আন্সেরিফর্মিস

পাখির বর্গ

আন্সেরিফর্মিস পাখিদের একটি বর্গ। প্রায় ১৫০ প্রজাতির পাখি এ বর্গের অন্তর্ভুক্ত। জীবিত পাখিদের তিনটি গোত্র এ বর্গের অন্তর্ভুক্ত। বর্গগুলো হল: আনিমিডাই, আন্সেরানাটিডাই ও অ্যানাটিডাইহাঁস, রাজহাঁসমরালরা এ বর্গের অন্তর্গত।

আন্সেরিফর্মিস
সময়গত পরিসীমা: অন্ত্য ক্রিটেশিয়াস–বর্তমান, ৬.৫–০কোটি
কা
পা
ক্রি
প্যা
মান্দারিন হাঁস
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ:প্রাণীজগৎ
পর্ব:কর্ডাটা
উপপর্ব:মেরুদণ্ডী
শ্রেণী:পক্ষী
মহাবর্গ:গ্যালোয়ানসেরাই
বর্গ:Anseriformes
ওয়াগলার, ১৮৩১
উপদলসমূহ
  • †ব্রন্টোর্নিথিডাই?
  • †ড্রোমর্নিথিডাই?
  • †গ্যাস্টর্নিথিডাই?
  • আন্সেরেস
    • আনিমিডাই
    • আন্সেরানাটিডাই
    • অ্যানাটোইডি
আন্সেরিফর্মিস গোত্রভুক্ত পাখিদের বৈশ্বিক বিস্তৃতি

এ বর্গের সব সদস্য জলবহুল অঞ্চলে বসবাস ও চলাচলের জন্য অভিযোজিত। এরা সহজে পানিতে সাঁতার কাটতে ও ভেসে থাকতে পারে। সহজে সাঁতার কাটার জন্য এদের সকলের পা লিপ্তপাদ।

বিবর্তন

শিল্পীর দৃষ্টিতে ড্রোমর্নিথিড

এখন পর্যন্ত সবচেয়ে পুরোন আন্সেরিফর্ম হল অধুনা আবিষ্কৃত ভেগাভিস। ক্রিটেশাস যুগে এরা পৃথিবীতে বসবাস করত।[১] গ্যালোয়ানসেরাই মহাবর্গ ভেঙে গ্যালিফর্মিস (মুরগিজাতীয় পাখি) ও আন্সেরিফর্মিস (হাঁসজাতীয় পাখি) নামে দু'টি পৃথক বর্গের উদ্ভব হয়েছে। প্রাচীন জীবাশ্ম বিশ্লেষণ করে দেখা গেছে ড্রোমর্নিথিড[২] এবং সম্ভবত গ্যাস্টর্নিসদের সাথে আন্সেরিফর্মরা সম্পর্কিত। প্রাচীন আন্সেরিফর্মদের ঠোঁটের আকার-আকৃতি তাদের বংশধরদের ক্ষেত্রে খুব একটা বদলায়নি। এদের ঠোঁটের বিশেষ অভ্যন্তরীন গঠন ও জিহ্বার বিশেষ আকৃতি পুরো ঠোঁটকে একটি চোষকযন্ত্রে রূপ দেয়। যার ফলে ঠোঁটের আগা দিয়ে খুব সহজে পানি মুখের অভ্যন্তরে প্রবেশ করতে পারে এবং মুখের দু'ধারে গড়িয়ে পড়তে পারে না। ল্যামেলাই নামক এক বিশেষ ফিল্টারে পানি ছাঁকা হয় এবং ক্ষুদ্র খাদ্যকণা তাতে লেগে থাকলে তা খাওয়া হয়। স্ক্রিমারদের ঠোঁটের গঠন হাঁসদের মত নয়, বরং মুরগির সাথে তাদের ঠোঁটের মিল বেশি। তাদের ঠোঁটেও ল্যামেলাই থাকে।

আন্সেরিফর্মদের সাধারণ গঠন প্রায় একই রকম। কেবল তাদের খাদ্যগ্রহণ কৌশল ভিন্ন। রাজহাঁস ঘাস-লতাপাতা খায়; করাতঠুঁটি হাঁস মাছ ধরে খায়; ডুবুরি হাঁসেরা ডুব দিয়ে শিকার ধরে। হাঁসেরা তুলনামূলক হালকা আর ছোটোখাটোো, রাজহাঁসেরা একটু ভারি আর বড়সড়। মরালদের বড় প্যাঁচানো গলা থাকে।

অন্তর্ভুক্ত গোত্রসমূহ

  • বর্গ আন্সেরিফর্মিস
    • ব্রন্টোর্নিস?
    • †গোত্র ড্রোমর্নিথিডাই?
    • †গোত্র গ্যাস্টর্নিথিডাই?
    • আন্সেরেস (প্রকৃত আন্সেরিফর্মিস)
      • গোত্র Anhimidae: স্ক্রিমার
      • গোত্র Anseranatidae: তাউরা রাজহাঁস
      • মহাগোত্র অ্যানাটোইডাই
      • গোত্র অ্যানাটিডাই
        • উপগোত্র ডেন্ড্রোকাইগ্নিনাই: সরালি (কখনও কখনও ডেন্ড্রোকাইগনিডাই নামে একটি পুরো গোত্রের মর্যাদা দেওয়া হয়)।
        • উপগোত্র থ্যালাসর্নিনাই: সাদা-পিঠ হাঁস।
        • উপগোত্র আন্সেরিনাই: রাজহাঁস ও মরাল।
        • উপগোত্র স্টিক্টোনেট্টিনাই: চ্যাপ্টাঠুঁটি হাঁস।
        • উপগোত্র প্লেক্ট্রোপ্টেরিনাই: স্পার-ডানা রাজহাঁস।
        • উপগোত্র টাডোর্নিনাই: চখাচখি-জাতীয় হাঁস ও রাজহাঁস।
        • উপগোত্র অ্যানাটিনাই: ভাসমান হাঁস (ভাসমান খাবারের উপর নির্ভরশীল)।
        • উপগোত্র অ্যাথিনাই: ডুবুরি হাঁস (কদাচিৎ অ্যানাটিনাইয়ের অন্তর্ভুক্ত হিসেবে গণ্য করা হয়)।
        • উপগোত্র মার্জিনাইMerginae: মার্গেঞ্জার ও অন্যান্য সামুদ্রিক হাঁস।
        • উপগোত্র অক্সিউরিনাই: ল্যাজা হাঁস ও অন্যান্য।
      • †গোত্র প্রেসবিওর্নিথিডাই: পানিকাটা রাজহাঁস।
      • ভেগাভিস

তথ্যসূত্র

🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ