নাট্যধর্মী চলচ্চিত্রে শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কার

বাৎসরিক পুরস্কার

নাট্যধর্মী চলচ্চিত্রে শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কার হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশন কর্তৃক প্রদত্ত বাৎসরিক গোল্ডেন গ্লোব পুরস্কারের একটি বিভাগ, যা বছরের সেরা নাট্যধর্মী চলচ্চিত্রের অভিনেতাদের প্রদান করা হয়। ১৯৪৪ সাল থেকে এই চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হয়ে আসছে। প্রথমে সেরা অভিনেতার জন্য একটি পুরস্কার প্রদান করা হত, পরে ১৯৫১ সাল থেকে নাট্যধর্মী এবং সঙ্গীতধর্মী বা হাস্যরসাত্মক চলচ্চিত্রের অভিনেতার জন্য আলাদা দুটি পুরস্কার প্রদান শুরু হয়।

নাট্যধর্মী চলচ্চিত্রে শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কার
২০২৩-এর বিজয়ী: কিলিয়ান মার্ফি
বিবরণনাট্যধর্মী চলচ্চিত্রের সেরা অভিনেতা
অবস্থানযুক্তরাষ্ট্র
পুরস্কারদাতাহলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশন
প্রথম পুরস্কৃত১৯৪৪
সর্বশেষ পুরস্কৃত২০২৪
বর্তমানে আধৃতকিলিয়ান মার্ফি
অপেনহাইমার (২০২৩)
ওয়েবসাইটgoldenglobes.com

শুরু থেকেই এই বিভাগের নামটিতে ভিন্নতা দেখা গেছে। ২০০৫ সালে এই বিভাগটিকে দাপ্তরিকভাবে "নাট্যধর্মী চলচ্চিত্রে অভিনেতার শ্রেষ্ঠ অভিনয়" হিসেবে নামকরণ করা হয়। ২০১৩ সাল থেকে এটি "নাট্যধর্মী চলচ্চিত্রে শ্রেষ্ঠ অভিনেতা" হিসেবে পরিচিত।

সর্বাধিক তিনবার করে এই পুরস্কার অর্জন করেন টম হ্যাঙ্কস, জ্যাক নিকোলসনড্যানিয়েল ডে লুইস। এছাড়া গ্রেগরি পেক, মার্লোন ব্র্যান্ডো, ডাস্টিন হফম্যান, পিটার ওটুল, আল পাচিনো, জন ভইটলিওনার্দো ডিক্যাপ্রিও দুইবার করে এই পুরস্কার অর্জন করেন। সর্বাধিক দশবার এই পুরস্কারের মনোনয়ন পেয়েছেন আল পাচিনো। সাম্প্রতিক পুরস্কার বিজয়ী কিলিয়ান মার্ফি অপেনহাইমার (২০২৩) চলচ্চিত্রে অভিনয়ের জন্য এই পুরস্কার লাভ করেন।[১]

বিজয়ী ও মনোনীতদের তালিকা

নিচের তালিকায় প্রথমোক্ত শিরোনামসমূহ বিজয়ী নির্দেশ করে। বিজয়ী চিত্রনাট্যকারদের নাম গাঢ় বর্ণে দেওয়া আছে এবং যেগুলো গাঢ় নয় সেগুলো মনোনয়ন নির্দেশ করে। তালিকায় প্রদত্ত বছরসমূহ চলচ্চিত্র মুক্তির বছর হিসেবে বিবেচিত, পুরস্কারের আয়োজনের বছর নয়। পুরস্কারের আয়োজন সাধারণত পরের বছরে হয়ে থাকে।

পল লুকাস ওয়াচ অন দ্য রাইন (১৯৪৩)-এ অভিনয়ের জন্য এই পুরস্কার লাভ করেন।
আলেকজান্ডার নক্স উইলসন (১৯৪৩) চলচ্চিত্রে উড্রো উইলসন চরিত্রে অভিনয়ের জন্য এই পুরস্কার লাভ করেন।
রে মিলান্ড দ্য লস্ট উইকেন্ড (১৯৪৫)-এ অভিনয়ের জন্য এই পুরস্কার লাভ করেন।
গ্রেগরি পেক দ্য ইয়ারিং (১৯৪৬) ও টু কিল আ মকিংবার্ড (১৯৬২) চলচ্চিত্রে অভিনয়ের জন্য দুইবার এই পুরস্কার লাভ করেন।
রোনাল্ড কলম্যান আ ডাবল লাইফ (১৯৪৭) চলচ্চিত্রে অভিনয়ের জন্য এই পুরস্কার লাভ করেন।
লরন্স অলিভিয়ে হ্যামলেট (১৯৪৮)-এ অভিনয়ের জন্য এই পুরস্কার লাভ করেন।
ব্রডরিক ক্রফোর্ড অল দ্য কিংস ম্যান (১৯৪৯) চলচ্চিত্রে অভিনয়ের জন্য এই পুরস্কার লাভ করেন।
হোসে ফেরার সিরানো দ্য বের্জরাক (১৯৫০) চলচ্চিত্রে অভিনয়ের জন্য এই পুরস্কার লাভ করেন।
ফ্রেড্রিক মার্চ ডেথ অব আ সেলসম্যান (১৯৫১) চলচ্চিত্রে অভিনয়ের জন্য এই পুরস্কার লাভ করেন।
গ্যারি কুপার হাই নুন (১৯৫২) চলচ্চিত্রে অভিনয়ের জন্য এই পুরস্কার লাভ করেন।
সিডনি পোয়াটিয়ে লিলিজ অব দ্য ফিল্ড (১৯৬৩) চলচ্চিত্রের অভিনয়ের জন্য এই পুরস্কার লাভ করেন।
জ্যাক নিকোলসন চায়নাটাউন (১৯৭৪), ওয়ান ফ্লু ওভার দ্য কুকুস নেস্ট (১৯৭৫) ও অ্যাবাউট স্মিট (২০০২) চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনবার এই পুরস্কার লাভ করেন।
ডাস্টিন হফম্যান ক্রেমার ভার্সাস ক্রেমার (১৯৭৯) ও রেইন ম্যান (১৯৮৮) চলচ্চিত্রে অভিনয়ের জন্য দুইবার এই পুরস্কার লাভ করেন।
রবার্ট ডি নিরো রেজিং বুল চলচ্চিত্রে অভিনয়ের জন্য এই পুরস্কার লাভ করেন।
বেন কিংসলি গান্ধী (১৯৮২) চলচ্চিত্রে মহাত্মা গান্ধী চরিত্রে অভিনয়ের জন্য এই পুরস্কার লাভ করেন।
মাইকেল ডগলাস ওয়াল স্ট্রিট (১৯৮৭)-এ অভিনয়ের জন্য এই পুরস্কার লাভ করেন।
জেরেমি আয়রন্স রিভার্সাল অব ফরচুন (১৯৯০)-এ ক্লাউস ফন বুলো চরিত্রে অভিনয়ের জন্য এই পুরস্কার লাভ করেন।
টম হ্যাঙ্কস ফিলাডেলফিয়া (১৯৯৩), ফরেস্ট গাম্প (১৯৯৪) ও ক্যাস্ট অ্যাওয়ে (২০০০) চলচ্চিত্রে অভিনয়ের জন্য টানা তিনবার এই পুরস্কার লাভ করেন।
ডেনজেল ওয়াশিংটন দ্য হ্যারিকেন (১৯৯৯)-এ অভিনয়ের জন্য এই পুরস্কার লাভ করেন।
রাসেল ক্রো আ বিউটিফুল মাইন্ড (২০০১) চলচ্চিত্রে অভিনয়ের জন্য পুরস্কৃত হন।
শন পেন মিস্টিক রিভার (২০০৩) চলচ্চিত্রে অভিনয়ের জন্য পুরস্কৃত হন।
লিওনার্দো ডিক্যাপ্রিও দি অ্যাভিয়েটর (২০০৪) চলচ্চিত্রে হাওয়ার্ড হিউজদ্য রেভেন্যান্ট (২০১৫) চলচ্চিত্রে হিউ গ্লাস চরিত্রে অভিনয়ের জন্য দুইবার পুরস্কৃত হন।
ফিলিপ সিমোর হফম্যান ক্যাপোট (২০০৫) চলচ্চিত্রে অভিনয়ের জন্য পুরস্কৃত হন।
ফরেস্ট হুইটেকার দ্য লাস্ট কিং অব স্কটল্যান্ড (২০০৬) চলচ্চিত্রে ইদি আমিন চরিত্রে অভিনয়ের জন্য দুইবার পুরস্কৃত হন।
ড্যানিয়েল ডে-লুইস দেয়ার উইল বি ব্লাড (২০০৭) ও লিংকন (২০১২) চলচ্চিত্রে অভিনয়ের জন্য দুইবার পুরস্কৃত হন।
মিকি রুর্ক দ্য রেসলার (২০০৮) চলচ্চিত্রে অভিনয়ের জন্য পুরস্কৃত হন।
জেফ ব্রিজেস ক্রেজি হার্ট (২০০৯) চলচ্চিত্রে অভিনয়ের জন্য পুরস্কৃত হন।
কলিন ফার্থ দ্য কিংস স্পিচ (২০১০) চলচ্চিত্রে রাজা ষষ্ঠ জর্জ] চরিত্রে অভিনয়ের জন্য পুরস্কৃত হন।
জর্জ ক্লুনি দ্য ডিসেন্ড্যান্টস্‌ (২০১১)-এ অভিনয়ের জন্য পুরস্কৃত হন।
ম্যাথু ম্যাকনাহে ডালাস বায়ার্স ক্লাব (২০১৩) চলচ্চিত্রে রন উডরুফ চরিত্রে অভিনয়ের জন্য পুরস্কৃত হন।
এডি রেডমেইন দ্য থিওরি অব এভরিথিং (২০১৪) চলচ্চিত্রে স্টিভেন হকিং চরিত্রে অভিনয়ের জন্য পুরস্কৃত হন।
কেসি অ্যাফ্লেক ম্যানচেস্টার বাই দ্য সি (২০১৬) চলচ্চিত্রে লি চ্যান্ডলার চরিত্রে অভিনয়ের জন্য পুরস্কৃত হন।
গ্যারি ওল্ডম্যান ডার্কেস্ট আওয়ার (২০১৭)-এ উইনস্টন চার্চিল চরিত্রে অভিনয়ের জন্য পুরস্কৃত হন।
রামি মালেক বোহিমিয়ান র‍্যাপসোডি (২০১৮) চলচ্চিত্রে অভিনয়ের জন্য পুরস্কৃত হন।
হোয়াকিন ফিনিক্স জোকার (২০১৯)-এ অভিনয়ের জন্য পুরস্কৃত হন।
চ্যাডউইক বোজম্যান মা রেইনিস ব্ল্যাক বটম (২০২০) চলচ্চিত্রে অভিনয়ের জন্য মরণোত্তর পুরস্কৃত হন।
উইল স্মিথ কিং রিচার্ড (২০২১) চলচ্চিত্রে অভিনয়ের জন্য পুরস্কৃত হন।
অস্টিন বাটলার এলভিস (২০২২) চলচ্চিত্রে এলভিস প্রেসলি চরিত্রে অভিনয়ের জন্য পুরস্কৃত হন।

১৯৪০-এর দশক

বছরঅভিনেতাভূমিকাচলচ্চিত্রসূত্র.
১৯৪৩পল লুকাসকার্ট মুলারওয়াচ অন দ্য রাইন[২]
১৯৪৪আলেকজান্ডার নক্সউড্রো উইলসনউইলসন[৩]
১৯৪৫রে মিলান্ডডন বারন্যামদ্য লস্ট উইকেন্ড[৪]
১৯৪৬গ্রেগরি পেকপেনি ব্যাক্সটারদ্য ইয়ার্লিং[৫]
১৯৪৭রোনাল্ড কলম্যানঅ্যান্থনি জনআ ডাবল লাইফ[৬]
১৯৪৮লরন্স অলিভিয়েযুবরাজ হ্যামলেটহ্যামলেট[৭]
১৯৪৯ব্রডরিক ক্রফোর্ডউইলি স্টার্কঅল দ্য কিংস ম্যান[৮]
রিচার্ড টডলাচলান "লাচি" ম্যাকলাচলানদ্য হ্যাস্টি হার্ট

১৯৫০-এর দশক

বছরঅভিনেতাভূমিকাচলচ্চিত্রসূত্র.
১৯৫০হোসে ফেরারসিরানো দ্য বের্জরাকসিরানো দ্য বের্জরাক[৯]
জেমস স্টুয়ার্টএলউড পি. ডডহার্ভি
লুইস ক্যালহার্নঅলিভার ওয়েন্ডেল হোমসদ্য ম্যাগনিফিসেন্ট ইয়াঙ্কি
১৯৫১ফ্রেড্রিক মার্চউইলি লোম্যানডেথ অব আ সেলসম্যান[১০]
আর্থার কেনেডিল্যারি নেভিন্সব্রাইট ভিক্টরি
কার্ক ডগলাসডিটেকটিভ জেমস ম্যাকলেওডডিটেকটিভ স্টোরি
১৯৫২গ্যারি কুপারমার্শাল উইল কেনহাই নুন[১১]
শার্ল বোয়ায়েজাক বোনারদ্য হ্যাপি টাইম
রে মিলান্ডঅ্যালান ফিল্ডসদ্য থিফ
১৯৫৩স্পেন্সার ট্রেসিক্লিনটন জোন্সদি অ্যাক্ট্রেস[১২]
১৯৫৪মার্লোন ব্র্যান্ডোটেরি ম্যালয়অন দ্য ওয়াটারফ্রন্ট[১৩]
১৯৫৫আর্নেস্ট বোর্গনাইনমার্টি পিলেত্তিমার্টি[১৪]
১৯৫৬কার্ক ডগলাসভিনসেন্ট ভ্যান গখলাস্ট অব লাইফ[১৫]
কার্ল মালডেনআর্চি লি মেইগানবেবি ডল
গ্যারি কুপারজেস বার্ডওয়েলফ্রেন্ডলি পারসুয়েশন
চার্লটন হেস্টনমোজেসদ্য টেন কমান্ডমেন্টস্‌
বার্ট ল্যাঙ্কেস্টারবিল স্টারবাকদ্য রেইনমেকার
১৯৫৭অ্যালেক গিনেসকর্নেল নিকলসনদ্য ব্রিজ অন দ্য রিভার কাওয়াই[১৬]
অ্যান্থনি ফ্রান্সিয়োসাপোলো পোপআ হ্যাটফুল অব রেইন
চার্লস লটনস্যার উইলফ্রিড রবার্টসউইটনেস ফর দ্য প্রসিকিউশন
মার্লোন ব্র্যান্ডোমেজর লয়েড "এইস" গ্রুভারসায়োনারা
হেনরি ফোর্ডডেভিসটুয়েলভ অ্যাংরি ম্যান
১৯৫৮ডেভিড নিভনমেজর পোলকসেপারেট টেবলস্‌[১৭]
টনি কার্টিসজন "জোকার" জ্যাকসনদ্য ডিফায়্যান্ট ওয়ানস্‌
রবার্ট ডোনাটইয়াং চেঙ্গের ম্যান্ডারিনদি ইন অব দ্য সিক্সথ হ্যাপিনেস
সিডনি পোয়াটিয়েনোয়া কুলেনদ্য ডিফায়্যান্ট ওয়ানস্‌
স্পেন্সার ট্রেসিবৃদ্ধদ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি
১৯৫৯অ্যান্থনি ফ্রান্সিয়োসাস্যাম লসনক্যারিয়ার[১৮]
চার্লটন হেস্টনজুডা বেন-হারবেন-হার
জোসেফ শিল্ডক্রাউটঅটো ফ্রাংকদ্য ডায়েরি অব আন ফ্রাংক
ফ্রেড্রিক মার্চজেরি কিংসলিমিডল অব দ্য নাইট
রিচার্ড বার্টনজিমি পর্টারলুক ব্যাক ইন অ্যাঙ্গার

১৯৬০-এর দশক

বছরঅভিনেতাভূমিকাচলচ্চিত্রসূত্র.
১৯৬০বার্ট ল্যাঙ্কেস্টারএলমার গ্র্যান্টিএলমার গ্র্যান্টি[১৯]
ট্রেভর হাওয়ার্ডওয়াল্টার মরেলসন্স অ্যান্ড লাভার্স
ডিন স্টকওয়েলপল মোরেল
লরন্স অলিভিয়েআর্চি রাইসদি এন্টারটেইনার
স্পেন্সার ট্রেসিহেনরি ড্রামন্ডইনহেরিট দ্য উইন্ড
১৯৬১ম্যাক্সিমিলিয়ান শেলহান্স রোল্‌ফজাজমেন্ট অ্যাট নুরেমবার্গ[২০]
ওয়ারেন বেটিবাড স্ট্যাম্পারস্প্লেন্ডর ইন দ্য গ্লাস
পল নিউম্যানএডি ফেলসনদ্য হাসলার
মোরিস শ্যভালিয়েপানিসফ্যানি
সিডনি পোয়াটিয়েওয়াল্টার লি ইয়ঙ্গারআ রাইজিন ইন দ্য সান
১৯৬২গ্রেগরি পেকঅ্যাটিকাস ফিঞ্চটু কিল আ মকিংবার্ড[২১]
অ্যান্থনি কুইনঅদা আবু তায়ীলরেন্স অব অ্যারাবিয়া
জ্যাক লেমনজো ক্লেডেজ অব ওয়াইন অ্যান্ড রোজেস
জেমস মেসানহুম্বার্টলোলিতা
পল নিউম্যানচান্স ওয়েনসুইট বার্ড অব ইয়থ
পিটার ওটুলটি. ই. লরেন্সলরেন্স অব অ্যারাবিয়া
বার্ট ল্যাঙ্কেস্টাররবার্ট ফ্র্যাংকলিন স্ট্রোডবার্ডম্যান অব অ্যালকাট্রেজ
লরেন্স হার্ভিভিলহেল্ম গ্রিমদ্য ওয়ান্ডারফুল ওয়ার্ল্ড অব দ্য ব্রাদার্স গ্রিম
১৯৬৩সিডনি পোয়াটিয়েহোমার স্মিথলিলিস অব দ্য ফিল্ড[২২]
গ্রেগরি পেকক্যাপ্টেন জোসিয়া নিউম্যানক্যাপ্টেন নিউম্যান, এম.ডি.
টম ট্রিয়নস্টিভেন ফার্ময়েলদ্য কার্ডিনাল
পল নিউম্যানহাড ব্যাননহাড
মার্লোন ব্র্যান্ডোহ্যারিসন কার্টার ম্যাকহোয়াইটদি আগলি আমেরিকান
রেক্স হ্যারিসনজুলিয়াস সিজারক্লিওপেট্রা
স্ট্রাথিস জিয়ালেলিসস্ট্রাভ্রস টপোজগ্লোআমেরিকা আমেরিকা
স্টিভ ম্যাকুইনরকি পাপাসানোলাভ উইথ দ্য প্রপার স্ট্রেঞ্জার
১৯৬৪পিটার ওটুলইংল্যান্ডের দ্বিতীয় হেনরিবেকেট[২৩]
অ্যান্থনি কুইনআলেক্সিস জোরবাজোরবা দ্য গ্রিক
অ্যান্থনি ফ্রান্সিয়োসাহুয়ান লুইস রদ্রিগেজরিও কঞ্চোস
ফ্রেড্রিক মার্চপ্রেসিডেন্ট লাইম্যানসেভেন ডেজ ইন মে
রিচার্ড বার্টনটমাস বেকেটবেকেট
১৯৬৫ওমর শরিফইউরি আন্দ্রিয়েভিচ ঝিভাগোডক্টর ঝিভাগো[২৪]
অস্কার ভের্নারউইলি শুমানশিপ অব ফুলস
রড স্টাইগারসল নাজারম্যানদ্য পনব্রোকার
রেক্স হ্যারিসনপোপ দ্বিতীয় জুলিয়াসদি অ্যাগনি অ্যান্ড দি একস্টেসি
সিডনি পোয়াটিয়েগর্ডন রাফআ প্যাচ অব ব্লু
১৯৬৬পল স্কোফিল্ডস্যার টমাস মুরআ ম্যান ফর অল সিজনস্‌[২৫]
ম্যাক্স ভন সিডোরেভারেন্ড অ্যাবনার হেলহাওয়াই
মাইকেল কেইনআলফি এলকিন্সআলফি
রিচার্ড বার্টনজর্জহুজ অ্যাফ্রেইড অব ভার্জিনিয়া উল্‌ফ
স্টিভ ম্যাককুইনজেক হলম্যানদ্য স্যান্ড পেবলস্‌
১৯৬৭রড স্টাইগারবিল গিলেস্পিইন দ্য হিট অব দ্য নাইট[২৬]
অ্যালান বেট্‌সগ্যাব্রিয়েল ওকফার ফ্রম দ্য ম্যাডিং ক্রাউড
ওয়ারেন বেটিক্লাইড ব্যারোবনি অ্যান্ড ক্লাইড
পল নিউম্যানলুকাস "কুল হ্যান্ড লুক" জ্যাকসনকুল হ্যান্ড লুক
সিডনি পোয়াটিয়েডিটেকটিভ ভার্জিল টিবসইন দ্য হিট অব দ্য নাইট
স্পেন্সার ট্রেসিম্যাট ড্রেটনগেজ হুজ কামিং টু ডিনার
১৯৬৮পিটার ওটুলইংল্যান্ডের দ্বিতীয় হেনরিদ্য লায়ন ইন উইন্টার[২৭]
অ্যালান আর্কিনজন সিঙ্গারদ্য হার্ট ইজ আ লোনলি হান্টার
অ্যালান বেট্‌সইয়াকভ বকদ্য ফিক্সার
ক্লিফ রবার্টসনচার্লি গর্ডনচার্লি
টনি কার্টিসআলবার্ট ডিসালভোদ্য বোস্টন স্ট্রেংলার!
১৯৬৯জন ওয়েনরুস্টার কগবার্নট্রু গ্রিট[২৮]
অ্যালান আর্কিনআব্রাহাম "পপি" রদ্রিগেজপপি
জন ভইটজো বাকমিডনাইট কাউবয়
ডাস্টিন হফম্যানএনরিকো সালভাতোর রিজ্জো
রিচার্ড বার্টনইংল্যান্ডের রাজা অষ্টম হেনরিঅ্যান অব দ্য থাউজেন্ড ডেজ

১৯৭০-এর দশক

বছরঅভিনেতাভূমিকাচলচ্চিত্রসূত্র.
১৯৭০জর্জ সি. স্কটজর্জ এস. প্যাটনপ্যাটন[২৯]
জেমস আর্ল জোন্সজ্যাক জেফারসনদ্য গ্রেট হোয়াইট হোপ
জ্যাক নিকোলসনরবার্ট এরোইকা ডুপিয়াফাইভ ইজি পিসেস
মেলভিন ডগলাসটম গ্যারিসনআই নেভার স্যাং ফর মাই ফাদার
রায়ান ওনিলচতুর্থ অলিভার বেরেটলাভ স্টোরি
১৯৭১জিন হ্যাকম্যানজিমি পপাই ডয়েলদ্য ফ্রেঞ্চ কানেকশন[৩০]
জর্জ সি. স্কটডক্টর হার্বার্ট বকদ্য হসপিটাল
জ্যাক নিকোলসনজোনাথন ফুয়ের্স্টকার্নাল নলেজ
পিটার ফিঞ্চডক্টর ড্যানিয়েল হার্শসানডে ব্লাডি সানডে
ম্যালকম ম্যাকডাওয়েলঅ্যালেক্স ডিলার্জআ ক্লকওয়ার্ক অরেঞ্জ
১৯৭২মার্লোন ব্র্যান্ডোভিটো করলেওনেদ্য গডফাদার[৩১]
আল পাচিনোমাইকেল করলেওনেদ্য গডফাদার
জন ভইটএডডেলিভারেন্স
মাইকেল কেইনমিলো টিন্ডলস্লেউথ
লরন্স অলিভিয়েঅ্যান্ড্রু ওয়াইক
১৯৭৩আল পাচিনোফ্রাঙ্ক সারপিসোসারপিসো[৩২]
জ্যাক লেমনহ্যারি স্টোনারসেভ দ্য টাইগার
জ্যাক নিকোলসনবিলি এল. বাডাস্কিদ্য লাস্ট ডিটেইল
রবার্ট ব্লেকজন উইন্টারগ্রিনইলেক্ট্রা গ্লাইড ইন ব্লু
স্টিভ ম্যাকুইনহেনরি "প্যাপিলন" শারিয়েরপ্যাপিলন
১৯৭৪জ্যাক নিকোলসনজ্যাক গিটিসচায়নাটাউন[৩৩]
আল পাচিনোমাইকেল করলেওনেদ্য গডফাদার পার্ট ২
জিন হ্যাকম্যানহ্যারি কাউলদ্য কনভারসেশন
জেমস কানএক্সেল ফ্রিডদ্য গ্যাম্বলার
ডাস্টিন হফম্যানলেনি ব্রুসলেনি
১৯৭৫জ্যাক নিকোলসনর‍্যান্ডল ম্যাকমার্ফিওয়ান ফ্লু ওভার দ্য কুকুস নেস্ট[৩৪]
আল পাচিনোসনি ওরৎজিকডগ ডে আফটারনুন
জিন হ্যাকম্যানজিমি "পপাই" ডয়েলফ্রেঞ্চ কানেকশন টু
জেমস হোয়াইটমোরহ্যারি এস. ট্রুম্যানগিভ এম হেল, হ্যারি!
ম্যাক্সিমিলিয়ান শেলআর্থার গোল্ডম্যানদ্য ম্যান ইন দ্য গ্লাস বুথ
১৯৭৬পিটার ফিঞ্চহাওয়ার্ড বিলিনেটওয়ার্ক[৩৫]
ডাস্টিন হফম্যান"বেব" লেভিম্যারাথন ম্যান
ডেভিড ক্যারাডাইনউডি গুথ্রিবাউন্ড ফর গ্লোরি
রবার্ট ডি নিরোট্রেভিস বিকলট্যাক্সি ড্রাইভার
সিলভেস্টার স্ট্যালোনরকি বালবোয়ারকি
১৯৭৭রিচার্ড বার্টনমার্টিন ডাইসার্টইকুয়াস[৩৬]
আল পাচিনোববি ডিয়ারফিল্ডববি ডিয়ারফিল্ড
গ্রেগরি পেকডগলাস ম্যাকআর্থারম্যাকআর্থার
মারচেল্লো মাস্ত্রোইয়ান্নিগাব্রিয়েলআ স্পেশাল ডে
হেনরি উইঙ্কলারজ্যাক ডানহিরোজ
১৯৭৮জন ভইটলুক মার্টিনকামিং হোম[৩৭]
অ্যান্থনি হপকিন্সকর্কি উইদার্স / "ফ্যাটস"ম্যাজিক
গ্রেগরি পেকডক্টর জোসেফ মেঙ্গেলিদ্য বয়েজ ফ্রম ব্রাজিল
ব্র্যাড ডেভিসবিলি হেইসমিডনাইট এক্সপ্রেস
রবার্ট ডি নিরোমাইকেল ভ্রন্‌স্কিদ্য ডিয়ার হান্টার
১৯৭৯ডাস্টিন হফম্যানটেড ক্রেমারক্রেমার ভার্সাস ক্রেমার[৩৮]
আল পাচিনোআর্থার কার্কল্যান্ড...অ্যান্ড জাস্টিস ফর অল
জ্যাক লেমনজ্যাক গোডেলদ্য চায়না সিনড্রোম
জন ভইটবিলি ফ্লিনদ্য চ্যাম্প
জেমস উডসগ্রেগরি পাওয়েলদি অনিয়ন ফিল্ড

১৯৮০-এর দশক

বছরঅভিনেতাভূমিকাচলচ্চিত্রসূত্র.
১৯৮০রবার্ট ডি নিরোজ্যাক লামত্তারেজিং বুল[৩৯]
জন হার্টজন মেরিকদি এলিফ্যান্ট ম্যান
জ্যাক লেমনস্কটি টেমপ্লেশনট্রিবিউট
ডোনাল্ড সাদারল্যান্ডক্যালভিন জ্যারেটঅর্ডিনারি পিপল
পিটার ওটুলএলি ক্রসদ্য স্টান্ট ম্যান
১৯৮১হেনরি ফন্ডানরম্যান থায়ারঅন গোল্ডেন পন্ড[৪০]
ওয়ারেন বেটিজন সিলাস "জ্যাক" রিডরেডস
টিমোথি হাটনব্রায়ান মোরল্যান্ডট্যাপস
ট্রিট উইলিয়ামসড্যানিয়েল সিয়েলোপ্রিন্স অব দ্য সিটি
বার্ট ল্যাঙ্কেস্টারলু পাসকেলআটলান্টিক সিটি
১৯৮২বেন কিংসলিমহাত্মা গান্ধীগান্ধী[৪১]
অ্যালবার্ট ফিনিজর্জ ডানলাপশুট দ্য মুন
জ্যাক লেমনএড হরম্যানমিসিং
পল নিউম্যানফ্র্যাংক গ্যালভিনদ্য ভারডিক্ট
রিচার্ড গিয়ারজ্যাক মায়োঅ্যান অফিসার অ্যান্ড আ জেন্টলম্যান
১৯৮৩টম কর্টনিনরম্যানদ্য ড্রেসার[৪২]
রবার্ট ডুভলম্যাক স্লেজটেন্ডার মার্সিস
আল পাচিনোটনি মন্টানাস্কারফেস
অ্যালবার্ট ফিনিস্যারদ্য ড্রেসার
এরিক রবার্টসপল স্নাইডারস্টার এইটি
টম কন্টিগোয়ান ম্যাকগ্যান্ডরুবেন, রুবেন
রিচার্ড ফার্নসওয়ার্থবিল মাইনারদ্য গ্রে ফক্স
১৯৮৪এফ. মারি আব্রাহামআন্তোনিও সালিয়েরিআমাডেয়ুস[৪৩]
অ্যালবার্ট ফিনিজেফ্রি ফিরমিনআন্ডার দ্য ভলকানো
জেফ ব্রিজেসস্টারম্যান স্কট হেইডেনস্টারম্যান
টম হুলসভোল্‌ফগাংক্‌ আমাডেয়ুস মোৎসার্টআমাডেয়ুস
স্যাম ওয়াটারস্টনসিডনি শালবার্গদ্য কিলিং ফিল্ডস
১৯৮৫জন ভইটঅস্কার "ম্যানি" মানহাইমরানওয়ে ট্রেন[৪৪]
উইলিয়াম হার্টলুই মলিনাকিস অব দ্য স্পাইডার ওম্যান
জিন হ্যাকম্যানহ্যারি ম্যাকেঞ্জিটুয়াইস ইন আ লাইফটাইম
রাউল হুলিয়াভ্যালেন্টিন আরেগুইকিস অব দ্য স্পাইডার ওম্যান
হ্যারিসন ফোর্ডক্যাপ্টেন জন বুকউইটনেস
১৯৮৬বব হস্কিন্সজর্জমোনা লিসা[৪৫]
উইলিয়াম হার্টজেমস লিডসচিলড্রেন অব আ লেসার গড
জেরেমি আয়রন্সফাদার গ্যাব্রিয়েলদ্য মিশন
ডেক্সটার গর্ডনডেল টার্নাররাউন্ড মিডনাইট
পল নিউম্যানফাস্ট এডি ফেলসনদ্য কালার অব মানি
হ্যারিসন ফোর্ডঅ্যালি ফক্সদ্য মসকিটো কোস্ট
১৯৮৭মাইকেল ডগলাসগর্ডন গেকোওয়াল স্ট্রিট[৪৬]
জন লোনপুইদ্য লাস্ট এম্পেরার
জ্যাক নিকোলসনফ্রান্সিস ফেলানআয়রনউইড
ডেনজেল ওয়াশিংটনস্টিভ বিকোসিটি ফ্রিডম
নিক নল্টেলি আমস্টেটারউইডস
১৯৮৮ডাস্টিন হফম্যানরেমন্ড বাবিটরেইন ম্যান[৪৭]
এডওয়ার্ড জেমস অলমসজেমি এস্কালান্তেস্ট্যান্ড অ্যান্ড ডেলিভার
জিন হ্যাকম্যানরুপার্ট অ্যান্ডারসনমিসিসিপি বার্নিং
টম হুলসডমিনিক লুসিয়ানোডমিনিক অ্যান্ড ইউজিন
ফরেস্ট হুইটেকারচার্লি পার্কারবার্ড
১৯৮৯টম ক্রুজরন কোভিটবর্ন অন দ্য ফোর্থ অফ জুলাই[৪৮]
আল পাচিনোফ্র্যাঙ্ক কেলারসি অব লাভ
জ্যাক লেমনজেক ট্রেমন্টড্যাড
ড্যানিয়েল ডে-লুইসক্রিস্টি ব্রাউনমাই লেফট ফুট
রবিন উইলিয়ামসজন চার্লস "কিটস" কিটিংডেড পোয়েটস্‌ সোসাইটি

১৯৯০-এর দশক

বছরঅভিনেতাভূমিকাচলচ্চিত্রসূত্র.
১৯৯০জেরেমি আয়রন্সক্লাউস ফন বুলোরিভার্সাল অব ফরচুন[৪৯]
কেভিন কসনারলেফটেন্যান্ট জন জে. ডানবারড্যান্সেস উইথ উল্‌ভস্‌
আল পাচিনোমাইকেল করলেওনেদ্য গডফাদার পার্ট ৩
রবিন উইলিয়ামসডক্টর ম্যালকম সয়ারঅ্যাওয়াকেনিংস
রিচার্ড হ্যারিস"বুল" ম্যাকেবেদ্য ফিল্ড
১৯৯১নিক নল্টেটম উইংগোদ্য প্রিন্স অব টাইডস্‌[৫০]
অ্যান্থনি হপকিন্সড. হ্যানিবল লেক্টারদ্য সাইলেন্স অব দি ল্যাম্বস
ওয়ারেন বেটিবেঞ্জামিন বাগসি সিগ্যালবাগসি
কেভিন কসনারজিম গ্যারিসনজেএফকে
রবার্ট ডি নিরোম্যাক্সিমিলিয়ান "ম্যাক্স" ক্যাডিকেপ ফিয়ার
১৯৯২আল পাচিনোফ্রাঙ্ক স্লেডসেন্ট অব আ ওম্যান[৫১]
জ্যাক নিকোলসনজিমি হফ্‌ফাহফ্‌ফা
টম ক্রুজলেফটেন্যান্ট ড্যানিয়েল ক্যাফিআ ফিউ গুড ম্যান
ডেনজেল ওয়াশিংটনম্যালকম এক্সম্যালকম এক্স
রবার্ট ডাউনি জুনিয়রচার্লি চ্যাপলিনচ্যাপলিন
১৯৯৩টম হ্যাঙ্কসঅ্যান্ড্রু বেকেটফিলাডেলফিয়া[৫২]
অ্যান্থনি হপকিন্সজেমস স্টিভেন্সদ্য রিমেইন্স অব দ্য ডে
ড্যানিয়েল ডে-লুইসগেরি কনলনইন দ্য নেম অব দ্য ফাদার
লিয়াম নিসনঅস্কার শিন্ডলারশিন্ডলার্স লিস্ট
হ্যারিসন ফোর্ডডক্টর রিচার্ড কিম্বলদ্য ফিউজিটিভ
১৯৯৪টম হ্যাঙ্কসফরেস্ট গাম্পফরেস্ট গাম্প[৫৩]
জন ট্রাভোল্টাভিনসেন্ট ভেগাপাল্প ফিকশন
ব্র্যাড পিটট্রিস্টান লুডলোলেজেন্ডস অব দ্য ফল
পল নিউম্যানডোনাল্ড "সুলি" সুলিভ্যাননোবডিজ ফুল
মরগান ফ্রিম্যানএলিস বয়েড "রেড" রেডিংদ্য শশ্যাঙ্ক রিডেম্পশন
১৯৯৫নিকোলাস কেজবেন স্যান্ডারসনলিভিং লাস ভেগাস[৫৪]
অ্যান্থনি হপকিন্সরিচার্ড নিক্সননিক্সন
ইয়ান ম্যাকেলেনরাজা তৃতীয় রিচার্ডথার্ড রিচার্ড
রিচার্ড ড্রাইফাসগ্লেন হল্যান্ডমিস্টার হল্যান্ড্‌স ওপাস
শন পেনম্যাথিউ পনচেলেটডেড ম্যান ওয়াকিং
১৯৯৬জেফ্রি রাশডেভিড হেল্‌ফগটশাইন[৫৫]
উডি হ্যারেলসনল্যারি ফ্লিন্টদ্য পিপল ভার্সাস ল্যারি ফ্লিন্ট
মেল গিবসনটম মুলেনর‍্যানসম
রেফ ফাইঞ্জকাউন্ট লাজলো দা আলমাসিদ্য ইংলিশ পেশন্ট
লিয়াম নিসনমাইকেল কলিন্সমাইকেল কলিন্স
১৯৯৭পিটার ফন্ডাউলি জ্যাকসনউলিজ গোল্ড[৫৬]
ড্যানিয়েল ডে-লুইসড্যানি ফ্লিনদ্য বক্সার
জিমোঁ উন্সুজোসেফ সিঙ্কেআমিস্টাড
ম্যাট ডেমনউইল হান্টিংগুড উইল হান্টিং
লিওনার্দো ডিক্যাপ্রিওজ্যাক ডসনটাইটানিক
১৯৯৮জিম ক্যারিট্রুম্যান বারব্যাঙ্কদ্য ট্রুম্যান শো[৫৭]
ইয়ান ম্যাকেলেনজেমস হোয়েলগডস অ্যান্ড মনস্টার্স
টম হ্যাঙ্কসক্যাপ্টেন জন মিলারসেভিং প্রাইভেট রায়ান
নিক নল্টেওয়েড হোয়াইটহাউজঅ্যাফ্লিকশন
স্টিভেন ফ্রাইঅস্কার ওয়াইল্ডওয়াইল্ড
১৯৯৯ডেনজেল ওয়াশিংটনরুবিন কার্টারদ্য হ্যারিকেন[৫৮]
কেভিন স্পেসিলেস্টার বার্নহ্যামআমেরিকান বিউটি
রাসেল ক্রোজেফ্রি উইগ্যান্ডদি ইনসাইডার
ম্যাট ডেমনটম রিপ্লিদ্য ট্যালেন্টেড মিস্টার রিপ্লি
রিচার্ড ফার্নসওয়ার্থআলভিন স্ট্রেইটদ্য স্ট্রেইট স্টোরি

২০০০-এর দশক

বছরঅভিনেতাভূমিকাচলচ্চিত্রসূত্র.
২০০০টম হ্যাঙ্কসচাক নোলান্ডক্যাস্ট অ্যাওয়ে[৫৯]
জেফ্রি রাশমার্কোয়েস দে সাদেকুইলস
মাইকেল ডগলাসগ্র্যাডি ট্রিপওয়ান্ডার বয়েজ
রাসেল ক্রোম্যাক্সিমাস ডেসিমাস মেরিডিয়াসগ্ল্যাডিয়েটর
হাভিয়ের বারদেমরেইনালদো আরেনাসবিফোর নাইট ফলস
২০০১রাসেল ক্রোজন ফোর্ব্‌স ন্যাশআ বিউটিফুল মাইন্ড[৬০]
উইল স্মিথমুহাম্মদ আলীআলি
কেভিন স্পেসিকোয়াইলদ্য শিপিং নিউজ
ডেনজেল ওয়াশিংটনডিটেক্টিভ আলঞ্জো হ্যারিসট্রেনিং ডে
বিলি বব থর্নটনএড ক্রেনদ্য ম্যান হু ওয়াজন্ট দেয়ার
২০০২জ্যাক নিকোলসনওয়ারেন আর. স্মিটঅ্যাবাউট স্মিট[৬১]
অ্যাড্রিয়েন ব্রডিভ্লাদিস্লাভ স্পিলমানদ্য পিয়ানিস্ট
ড্যানিয়েল ডে-লুইসউইলিয়াম "বিল দ্য বুচার" কাটিংগ্যাংস অব নিউ ইয়র্ক
মাইকেল কেইনথমাস ফাউলারদ্য কোয়ায়েট আমেরিকান
লিওনার্দো ডিক্যাপ্রিওফ্রাঙ্ক এবেগনেল জুনিয়রক্যাচ মি ইফ ইউ ক্যান
২০০৩শন পেনজিমি মার্কামমিস্টিক রিভার[৬২]
জ্যুড লডব্লিউ. পি. ইনম্যানকোল্ড মাউন্টেন
টম ক্রুজনাথান অ্যালগ্রেনদ্য লাস্ট সামুরাই
বেন কিংসলিমাসোদ আমির বেহরানীহাউজ অব স্যান্ড অ্যান্ড ফগ
রাসেল ক্রোক্যাপ্টেন জ্যাক অব্রিমাস্টার অ্যান্ড কমান্ডার: দ্য ফার সাইড অব দ্য ওয়ার্ল্ড
২০০৪লিওনার্দো ডিক্যাপ্রিওহাওয়ার্ড হিউজদি অ্যাভিয়েটর[৬৩]
জনি ডেপজে. এম. ব্যারিফাইন্ডিং নেভারল্যান্ড
ডন চিডলপল রুসেসাবাজিনাহোটেল রুয়ান্ডা
লিয়াম নিসনআলফ্রেড কিনসিকিনসি
হাভিয়ের বারদেমরামোন সামপেদ্রোদ্য সি ইনসাইড
২০০৫ফিলিপ সিমোর হফম্যানট্রুম্যান ক্যাপোটিক্যাপোটি[৬৪]
টেরেন্স হাওয়ার্ডজেহাসল অ্যান্ড ফ্লো
ডেভিড স্ট্রাথেয়ার্নএডওয়ার্ড আর. মুরোগুড নাইট, অ্যান্ড গুড লাক
রাসেল ক্রোজেমস জে. ব্র্যাডকসিনড্রেলা ম্যান
হিথ লেজারএনিস দেল মারব্রোকব্যাক মাউন্টেন
২০০৬ফরেস্ট হুইটেকারইদি আমিনদ্য লাস্ট কিং অব স্কটল্যান্ড[৬৫]
উইল স্মিথক্রিস গার্ডনারদ্য পারসুইট অব হ্যাপিনেস
পিটার ওটুলমরিস রাসেলভেনাস
লিওনার্দো ডিক্যাপ্রিওউইলিয়াম বিলি কস্টিগ্যান জুনিয়রদ্য ডিপার্টেড
লিওনার্দো ডিক্যাপ্রিওড্যানি আর্চারব্লাড ডায়মন্ড
২০০৭ড্যানিয়েল ডে-লুইসড্যানিয়েল প্লেইনভিউদেয়ার উইল বি ব্লাড[৬৬]
জর্জ ক্লুনিমাইকেল ক্লেটনমাইকেল ক্লেটন
জেমস ম্যাকঅ্যাভয়রবি টার্নারঅ্যাটোনমেন্ট
ডেনজেল ওয়াশিংটনফ্রাঙ্ক লুকাসআমেরিকান গ্যাংস্টার
ভিগো মর্টনসননিকোলাই লুঝিনইস্টার্ন প্রমিজেস
২০০৮মিকি রুর্কর‍্যান্ডি রবিনসনদ্য রেসলার[৬৭]
ফ্র্যাঙ্ক ল্যানজেলারিচার্ড নিক্সনফ্রস্ট/নিক্সন
ব্র্যাড পিটবেঞ্জামিন বাটনদ্য কিউরিয়াস কেইস অফ বেঞ্জামিন বাটন
মিকি রুর্কর‍্যান্ডি "দ্য র‍্যাম" রবিনসনদ্য রেসলার
শন পেনহার্ভি মিল্কমিল্ক
২০০৯জেফ ব্রিজেসঅটিস "ব্যাড" ব্লেকক্রেজি হার্ট[৬৮]
কলিন ফার্থজর্জ ফ্যালকনারআ সিঙ্গল ম্যান
জর্জ ক্লুনিরায়ান বিংহামআপ ইন দি এয়ার
টোবি ম্যাগুইয়ারএসএফসি উইলিয়াম জেমসব্রাদার্স
মরগান ফ্রিম্যাননেলসন ম্যান্ডেলাইনভিক্টাস

২০১০-এর দশক

বছরঅভিনেতাভূমিকাচলচ্চিত্রসূত্র.
২০১০কলিন ফার্থষষ্ঠ জর্জদ্য কিংস স্পিচ[৬৯]
জেমস ফ্র্যাঙ্কোঅ্যারন র‍্যালস্টন১২৭ আওয়ারস
জেসি আইজেনবার্গমার্ক জুকারবার্গদ্য সোশ্যাল নেটওয়ার্ক
মার্ক ওয়ালবার্গমিকি ওয়ার্ডদ্য ফাইটার
রায়ান গসলিংডিন পেরেইরাব্লু ভ্যালেন্টাইন
২০১১জর্জ ক্লুনিম্যাট কিংদ্য ডিসেন্ড্যান্টস্‌[৭০]
ব্র্যাড পিটবিলি বিনমানিবল
মাইকেল ফাসবেন্ডারব্র্যান্ডন সুলিভানশেম
রায়ান গসলিংস্টিভেন মেয়ার্সদি আইডিজ অব মার্চ
লিওনার্দো ডিক্যাপ্রিওজে. এডগার হুভারজে. এডগার
২০১২ড্যানিয়েল ডে-লুইসআব্রাহাম লিংকনলিংকন[৭১]
ডেনজেল ওয়াশিংটনউইলিয়াম "হুইপ" হুইটেকার সিনিয়রফ্লাইট
জন হকসমার্ক ওব্রায়েনদ্য সেশনস
রিচার্ড গিয়াররবার্ট মিলারআর্বিট্রেজ
হোয়াকিন ফিনিক্সফ্রেডি কোয়েলদ্য মাস্টার
২০১৩ম্যাথু ম্যাকনাহেরন উডরুফডালাস বায়ার্স ক্লাব[৭২]
ইদ্রিস এলবানেলসন ম্যান্ডেলাম্যান্ডেলা: লং ওয়াক টু ফ্রিডম
চুয়াটেল এজিওফরসলোমন নর্থাপটুয়েলভ ইয়ার্স আ স্লেইভ
টম হ্যাঙ্কসক্যাপ্টেন রিচার্ড ফিলিপসক্যাপ্টেন ফিলিপস
রবার্ট রেডফোর্ডআউয়ার ম্যানঅল ইজ লস্ট
২০১৪এডি রেডমেইনস্টিভেন হকিন্সদ্য থিওরি অব এভরিথিং[৭৩]
ডেভিড ওয়েলোউমার্টিন লুথার কিং জুনিয়রসেলমা
জেক ইলেনহললুইস "লু" ব্লুমনাইটক্রলার
বেনেডিক্ট কাম্বারব্যাচঅ্যালান টুরিংদ্য ইমিটেশন গেম
স্টিভ কারেলজন ডু পন্টফক্সক্যাচার
২০১৫লিওনার্দো ডিক্যাপ্রিওহিউ গ্লাসদ্য রেভেন্যান্ট[৭৪]
উইল স্মিথডক্টর বেনেট ওমালুকনকিউশন
এডি রেডমেইনলিলি এলবিদ্য ডেনিশ গার্ল
ব্রায়ান ক্র্যানস্টনডাল্টন ট্রাম্বোট্রাম্বো
মাইকেল ফাসবেন্ডারস্টিভ জবসস্টিভ জবস
২০১৬কেসি অ্যাফ্লেকলি চ্যান্ডলারম্যানচেস্টার বাই দ্য সী[৭৫]
অ্যান্ড্রু গারফিল্ডডেসমন্ড ডসহ্যাকসো রিজ
জোয়েল এজার্টনরিচার্ড লাভিংলাভিং
ডেনজেল ওয়াশিংটনট্রয় ম্যাক্সসনফেন্সেস
ভিগো মর্টনসনবেন ক্যাশক্যাপ্টেন ফ্যান্ট্যাস্টিক
২০১৭গ্যারি ওল্ডম্যানউইনস্টন চার্চিলডার্কেস্ট আওয়ার[৭৬]
ডেনজেল ওয়াশিংটনরোমান জে. ইসরায়েলরোমান জে. ইসরায়েল, এস্কোয়ার
টম হ্যাঙ্কসবেন ব্র্যাডলিদ্য পোস্ট
ড্যানিয়েল ডে-লুইসরেনল্ডস উডককফ্যান্টম থ্রেড
টিমাথি শালামেএলিও পার্লম্যানকল মি বাই ইওর নেম
২০১৮রামি মালেকফ্রেডি মার্কারিবোহিমিয়ান র‌্যাপসোডি‎[৭৭]
উইলেম ডাফোভিনসেন্ট ভ্যান গখঅ্যাট ইটার্নিটিস গেট
জন ডেভিড ওয়াশিংটনরন স্টলওয়ার্থব্ল্যাকক্লান্সম্যান
ব্র্যাডলি কুপারজ্যাকসন মেইনআ স্টার ইজ বর্ন
লুকাস হেজেসজ্যারেড ইমনসবয় ইরেজড
২০১৯হোয়াকিন ফিনিক্সআর্থার ফ্লেকজোকার[৭৮]
আন্তোনিও বান্দেরাসসালভাদোর মালোপেইন অ্যান্ড গ্লোরি
অ্যাডাম ড্রাইভারচার্লি বারবারম্যারিজ স্টোরি
ক্রিশ্চিয়ান বেলকেন মিলসফোর্ড ভার্সাস ফেরারি
জনাথন প্রাইসকার্ডিনাল ইয়োর্গ মারিও বের্গোগ্লিওদ্য টু পোপস

২০২০-এর দশক

বছরঅভিনেতাভূমিকাচলচ্চিত্রসূত্র.
২০২০চ্যাডউইক বোজম্যান (মরণোত্তর)লিভি গ্রিনমা রেইনিস ব্ল্যাক বটম[৭৯]
অ্যান্থনি হপকিন্সঅ্যান্থনিদ্য ফাদার
গ্যারি ওল্ডম্যানহারমান জে. ম্যাংকাভিৎসম্যাংক
তাহার রহিমমোহামেদু ওউলদ সালাহিদ্য মৌরিতানিয়ান
রিজ আহমেদরুবেন স্টোনসাউন্ড অব মেটাল
২০২১উইল স্মিথরিচার্ড উইলিয়ামসকিং রিচার্ড[৮০]
ডেনজেল ওয়াশিংটনলর্ড ম্যাকবেথদ্য ট্র্যাজেডি অব ম্যাকবেথ
বেনেডিক্ট কাম্বারব্যাচফিল বারব্যাঙ্কদ্য পাওয়ার অব দ্য ডগ
মাহারশালা আলিক্যামেরন টার্নারসোয়ান সং
হাভিয়ের বারদেমডেসি আরনাজবিয়িং দ্য রিকার্ডোস
২০২২অস্টিন বাটলারএলভিস প্রেসলিএলভিস[৮১]
জেরেমি পোপএলিস ফ্রেঞ্চদি ইনস্পেকশন
বিল নাইমিস্টার উইলিয়ামসলিভিং
ব্রেন্ডান ফ্রেজারচার্লিদ্য হোয়েল
হিউ জ্যাকম্যানপিটার মিলারদ্য সন
২০২৩কিলিয়ান মার্ফিজে. রবার্ট অপেনহাইমারঅপেনহাইমার[৮২]
অ্যান্ড্রু স্কটঅ্যাডামঅল অব আস স্ট্রেঞ্জার্স
কলম্যান ডমিঙ্গোবায়ার্ড রাস্টিনরাস্টিন
ব্যারি কিয়োগানঅলিভার কুইকসল্টবার্ন
ব্র্যাডলি কুপারলিওনার্ড বার্নস্টাইনমায়েস্ত্রো
লিওনার্দো ডিক্যাপ্রিওআর্নেস্ট বার্কহার্টকিলার্স অব দ্য ফ্লাওয়ার মুন

একাধিকবার বিজয়ী

একাধিকবার মনোনীত

আরও দেখুন

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ