কেন উইলিয়ামসন

নিউজিল্যান্ডীয় ক্রিকেটার

কেন স্টুয়ার্ট উইলিয়ামসন (ইংরেজি: Kane Stuart Williamson; জন্ম: ৮ আগস্ট, ১৯৯০) বে অব প্লেন্টি এলাকার তৌরাঙ্গায় জন্মগ্রহণকারী নিউজিল্যান্ডীয় টেস্ট ক্রিকেটার। বর্তমানে তিনি নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দলের অধিনায়কের দায়িত্ব পালন করছেন। কেন উইলিয়ামসন ২০১১ সালে বাংলাদেশ, ভারতশ্রীলঙ্কায় যৌথভাবে অনুষ্ঠিত আইসিসি ক্রিকেট বিশ্বকাপে নিউজিল্যান্ডের পক্ষে অংশ নিয়েছেন।

কেন উইলিয়ামসন
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামকেন স্টুয়ার্ট উইলিয়ামসন
জন্ম (1990-08-08) ৮ আগস্ট ১৯৯০ (বয়স ৩৩)
তৌরাঙ্গা, বে অব প্লেন্টি, নিউজিল্যান্ড
উচ্চতা৫ ফুট ৮ ইঞ্চি (১.৭৩ মিটার)
ব্যাটিংয়ের ধরনডানহাতি
বোলিংয়ের ধরনডানহাতি অফ ব্রেক
ভূমিকাব্যাটসম্যান
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
টেস্ট অভিষেক
(ক্যাপ ২৪৮)
৪ নভেম্বর ২০১০ বনাম ভারত
শেষ টেস্ট১৮ ডিসেম্বর ২০২১ বনাম ভারত
ওডিআই অভিষেক
(ক্যাপ ১৬১)
২৫ নভেম্বর ২০১০ বনাম ভারত
শেষ ওডিআই২৫ জানুয়ারি ২০১৬ বনাম পাকিস্তান
ওডিআই শার্ট নং২২
ঘরোয়া দলের তথ্য
বছরদল
২০০৭-বর্তমাননর্দার্ন ডিস্ট্রিক্টস
২০১১-২০১২গ্লুচেস্টারশায়ার
২০১৩-২০১৪ইয়র্কশায়ার
২০১৫-বর্তমানসানরাইজার্স হায়দ্রাবাদ
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতাটেস্টওডিআইটি২০আইএফসি
ম্যাচ সংখ্যা৭২১৫১৫৭১৩৯
রানের সংখ্যা৬,১৩৯৬,১৭৩১,৫০৫১০,৯২৪
ব্যাটিং গড়৫৩.৩৮৪৭.৪৮৩১.৩৫৪৯.৬৫
১০০/৫০২০/৩০১৩/৩৯০/৯৩০/৫৭
সর্বোচ্চ রান২৪২*১৪৮৭৩*২৮৪*
বল করেছে২,০৭৯১,৪৬৭১১৮৬,৫৫২
উইকেট২৯৩৭৮৫
বোলিং গড়৪০.১০৩৫.৪০২৭.৩৩৪৩.২৫
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট
সেরা বোলিং৪/৪৪৪/২২২/১৬৫/৭৫
ক্যাচ/স্ট্যাম্পিং৬৬/–৬০/–২৭/–১৩০/–
উৎস: ইএসপিএন ক্রিকইনফো, ২৬ জুন ২০১৯

প্রারম্ভিক জীবন

২০০৪ থেকে ২০০৮ সাল পর্যন্ত উইলিয়ামসন তৌরাঙ্গা বয়েজ কলেজে অধ্যয়ন করেন। চূড়ান্ত বর্ষে সেখানে তিনি হেড বয় ছিলেন ও তাকে কোচিং করান জোস সিমস। উদীয়মান খেলোয়াড়দের সাথে শীতকালীন কঠিন সফর শেষে নর্দার্ন ডিস্ট্রিক্টস দলের সাথে ঘরোয়া একদিনের প্রতিযোগিতায় অংশ নিয়ে গড়ে শতাধিক রান করেন। তন্মধ্যে অকল্যান্ড এইসেস দলের বিপক্ষে চূড়ান্ত খেলায় ৭১ বলে ৬০ রান করে দলকে বিজয় এনে দেন।

ডিসেম্বর, ২০০৭ সালে নর্দার্ন ডিস্ট্রিক্টস দলের মাধ্যমে ঘরোয়া ক্রিকেট লীগের প্রথম-শ্রেণীর ক্রিকেটে অভিষেক ঘটে উইলিয়ামসনের।[১] একই বছরে অনূর্ধ্ব-১৯ ক্রিকেটে সফরকারী ভারত অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে অভিষিক্ত হন। ২০০৮ সালে নিউজিল্যান্ডের অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক হিসেবে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে অংশগ্রহণ করেন।

আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে সুন্দর সূচনা করে ২০১১ সালে গ্লুচেস্টারশায়ার দলের চুক্তিবদ্ধ হন। ১৪ আগস্ট, ২০১৩ তারিখে ইয়র্কশায়ার দলের হয়ে ইংরেজ কাউন্টি ক্রিকেট মৌসুমের বাকী সময়টুকু খেলেন।[২]

খেলোয়াড়ী জীবন

২৪ মার্চ, ২০১০ তারিখে কেন উইলিয়ামসন অস্ট্রেলিয়া দলের বিপক্ষে ২য় টেস্টে নিউজিল্যান্ড দলে অন্তর্ভুক্ত হন।[৩] কিন্তু হ্যামিলটনে অনুষ্ঠিত ঐ খেলায় তিনি মাঠে নামতে পারেননি।[৪]

অতঃপর ৪ নভেম্বর, ২০১০ তারিখে আহমেদাবাদের সরদার প্যাটেল স্টেডিয়ামে অনুষ্ঠিত ভারতীয় দলের বিপক্ষে তার টেস্ট অভিষেক ঘটে। প্রথম ইনিংসে তিনি ২৯৯ বলে ১৩১ রানে অভিষেক সেঞ্চুরি করেন। এরফলে তিনি নিউজিল্যান্ডের ৮ম খেলোয়াড় হিসেবে অভিষেকেই সেঞ্চুরি করার বিরল সম্মাননা ও গৌরব অর্জন করেন।[৫][৬]

আইপিএল

শেষ ৪ ইনিংস
তারিখপ্রতিপক্ষমাঠরানবিপক্ষ বোলার
২ মে ২০২১রাজস্থান রয়্যালসঅরুন জেটলি স্টেডিয়াম২০কার্তিক ত্যাগী , মুস্তাফিজুর রহমান , ক্রিস মরিস
২৮ এপ্রিল ২০২১চেন্নাই সুপার কিংস২৬দীপক চাহার , স্যাম কারেন , রবীন্দ্র জাদেজা
২৫ এপ্রিল ২০২১দিল্লি ক্যাপিটালসএম. এ. চিদম্বরম স্টেডিয়াম৬৬অক্ষর প্যাটেল , রবিচন্দ্রন অশ্বিন , অমিত মিশ্র
২১ এপ্রিল ২০২১পাঞ্জাব কিংস১৬মুরুগান অশ্বিন , দীপক হুদা , ফ্যাবিয়ান অ্যালেন
৮ নভেম্বর ২০২০দিল্লি ক্যাপিটালসশেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়াম৬৭মার্কাস স্টইনিস , প্রভীন দুবে , কাগিসো রাবাদা
৬ নভেম্বর ২০২০রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর৫০অ্যাডাম জাম্পা , যুজবেন্দ্র চাহাল , মোহাম্মদ সিরাজ

নিষিদ্ধতা

এপ্রিল, ২০১৪ সালে সন্দেহজনক ও অবৈধ বোলিং ভঙ্গিমার জন্য তাকে অভিযুক্ত করা হয়।[৬][৭] ফলে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল কর্তৃপক্ষ জুলাই, ২০১৪ সাল থেকে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে তার বোলিং নিষিদ্ধ ঘোষণা করে। অতঃপর ডিসেম্বর, ২০১৪ সালে তার উপর আরোপিত নিষেধাজ্ঞা উঠিয়ে নেয়া হয়।[৮][৯]

মূল্যায়ন

২০১৪ সালে মার্টিন ক্রো টেস্ট ক্রিকেটের তরুণ চার ফ্যাবের অন্যতম হিসেবে স্টিভ স্মিথ, কেন উইলিয়ামসন ও বিরাট কোহলি’র সাথে তাকেও অন্তর্ভুক্ত করেন।[১০][১১]

তথ্যসূত্র

আরও দেখুন

বহিঃসংযোগ

পূর্বসূরী
মিচেল স্টার্ক
বিশ্বকাপের সেরা খেলোয়াড়
২০১৯
উত্তরসূরী
নির্ধারিত হয়নি
🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ