এনএইচকে

এনএইচকে, যেটার পুরো নাম নিপ্পন হোসো কিয়োকাই, হচ্ছে জাপানের রাষ্ট্রীয় মিডিয়া সংস্থা। এটি একটি সংবিধিবদ্ধ সংস্থা, যেটার উদ্বোধন হয় ১৯২৪ সালে টোকিও ব্রডকাস্টিং স্টেশনের নামে। পরের সালে এটি রেডিওতে সম্প্রচার শুরু করে।

নিপ্পন হোসো কিয়োকাই
ধরনরেডিও এবং টেলিভিশন সম্প্রচার
শিল্পগণমাধ্যম
প্রতিষ্ঠাকাল২৯ নভেম্বর ১৯২৪ (1924-11-29) (টোকিও ব্রডকাস্টিং স্টেশন)

৬ আগস্ট ১৯২৬ (1926-08-06) (এনএইচকে)

১ জুন ১৯৫০ (1950-06-01) (ব্রডকাস্টিং অ্যাক্টের বিধিবদ্ধ)
সদরদপ্তর
শিবুইয়া, টোকিও
,
বাণিজ্য অঞ্চল
বিশ্বব্যাপী
প্রধান ব্যক্তি
তেরুনোবু মাএদা (প্রেসিডেন্ট)
সাতোরু মাসাগাকি (এক্জেকিউটিভ ভাইস প্রেসিডেন্ট)
মালিকজাপানি সরকার
কর্মীসংখ্যা
১০,৩৩৩ (২০১৯) উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটwww.nhk.or.jp

১৯২৬ সালে টোকিও ব্রডকাস্টিং স্টেশন আর দুটি অন্যান্য রেডিও স্টেশন, যেগুলো ওসাকা আর নাগোইয়ায়, যুক্ত হয় আর নিপ্পন হোসো কিয়োকাই এর উদ্বোধন হয়। ১৯৫০ সালে জাপানের সরকার ব্রডকাস্টিং অ্যাক্ট বিধিবদ্ধ করার পর এনএইচকে কে স্বাধীন কর্পোরেশনের পরিবর্তন করা হয়, এবং এটি টেলিভিশনে সম্প্রচার শুরু করে। ১৯৬০ সালে এনএইচকে রঙিন টেলিভিশন সম্প্রচার উদ্বোধন করে।

এনএইচকে জাপানের দুটো টেরেস্ট্রিয়াল টেলিভিশন চ্যানেল চালায়, যাগুলোর নাম এনএইচকে জেনেরাল টিভি এবং এনএইচকে এডুকেশনাল টিভি। এর সাথে চারটি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এর মধ্যে দুটি আল্ট্রা এইচডি টেলিভিশন চ্যানেল, এনএইচকে বিএস ১, এনএইচকে বিএস প্রিমিয়াম, এনএইচকে বিএস ৪কে, এবং এনএইচকে বিএস ৮কে, আর তিনটি রেডিও সংস্থা চালায়। এনএইচকে এনএইচকে ওয়ার্ল্ড-জাপানের মাধ্যমে আন্তর্জাতিকভাবে সম্প্রচার করে। ১৯৬১ সালের ৩ এপ্রিলে এনএইচকের রেডিও জাপান বাংলা ভাষায় সম্প্রচার শুরু করে।[১]

তথ্যসূত্র

🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ