২ আগস্ট, ১৯৭৫) হলেন একজন মার্কিন অভিনেতা ও পরিচালক। তিনি ১৯৮৮ সালে পিবিএস-এর লেমন স্কাই টেলিভিশন চলচ্চিত্রে শিশু শিল্পী হিসেবে তার অভিনয় জীবন শুরু করেন। ১৯৯০ সালে তিনি দ্য কেনেডিজ অব ম্যাসাচুসেট্‌স মিনিসিরিজে অভিনয় করেন। পরবর্তীতে তিনি গুস ভ্যান স্যান্ট পরিচালিত তিনটি চলচ্চিত্র - টু ডাই ফর (১৯৯৫), গুড উইল হান্টিং (১৯৯৭) ও গেরি (২০০২) এবং স্টিভেন সোডারবার্গ পরিচালিত তিনটি হাস্যরসাত্মক চলচ্চিত্র - ওশান্‌স ইলেভেন (২০০১), ওশান টুয়েলভ (২০০৪) ও ওশান থার্টিন (২০০৭) এ অভিনয় করেন। তিনি প্রথম কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন স্টিভ বুসেমি পরিচালিত হাস্যরসাত্মক-নাট্য চলচ্চিত্র লোনসাম জিম (২০০৬) চলচ্চিত্রে।

কেসি অ্যাফ্লেক
Caleb Casey McGuire Affleck-Boldt
বিএফআই লন্ডন চলচ্চিত্র উৎসবে অ্যাফ্লেক, ২০১৬
জন্ম
ক্যালেব কেসি ম্যাগুইয়ার অ্যাফ্লেক-বোল্ট

(1975-08-12) ১২ আগস্ট ১৯৭৫ (বয়স ৪৮)
ফ্যালমাউথ, ম্যাসাচুসেট্‌স, যুক্তরাষ্ট্র
জাতীয়তামার্কিন
মাতৃশিক্ষায়তনজর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়
কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়
পেশাঅভিনেতা, পরিচালক
কর্মজীবন১৯৮৮-বর্তমান
উল্লেখযোগ্য কর্ম
পূর্ণ তালিকা
দাম্পত্য সঙ্গীসামার ফিনিক্স (বি. ২০০৬; বিচ্ছেদ. ২০১৭)
সন্তান
পিতা-মাতাটিমথি বায়ার্স অ্যাফ্লেক (পিতা)
ক্রিস্টোফার অ্যানি (মাতা)
আত্মীয়বেন অ্যাফ্লেক (ভাই)
পুরস্কারএকাডেমি পুরস্কার
গোল্ডেন গ্লোব পুরস্কার
বাফটা পুরস্কার

প্রাথমিক জীবন

কেসি অ্যাফ্লেক ১৯৭৫ সালের ১২ আগস্ট ফ্যালমাউথ, ম্যাসাচুসেট্‌স এ জন্মগ্রহণ করেন। তার পিতা টিমথি বায়ার্স অ্যাফ্লেক এবং মাতা ক্রিস্টোফার অ্যানি (বোল্ডট)।[১][২][৩] তার উপনাম "অ্যাফ্লেক" একটি স্কটিশ উপনাম।[৪] তার পূর্বপুরুষদের অনেকে ইংরেজ, আইরিশ, এবং সুইস।[৫][৬][৭][৮] তার মা র‍্যাডক্লিফ কলেজ এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করেছেন এবং একজন প্রাথমিক স্কুল শিক্ষক। তার বাবা বিভিন্ন সময় বিভিন্ন রকম কাজ করতেন, যেমন অটো মেকানিক,[৯][১০] কাঠমিস্ত্রী,[১১] বুকি,[১২][১৩] ইলেক্ট্রিশিয়ান,[১৪] বারটেন্ডার[১৫] ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের দ্বাররক্ষক।[১৬][১৭][১৮][১৯] ১৯৬০ সালের মাঝামাঝিতে তিনি থিয়েটার কোম্পানি অফ বোস্টন এর মঞ্চ ব্যবস্থাপক, পরিচালক, লেখক ও অভিনেতা হিসেবে কাজ করেন।[২০][২১][২২]

কর্মজীবন

অ্যাফ্লেক ২০০৭ সালে দুটি চলচ্চিত্রে অভিনয় করে সমাদৃত হন এবং সফলতা অর্জন করেন।[২৩] প্রথমটি হল পশ্চিমা ধারার দি অ্যাসাসিনেশন অব জেসি জেমস বাই দ্য কাওয়ার্ড রবার্ট ফোর্ড, এতে তিনি ব্র্যাড পিটের করা জেসি জেমসের বিপরীতে রবার্ট ফোর্ড চরিত্রে অভিনয় করেন।[২৪] অ্যাফ্লেক এই চরিত্রের জন্য একাধিকবার অডিশন দেন।[২৫] পরিচালক অ্যান্ড্রু ডমিনিক অ্যাফ্লেককে গেরি ছবিতে দেখার পর[২৬][২৭] তার সুন্দর-কণ্ঠের জন্য তাকে আংশিকভাবে নির্বাচন করেন।[২৮][২৯] দ্য নিউ ইয়র্ক টাইমস-এর ম্যানোহলা ডার্গিস অ্যাফ্লেকের অভিনয়ের সম্পর্কে লিখেন, "তার চরিত্রটিকে নির্বোধ এবং তাকে বুদ্ধিদীপ্ত ও চতুর মনে হয়েছে।"[৩০] একই রকমভাবে, ইউএসএ টুডে'র ক্লাউদিয়া পুইগ তাকে বাস্তবিক অর্থে প্রকাশক হিসেবে বর্ণনা করেছেন, "যিনি উপযুক্তরূপে চরিত্রটিকে নিজের করে নিয়েছেন।"[৩১] অন্যদিকে ভ্যারাইটি'র টড ম্যাকার্থি বলেন অ্যাফ্লেক "শঙ্কাপন্ন ও শারীরিকভাবে অপ্রস্তুত দুর্বল ব্যক্তি হিসেবে অমোচনীয় ছাপ তৈরি করেছেন।"[৩২] স্লেট ম্যাগাজিনের ড্যানা স্টিভেন্স বলেন, "চলচ্চিত্রটি অ্যাফ্লেকের, যিনি খুবই সাহসী ও অদ্ভুত অভিনয় দিয়ে নিজেকে ভেঙ্গে গড়েছেন।" অ্যাফ্লেক তার অভিনয়ের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে একাডেমি পুরস্কার, গোল্ডেন গ্লোব পুরস্কারস্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কারের মনোনয়ন লাভ করেন।

চলচ্চিত্রের তালিকা

চলচ্চিত্র

বছরচলচ্চিত্রের শিরোনামচরিত্রপরিচালকটীকা
১৯৯৫টু ডাই ফররাসেল হাইনেসগুস ভ্যান স্যান্ট
১৯৯৬রেস দ্য সানড্যানিয়েল ওয়েবস্টার
১৯৯৭চেজিং অ্যামিবাচ্চা
গুড উইল হান্টিংমরগ্যান ও'মালিগুস ভ্যান স্যান্ট
১৯৯৮ডেজার্ট ব্লুপিট কেপলার
১৯৯৯২০০ সিগারেটস্‌টম
অ্যামেরিকান পাইটম মেয়ারসক্রেডিট দেওয়া হয় নি
ফ্লোটিং
২০০০ড্রাউনিং মোনাববি ক্যালজোন
কমিটেডজে
হ্যামলেটফর্টিনব্রাস
অ্যাটেনশন শপার্সজেড
২০০১ওশান্‌স ইলেভেনভার্জিল ম্যালয়স্টিভেন সোডারবার্গ
অ্যামেরিকান পাই ২টম মেয়ারস
সোল সার্ভাইভার্সসীন
২০০২গেরিগেরিগুস ভ্যান স্যান্টচিত্রনাট্যকার
২০০৪ওশান্‌স টুয়েলভভার্জিল ম্যালয়স্টিভেন সোডারবার্গ
২০০৫লোনসাম জিমজিমস্টিভ বুসেমি
২০০৬দ্য লাস্ট কিসক্রিস
২০০৭ওশান্‌স থার্টিনভার্জিল ম্যালয়স্টিভেন সোডারবার্গ
দি অ্যাসাসিনেশন অব জেসি জেমস বাই দ্য কাওয়ার্ড রবার্ট ফোর্ডরবার্ট ফোর্ড
গন বেবি গনপ্যাট্রিক কেঞ্জি
২০১০দ্য কিলার ইনসাইড মিলু ফোর্ড
আই অ্যাম স্টিল হিয়ারনিজেকেসি অ্যাফ্লেকপ্রযোজক, লেখক, চিত্রগ্রাহক ও চিত্রসম্পাদক
২০১১টাওয়ার হেইস্টচার্লি গিবস
২০১২প্যারানরম্যানমিচ ডাউনিকণ্ঠ
২০১৩এইন্ট দেম বডিজ সেন্ট্‌সবব মুলডুন
আউট অফ দ্য ফার্নেসরোডনি বেজ, জুনিয়র
২০১৪ইন্টারস্টেলারটম কুপারক্রিস্টোফার নোলান
২০১৫ইউনিটিবর্ণনাকারীপ্রামাণ্য চিত্র
২০১৬ম্যানচেস্টার বাই দ্য সীলি চ্যান্ডলার
দ্য ফাইনেস্ট আউয়ার্সরে সিবার্ট
ট্রিপল নাইনক্রিস অ্যালেন
২০১৭আ ঘোস্ট স্টোরিসি
২০১৮দি ওল্ড ম্যান অ্যান্ড দ্য গানজন হান্ট
২০১৯লাইট অফ মাই লাইফড্যাডকেসি অ্যাফ্লেকলেখক ও পরিচালক
দ্য ফ্রেন্ডম্যাথু টিগনির্মাণ-উত্তর

টেলিভিশন

বছরশিরোনামচরিত্রটীকা
১৯৮৮লেমন স্কাইজেরিটেলিভিশন চলচ্চিত্র
১৯৯০দ্য কেনেডিজ অফ ম্যাসাচুসেট্‌সরবার্ট কেনেডিটিভি মিনি সিরিজ
২০১০দ্য এয়ার ওয়ারজো আর্মানিনিকণ্ঠ
২০১৬স্যাটারডে নাইট লাইভক্রিসপর্ব:কেসি অ্যাফ্লেক

পুরস্কার

একাডেমি পুরস্কার
বছরপুরস্কারের বিভাগচলচ্চিত্রফলাফল
২০০৮শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতাদ্য অ্যাসাসিনেশন অব জেসি জেমস বাই দ্য কাওয়ার্ড রবার্ট ফোর্ডমনোনীত
২০১৭শ্রেষ্ঠ অভিনেতাম্যানচেস্টার বাই দ্য সীবিজয়ী
গোল্ডেন গ্লোব পুরস্কার
বছরপুরস্কারের বিভাগচলচ্চিত্রফলাফল
২০০৮সেরা পার্শ্ব অভিনেতা - চলচ্চিত্রদি অ্যাসাসিনেশন অব জেসি জেমস বাই দ্য কাওয়ার্ড রবার্ট ফোর্ডমনোনীত
২০১৭সেরা অভিনেতা - নাট্য চলচ্চিত্রম্যানচেস্টার বাই দ্য সীবিজয়ী
বাফটা পুরস্কার
বছরপুরস্কারের বিভাগচলচ্চিত্রফলাফল
২০১৭সেরা প্রধান চরিত্রে অভিনেতাম্যানচেস্টার বাই দ্য সীবিজয়ী

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ