কিল খাল

কিল খাল হল জার্মান রাজ্য শ্লেসভিগ-হলষ্টাইন একটি ৯৮ কিমি (৬১ মাইল) দীর্ঘ মিঠা মিষ্টি জল বা সাধু জলের খাল। খালটির নির্মাণ কাজ ১৮৯৫ খ্রিস্টাব্দে সম্পন্ন হয়েছিল, কিন্তু পরে প্রশস্ত করা হয়েছিল এবং ব্রুনসবুটেলের নিকট উত্তর সাগরকে কিল-হোলটেনউর নিকট বাল্টিক সাগরের সঙ্গে সংযুক্ত করেছে। জুটল্যান্ড উপদ্বীপের চারপাশের জলভাগ অতিক্রম করে যাওয়ার পরিবর্তে কিল খাল ব্যবহার করে গড়ে ৪৬০ কিমি (২৯০ মাইল) যাত্রাপথ সংরক্ষণ করা হয়। এটি কেবল সময়ই বাঁচায় না বরং ঝড়-প্রবণ সমুদ্র ও ডেনিশ প্রণালী মধ্য দিয়ে যাত্রার বিকল্প প্রদান করে।[১]

কিল খাল
ব্রুনসবুটেলে লকগেটগুলি খালটিকে এলবে নদীর মোহনার সঙ্গে সংযুক্ত করে, এবং সেখান থেকে উত্তর সাগরের সঙ্গে সংযুক্ত
শ্লেসভিগ-হলষ্টাইনে কিল খালের বর্তমান মানচিত্র
বিশেষ উল্লেখ
দৈর্ঘ্য৯৮.২৬ কিমি (৬১.০৬ মাইল)
জলযানের সর্বোচ্চ দৈর্ঘ্য২৩৫ মি (৭৭১ ফু)
জলযানের সর্বোচ্চ প্রস্থ৩২.৫ মি (১০৭ ফু)
জলযানের সর্বোচ্চ নাব্যতা৯.৫ মি (৩১ ফু)
ইতিহাস
নিমার্ণ শুরু১৮৮৭
নিমার্ণ শেষ১৮৯৫ (1895)
বর্ধিত করার তারিখ১৯০৭–১৪
ভূগোল
আরম্ভস্থলব্রান্সবুটেল (উত্তর সাগর)
সমাপ্তিস্থলকিল (বাল্টিক সাগর)

কিল খাল হল বিশ্বের সবচেয়ে বেশি জলযান চলাচলকারী কৃত্রিম জলপথগুলির মধ্যে একটি যেখানে বার্ষিক গড়ে ৩২,০০০ টি জাহাজ (দৈনিক ৯০ টি), প্রায় ১০০ মিলিয়ন টন পণ্য পরিবহন করে।[২] দুটি সামুদ্রিক প্রবেশপথ ছাড়াও, কিল খালটি ওল্ডেনবুটেলে, ছোট গিসেলাউ খাল দ্বারা নৌযানযোগ্য নদী ইডারের সঙ্গে সংযুক্ত রয়েছে।[১][৩]

তথ্যসূত্র

🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ