এসিএফ ফিওরেন্তিনা

এসিএফ ফিওরেন্তিনা[১][২] (সাধারণত শুধুমাত্র ফিওরেন্তিনা নামে পরিচিত) হচ্ছে ফিওরেন্তিনা ভিত্তিক একটি ইতালীয় পেশাদার ফুটবল ক্লাব। এই ক্লাবটি বর্তমানে ইতালির শীর্ষ স্তরের ফুটবল লীগ সেরিয়ে আ-এ খেলে। এই ক্লাবটি ১৯২৬ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এসিএফ ফিওরেন্তিনা তাদের সকল হোম ম্যাচ ফিওরেন্তিনার স্তাদিও আর্তেমিও ফ্রাঞ্চিতে খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ৪৩,১৪৭। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন জুজেপ্পে ইয়াকিনি এবং সভাপতির দায়িত্ব পালন করছেন রক্কো বি কোমিসসো। আর্জেন্টিনীয় রক্ষণভাগের খেলোয়াড় জেরমান পেৎজেল্লা এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।

ফিওরেন্তিনা
পূর্ণ নামএসিএফ ফিওরেন্তিনা এস.পি.এ.[১][২]
ডাকনামলা ভিওলা (এক বেগুনী)
ই ভিওলা (রক্তবর্ণ / বেগুনী)
ই গিগলিয়াতি (লিলিড)
প্রতিষ্ঠিত
  • ২৯ আগস্ট ১৯২৬; ৯৭ বছর আগে (29 August 1926)
    আসোচাজিওনে কালচো ফিওরেন্তিনা
  • ১ আগস্ট ২০০২; ২১ বছর আগে (1 August 2002)
    এসি ফিওরেন্তিনা এ ফ্লোরেন্তিনা ভিওলা
মাঠস্তাদিও আর্তেমিও ফ্রাঞ্চি
ধারণক্ষমতা৪৩,১৪৭[৩]
মালিকইতালি রক্কো বি কোমিসসো (৯৮%)
ইতালি ফিরেঞ্জে ভিওলা (২%)
সভাপতিইতালি রক্কো বি কোমিসসো
প্রধান কোচইতালি জুজেপ্পে ইয়াকিনি
লিগসেরিয়ে আ
২০১৯–২০১০ম
ওয়েবসাইটক্লাব ওয়েবসাইট
বর্তমান মৌসুম

ঘরোয়া ফুটবলে, এসিএফ ফিওরেন্তিনা এপর্যন্ত ১২টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ২টি সেরিয়ে আ, ৩টি সেরিয়ে বি শিরোপা, ৬টি কোপ্পা ইতালিয়া এবং ১টি সুপারকোপ্পা ইতালিয়া শিরোপা রয়েছে। অন্যদিকে ইউরোপীয় এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায়, এপর্যন্ত কেবলমাত্র ১টি শিরোপা জয়লাভ করেছে; যেটি হচ্ছে উয়েফা কাপ উইনার্স কাপ শিরোপা।

অর্জন

ঘরোয়া

সেরিয়ে আ:

  • চ্যাম্পিয়ন (২): ১৯৫৫–৫৬; ১৯৬৮–৬৯
  • রানার-আপ (৫): ১৯৫৬–৫৭; ১৯৫৭–৫৮; ১৯৫৮–৫৯; ১৯৫৯–৬০; ১৯৮১–৮২

সেরিয়ে বি

  • চ্যাম্পিয়ন (৩): ১৯৩০–৩১; ১৯৩৮–৩৯; ১৯৯৩–৯৪

কোপ্পা ইতালিয়া:

  • চ্যাম্পিয়ন (৬): ১৯৩৯–৪০; ১৯৬০–৬১; ১৯৬৫–৬৬; ১৯৭৪–৭৫; ১৯৯৫–৯৬; ২০০০–০১

সুপারকোপ্পা ইতালিয়ানা:

  • চ্যাম্পিয়ন (১): ১৯৯৬
  • রানার-আপ (১): ২০০১

আন্তর্জাতিক

ইউরোপীয় কাপ / উয়েফা চ্যাম্পিয়ন লীগ:

  • রানার-আপ (১): ১৯৫৬–৫৭

উয়েফা কাপ:

  • রানার-আপ (১): ১৯৮৯–৯০

উয়েফা কাপ উইনার্স কাপ:

  • চ্যাম্পিয়ন (১): ১৯৬০–৬১
  • রানার-আপ (১): ১৯৬১–৬২

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ