আক্ষিক আনতি

কোনও নভোবস্তুর ঘূর্ণন অক্ষ ও কাক্ষিক অক্ষের মধ্যবর্তী কোণ

জ্যোতিবির্জ্ঞানে আক্ষিক আনতি বা ক্রান্তিকোণ বলতে কোনও একটি নভোবস্তুর (গ্রহ, উপগ্রহ, নক্ষত্র, ইত্যাদি) ঘূর্ণন অক্ষ এবং কাক্ষিক অক্ষের (কক্ষপথের সাথে সমকোণে যে রেখাটি নভোবস্তুর কেন্দ্র দিয়ে অতিক্রম করে) মধ্যবর্তী কোণকে বোঝায়। অন্য ভাষায় এটি বস্তুটির নিরক্ষীয় তল ও কাক্ষিক তলের (ক্রান্তিবৃত্ততলের) মধ্যকার কোণের সমান।[১] এটি কাক্ষিক আনতি অপেক্ষা ভিন্ন।

পৃথিবীর আক্ষিক আনতি বা ক্রান্তিকোণ বর্তমানে প্রায় ২৩.৪°।

যদি আক্ষিক আনতি শূন্য ডিগ্রী হয়, তখন ঘূর্ণন অক্ষ ও কাক্ষিক অক্ষ - দুইটি অক্ষই একই দিকে মুখ করে থাকে। অর্থাৎ ঘূর্ণন অক্ষটি কাক্ষিক তলের সাথে সমকোণে (৯০ ডিগ্রি কোণে) অবস্থান করে। পৃথিবীর আক্ষিক আনতি ৪১ হাজার বছরব্যাপী একটি কালচক্র অনুযায়ী ২২.১ ও ২৪.৫ ডিগ্রির মধ্যে ওঠানামা করে।[২] পৃথিবীর বর্তমান গড় আক্ষিক আনতি প্রায় ২৩.৪৫ ডিগ্রি এবং এটি ধীরে ধীরে হ্রাস পাচ্ছে। এই আক্ষিক আনতিই কর্কটিক্রান্তি ও মকরক্রান্তি বৃত্তরেখা দুইটির অক্ষাংশগুলি নির্ধারণ করে। অর্থাৎ কর্কটক্রান্তিরেখাটি ২৩.৪৫ ডিগ্রি উত্তর অক্ষাংশ ও মর্কটক্রান্তিরেখাটি ২৩.৪৫ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশে অবস্থিত। এজন্য আক্ষিক আনতিকে অনেক সময় "ক্রান্তিকোণ" বা "ক্রান্তিবৃত্ততলের কোণ" বলা হয়।

একটি কাক্ষিক পর্ব জুড়ে আক্ষিক আনতি সাধারণত উল্লেখযোগ্য পরিমাণে পরিবর্তিত হয় না, এবং আপাতদৃষ্টিতে স্থির নক্ষত্রসমূহের পটভূমির সাপেক্ষে অক্ষের অভিমুখ একই থাকে। এ কারণেই নিজ কক্ষপথে একবার আবর্তনের অর্ধেক সময় পৃথিবীর উত্তর মেরু সূর্যের দিকে হেলে থাকে, বাকী অর্ধেক সময় দক্ষিণ মেরু সূর্যের দিকে হেলে থাকে এবং ফলে ঋতুর পরিবর্তন হয়।

পরিভাষা (বাংলা বর্ণানুক্রমে)

  • অক্ষাংশ - Latitude
  • আক্ষিক আনতি - Axial tilt
  • কক্ষপথ - Orbit
  • কর্কটিক্রান্তি - Tropic of Cancer
  • কাক্ষিক অক্ষ - Orbital axis
  • কাক্ষিক আনতি/কক্ষীয় নতি - Orbital inclination
  • কাক্ষিক তল - Orbital plane
  • ক্রান্তিকোণ - Obliquity
  • ক্রান্তিবৃত্ততল (পৃথিবীর) - Ecliptic
  • ঘূর্ণন অক্ষ - Rotational axis
  • নভোবস্তু - Astronomical object
  • নিরক্ষীয় তল - Equatorial plane
  • মকরক্রান্তি - Tropic of Capricorn

তথ্যসূত্র

🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ