ওয়ালমার্ট

বিশ্বের সর্ববৃহৎ খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান

ওয়ালমার্ট স্টোরস ইঙ্ক (সংক্ষেপে ওয়ালমার্ট হিসেবে পরিচিত) মার্কিন যুক্তরাষ্ট্রের একটি পাবলিক লিমিটেড কোম্পানি। প্রতিষ্ঠানটি পৃথিবীর বিভিন্ন দেশে দোকান পরিচালনা করে। ওয়ালমার্ট বিশ্বের সর্ববৃহৎ খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান। এছাড়া আয়ের দিক থেকেও এ ধরনের প্রতিষ্ঠানের মধ্যে এটি সবচেয়ে বড়। ১৯৬২ সালে স্যাম ওয়ালটন এটি প্রতিষ্ঠা করেন এবং ১৯৭২ সালে তা নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে অন্তর্ভুক্ত হয়। ওয়ালমার্ট সর্ববৃহৎ কর্মসংস্থান প্রদানকারী পাবলিক লিমিটেড কোম্পানি এবং যুক্তরাষ্ট্রের বৃহৎ খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান।

ওয়ালমার্ট স্টোরস ইঙ্ক
ধরনপাবলিক লিমিটেড কোম্পানি
আইএসআইএনUS9311421039
শিল্পখুচরা বিক্রয়
প্রতিষ্ঠাকালআরকানসাস, মার্কিন যুক্তরাষ্ট্র (১৯৬২)
প্রতিষ্ঠাতাস্যাম ওয়ালটন
সদরদপ্তরবেন্টোভিল, আরকানসাস, মার্কিন যুক্তরাষ্ট্র.
৩৬°২১′৫১″ উত্তর ০৯৪°১২′৫৯″ পশ্চিম / ৩৬.৩৬৪১৭° উত্তর ৯৪.২১৬৩৯° পশ্চিম / 36.36417; -94.21639
বাণিজ্য অঞ্চল
বিশ্বব্যাপী
প্রধান ব্যক্তি
মাইক ডিউক
(প্রধান নির্বাহী কর্মকর্তা)
লি স্কট
(চেয়ারম্যান)
পণ্যসমূহডিপার্টমেন্টাল স্টোর, সুপারমার্কেট
আয়বৃদ্ধি ৪০৪.১৬ বিলিয়ন মার্কিন ডলার (২০০৯)[১]
সুদ ও করপূর্ব আয়
বৃদ্ধি ৩০.০৭ বিলিয়ন মার্কিন ডলার (২০০৯)[২]
নীট আয়
বৃদ্ধি ১৩.৫৯ বিলিয়ন মার্কিন ডলার (২০০৯)[২]
মোট সম্পদবৃদ্ধি ১৬৩.৫১৪ বিলিয়ন মার্কিন ডলার (২০০৭)[৩]
মোট ইকুইটিবৃদ্ধি ৬৪.৬০৮ বিলিয়ন মার্কিন ডলার (২০০৭)[৩]
কর্মীসংখ্যা
প্রায়. ২,১০০,০০০ (২০০৮)[২]
ওয়েবসাইটwww.walmartstores.comwww.walmart.com

ওয়ালমার্ট মেক্সিকোতে ওয়ালমেক্স হিসেবে পরিচালিত হয়, এছাড়া যুক্তরাজ্যে অ্যাসডা, জাপানে সেইয়ু এবং ভারতে এটি বেস্ট প্রাইস হিসেবে পরিচালিত হয়। আর্জেন্টিনা, ব্রাজিল, কানাডা এবং পুয়ের্তো রিকোতেও এর দোকান রয়েছে। উত্তর আমেরিকার বাহিরে ওয়ালমার্টের বিনিয়োগের ব্যাপারে মিশ্র প্রতিক্রিয়া রয়েছেঃ যুক্তরাজ্য, দক্ষিণ আমেরিকা এবং চীনে ওয়ালমার্টের কার্যক্রম ব্যাপকভাবে সফল হয় তবে এটি জার্মানি এবং ব্যর্থতার কারণে দক্ষিণ কোরিয়া থেকে ব্যবসা কার্যক্রম তুলে নিতে বাধ্য হয়।

বিভিন্ন নারী অধিকার সংস্থা, তৃণমূল পর্যায়ের সংস্থা, শ্রমিক সংস্থা এবং অনেক সাম্প্রদায়িক সংস্থা ব্যাপক পরিমাণে বিদেশি পণ্যের বিক্রয়, অল্প পারিশ্রমিক, শ্রমিকদের স্বাস্থ-বীমায় কম অন্তর্ভুক্তি, লিঙ্গ বৈষম্য, জাতীয় নির্বাচনে শ্রমিকদের নির্দিষ্ট প্রার্থীকে ভোট দেয়ার ব্যাপারে কর্তৃত্ব ইত্যাদি কারণে ওয়ালমার্টের সমালোচনা করেছে।

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ