ইন্টারন্যাশনাল কমার্স সেন্টার

উচ্চতম ভবন

দ্যা ইন্টারন্যাশনাল কমার্স সেন্টার (চীনা: 環球貿易廣場) (সংক্ষেপে আইসিসি টাওয়ার) হল একটি ১১৮-তলা বিশিষ্ট ৪৮৪ মি (১,৫৮৮ ফু) ওয়েস্ট কউলুন, হংকং-এ অবস্থিত ২০১০ সাল সম্পূর্ণকৃত বাণিজ্যিক আকাশচুম্বী ভবন। এটি কউলুন স্টেশনেরে উপরে নির্মিত ইউনিয়ন স্কয়ার প্রকল্পের একটি অংশ। ২০১৩ সালের হিসাবে, এটি উচ্চতা অনুসারে বিশ্বের সপ্তম সর্বোচ্চ ভবন, মেঝের সংখ্যা অনুসারে বিশ্বের তৃতীয় সর্বোচ্চ ভবন এবং এছাড়াও এটি হংকং এর সবচেয়ে উচ্চতম ভবন।

ইন্টারন্যাশনাল কমার্স সেন্টার
環球貿易廣場
ইন্টারন্যাশনাল কমার্স সেন্টার এবং ইউনিয়ন স্কয়ার ভেভলপমেন্ট
মানচিত্র
সাধারণ তথ্য
অবস্থাসম্পন্ন
ধরনহোটেল
বাণিজ্যিক কার্যালয়
অবস্থান১ অস্টিন রোড ওয়েস্ট
ওয়েস্ট কোউলুন
সিম শা সুই, হংকং
নির্মাণকাজের আরম্ভ২০০২
নির্মাণকাজের সমাপ্তি২০১০
কার্যারম্ভ২০১০
ব্যবস্থাপনাকাই শিং ম্যানেজমেন্ট সার্ভিস লিমিটেড
উচ্চতা
স্থাপত্যগত৪৮৪.০ মি (১,৫৮৭.৯ ফু)
শীর্ষ তলা পর্যন্ত১১৮ (দেখুন বিস্তারিত)
পর্যবেক্ষণ-ঘর পর্যন্ত৩৮৭.৮ মি (১,২৭২.৩ ফু)
কারিগরী বিবরণ
তলার সংখ্যা১০৮ জীবন্ত (দেখুনবিস্তারিত)
৪ মৃত ও সমাহিত
তলার আয়তন২,৭৪,০৬৪ মি (২৯,৫০,০০০ ফু)
উত্তোলক (লিফট) সংখ্যা৩০ যাত্রী লিফট
১৪ শাটল লিফট
ভিআইপি লিফট
নকশা এবং নির্মাণ
স্থপতিকন পিডারসেন ফক্স এ্যাসোসিয়েট (নকশা)
বেল্ট কলিন্স এন্ড এ্যাসোসিয়েটস (ভূদৃশ্য)
ওয়াং এন্ড আউয়াং (এইচকে) লিমিটেড
নির্মাতাসান হুয়াং কাই প্রোপ্রাই্ট্রিজ
কাঠামো প্রকৌশলীঅরূপ
প্রধান ঠিকাদারস্যানফিল্ড বিল্ডিং কন্ট্রাক্টরস লিমিটেড
তথ্যসূত্র

উন্নয়ন

এমটিআর কর্পোরেশন লিমিটেড এবং সান হুয়াং কাই প্রোপার্টি যথাক্রমে হংকং এর মেট্রো অপারেটর ও বৃহত্তম সম্পত্তি বিকাশকারী এই আকাশচুম্বী ভবনের উন্নয়নের জন্য দায়িত্ব নেন।

ইন্টারন্যাশনাল কমার্স সেন্টার, কউলুন, হংকং এ ট্যাক্সির

ইউনিয়ন স্কয়ার ধাপ ৭ হিসাবে উন্নয়নে পরিচিত, এটির বর্তমান নাম আনুষ্ঠানিকভাবে ২০০৫ সালে ঘোষণা করা হয়। ইন্টারন্যাশনাল কমার্স সেন্টার এর কাজ ২০০৭ থেকে ২০১০ সাল পর্যন্ত পর্যায়ক্রমে সম্পূর্ণ করা হয়। টাওয়ারটি রিটজ-কার্লটন কর্তৃক ২০১১ সালে উন্মোচন করা হয়।

ফ্লোর গণনা

বেশ কিছু সূত্র মোতাবেক ভবনটিতে ১১৮ তলা আছে যা নির্দেশ করে,[৩][৫] কিছু এটির স্থল উপরে ১১৮ তলা এবং মাটির নিচের ৪ তলা মেঝে আছে বলে নির্দেশ করেন।[২] টল বিল্ডিং এন্ড আরবান হ্যাবিটেট (সিটিবিইউএইচ) কাউন্সিল সহ অন্যান্যরা ১০৮ তলা মেঝে মাটির উপরে ও ৪ তলা মেঝে মাটির নিচে উল্লেখ করেন।[১][৪]

গ্যালারী

আরও দেখুন

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ