কেন্দ্রীয় মন্ত্রিপরিষদ

কেন্দ্রীয় মন্ত্রিপরিষদ[১] ভারত সরকারের প্রধান নির্বাহী কেন্দ্র, যা নির্বাহী বিভাগের গরিষ্ঠ সিদ্ধান্ত গ্রহণকারী কেন্দ্র হিসাবে কাজ করে। ভারতের প্রধানমন্ত্রী ও প্রত্যেক নির্বাহী মন্ত্রকের প্রধান নিয়ে মন্ত্রিপরিষদ গঠিত হয়। বর্তমানে কেন্দ্রীয় মন্ত্রিপরিষদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রধানমন্ত্রী সহ ২৯টি মন্ত্রী এর সদস্য। কেন্দ্রীয় মন্ত্রিপরিষদ সমষ্টিগতভাবে ভারতীয় সংসদের লোকসভার নিকট দায়বদ্ধ।

কেন্দ্রীয় মন্ত্রিপরিষদ
সংস্থার রূপরেখা
গঠিত১৫ আগস্ট ১৯৪৭; ৭৬ বছর আগে (1947-08-15)
ধরনভারত সরকারের সর্বোচ্চ নির্বাহী কেন্দ্র
যার এখতিয়ারভুক্তভারতীয় প্রজাতন্ত্র
সদর দপ্তরনতুন দিল্লি
সংস্থা নির্বাহী
অধিভূক্ত সংস্থা
  • ক্যাবিনেট
  • ভারত সরকারের মন্ত্রকসমূহ
ওয়েবসাইটindia.gov.in

কেন্দ্রীয় ক্যাবিনেট ভারতের শীর্ষ সিদ্ধান্ত গ্রহণকারী কেন্দ্র এবং এটি কেন্দ্রীয় মন্ত্রিপরিষদের এক উপসেট। ক্যাবিনেট মন্ত্রিগণ কেন্দ্রীয় সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রকের কার্যভার গ্রহণ করেছেন।[২]

নিয়মবিধি

সংবিধানের অনুচ্ছেদ ৭৫(১ক) অনুযায়ী, মন্ত্রিপরিষদে প্রধানমন্ত্রী সহ মন্ত্রিগণের মোট সংখ্যা লোকসভার সর্বমোট সদস্যসংখ্যা ১৫ শতাংশের বেশি হবে না। মন্ত্রীকে সংসদের সদস্য হতে হবে। অনুচ্ছেদ ৭৫(৫) অনুযায়ী, কোনো মন্ত্রী ক্রমান্বয়ে ছয় মাস ধরে সংসদের উভয় কক্ষের যেকোনো একটির সদস্য না হলে তিনি ঐ কালের অবসানে আর মন্ত্রী থাকবেন না।

সংবিধানের অনুচ্ছেদ ৭৫(৩) অনুযায়ী, মন্ত্রিপরিষদ সমষ্টিগতভাবে ভারতীয় সংসদের নিম্নকক্ষ লোকসভার নিকট দায়বদ্ধ। লোকসভায় কোনো মন্ত্রী দ্বারা পেশ করা কোনো আইন গৃহীত না হলে তার জন্য সমগ্র মন্ত্রিপরিষদ দায়বদ্ধ এবং কোনো নির্দিষ্ট মন্ত্রী দায়ী নন। লোকসভার প্রতি আস্থা হারালে নতুন সরকার গঠন করতে সমগ্র মন্ত্রিপরিষদকে পদত্যাগ করতে হবে।

পদমর্যাদা

কেন্দ্রীয় মন্ত্রিপরিষদে পাঁচ ধরনের মন্ত্রী রয়েছে, এবং নিচে তাঁদের পদমর্যাদা ক্রম অনুযায়ী সাজানো হয়েছে:

  • প্রধানমন্ত্রী: কেন্দ্রীয় মন্ত্রিপরিষদের প্রধান।
  • উপপ্রধানমন্ত্রী: প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে প্রধানমন্ত্রীর ভূমিকা পালন করেন।[৩]
  • ক্যাবিনেট মন্ত্রী: কেন্দ্রীয় ক্যাবিনেটের সদস্য, মন্ত্রকের প্রধান।
  • প্রতিমন্ত্রী (ইন্ডিপেন্ডেন্ট চার্জ): নবাগত মন্ত্রী যিনি ক্যাবিনেট মন্ত্রীকে রিপোর্ট করেন না।
  • প্রতিমন্ত্রী: উপমন্ত্রী যিনি ক্যাবিনেট মন্ত্রীকে রিপোর্ট করেন।

নিয়োগ

সংবিধানের অনুচ্ছেদ ৭৫(১) অনুযায়ী, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন এবং অন্যান্য মন্ত্রিগণ প্রধানমন্ত্রী আদেশ অনুসারে রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন। প্রামাণ্য তথ্য অনুযায়ী, দ্বিতীয় সহস্রাব্দের শেষ থেকে শুরু করে কোনো সংসদ সদস্যের নির্বাচনী কর্মক্ষমতা মন্ত্রিত্ব লাভের সম্ভাবনাকে প্রভাবিত করে।[৪]

বর্তমান কেন্দ্রীয় মন্ত্রী

বর্তমান কেন্দ্রীয় মন্ত্রীর তালিকা নিম্নরূপ:[৫][৬][৭]

ক্যাবিনেট মন্ত্রী

কার্যভারমন্ত্রীদায়িত্ব  গ্রহণদায়িত্ব  ত্যাগদল
প্রধানমন্ত্রী
পারমাণবিক শক্তি বিভাগ
মহাকাশ বিভাগ
(সমস্ত গুরুত্বপূর্ণ নীতি সমস্যা ও অন্যান্য কার্যভার যা অন্যান্য মন্ত্রীদের বণ্টন করা হয়নি।)
৩০ মে ২০১৯দায়িত্বপ্রাপ্ত বিজেপি
প্রতিরক্ষা মন্ত্রী৩০ মে ২০১৯দায়িত্বপ্র বিজেপি
স্বরাষ্ট্রমন্ত্রী
সহযোগিতা মন্ত্রী
৩০ মে ২০১৯দায়িত্বপ্রাপ্ত বিজেপি
অর্থমন্ত্রী
কর্পোরেট বিষয়ক মন্ত্রী
নির্মলা সীতারমণ
৩০ মে ২০১৯দায়িত্বপ্রাপ্ত বিজেপি
সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী
নিতিন গডকরি
৩০ মে ২০১৯দায়িত্বপ্রাপ্ত বিজেপি
বিদেশমন্ত্রী৩০ মে ২০১৯দায়িত্বপ্রাপ্ত বিজেপি
শিক্ষামন্ত্রী
দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা মন্ত্রী
ধর্মেন্দ্র প্রধান
৭ জুলাই ২০২১দায়িত্বপ্রাপ্ত বিজেপি
বাণিজ্য ও শিল্প মন্ত্রী
ভোক্তা, পণ্য ও গণবণ্টন মন্ত্রী
বস্ত্রমন্ত্রী
পীযূষ গোয়েল
৩০ মে ২০১৯দায়িত্বপ্রাপ্ত বিজেপি
নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী
সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী
৩০ মে ২০১৯
২২ জুলাই ২০২২
দায়িত্বপ্রাপ্ত বিজেপি
আদিবাসী বিষয়ক মন্ত্রী
কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী
অর্জুন মুণ্ডা
৩০ মে ২০১৯
৮ ডিসেম্বর ২০২৩
দায়িত্বপ্রাপ্ত বিজেপি
সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রী
বীরেন্দ্র কুমার খাতিক
৭ জুলাই ২০২১দায়িত্বপ্রাপ্ত বিজেপি
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী
রাসায়নিক দ্রব্য ও সার মন্ত্রী
মানসুখ মাণ্ডবীয়
৭ জুলাই ২০২১দায়িত্বপ্রাপ্ত বিজেপি
পরিবেশ, অরণ্য ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী
ভূপেন্দ্র যাদব
৭ জুলাই ২০২১দায়িত্বপ্রাপ্ত বিজেপি
ভারী শিল্প মন্ত্রী
মহেন্দ্র নাথ পাণ্ডে
৩০ মে ২০১৯দায়িত্বপ্রাপ্ত বিজেপি
সংসদ বিষয়ক মন্ত্রী
কয়লামন্ত্রী
খনিমন্ত্রী
প্রহ্লাদ জোশী
৩০ মে ২০১৯দায়িত্বপ্রাপ্ত বিজেপি
জল শক্তি মন্ত্রী
গজেন্দ্র সিং শেখাওয়াত
৩০ মে ২০১৯দায়িত্বপ্রাপ্ত বিজেপি
রেলমন্ত্রী
যোগাযোগ মন্ত্রী
ইলেকট্রন বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি মন্ত্রী
৭ জুলাই ২০২১দায়িত্বপ্রাপ্ত বিজেপি
বন্দর, জাহাজ ও জলপথ মন্ত্রী
আয়ুষ মন্ত্রী
৭ জুলাই ২০২১দায়িত্বপ্রাপ্ত বিজেপি
গ্রামীণ উন্নয়ন মন্ত্রী
পঞ্চায়েতি রাজ মন্ত্রী
গিরিরাজ সিং
৭ জুলাই ২০২১দায়িত্বপ্রাপ্ত বিজেপি
অসামরিক বিমান পরিবহন মন্ত্রী
ইস্পাত মন্ত্রী
জ্যোতিরাদিত্য সিন্ধিয়া
৭ জুলাই ২০২১
৬ জুলাই ২০২২
দায়িত্বপ্রাপ্ত বিজেপি
খাদ্য প্রস্তুত শিল্প মন্ত্রী
পশুপতি কুমার পরশ
৭ জুলাই ২০২১দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রীয় লোক জনশক্তি পার্টি
ক্ষমতা মন্ত্রী
নতুন ও নবায়নযোগ্য শক্তি মন্ত্রী
রাজ কুমার সিং
৭ জুলাই ২০২১দায়িত্বপ্রাপ্ত বিজেপি
খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী
আবাসন ও নগর বিষয়ক মন্ত্রী
৭ জুলাই ২০২১দায়িত্বপ্রাপ্ত বিজেপি
সংস্কৃতি মন্ত্রী
পর্যটন মন্ত্রী
উত্তর-পূর্ব উন্নয়ন মন্ত্রী
জি. কিষান রেড্ডি
৭ জুলাই ২০২১দায়িত্বপ্রাপ্ত বিজেপি
তথ্য ও সম্প্রচার মন্ত্রী
যুবক ও ক্রীড়া মন্ত্রী
৭ জুলাই ২০২১দায়িত্বপ্রাপ্ত বিজেপি
সূত্র: ভারত সরকারের প্রকাশনা, ৩১ মে ২০১৯

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ