ক্যাথোড রশ্মি নল

এক ধরনের ভ্যাকুয়াম টিউব

ক্যাথোড রশ্মি নল বা ক্যাথোড রে টিউব (ইংরেজি: Cathode ray tube) যাকে সংক্ষেপে সিআরটি বলে ডাকা হয় মূলতঃ এক ধরনের ভ্যাকুয়াম টিউব যার ভেতরে ইলেকট্রনের উৎস হিসেব ইলেকট্রনগান এবং ছবি প্রদর্শনের জন্য প্রতিপ্রভ পর্দা থাকে। এতে ইলেকট্রনগান থেকে নিক্ষিপ্ত ইলেকট্রন বীম বা স্রোতের গতিবৃদ্ধি বা দিক পরিবর্তনের জন্য অন্তঃস্থ বা বহিঃস্থ ব্যবস্থা থাকে যাতে করে নিক্ষিপ্ত ইলেকট্রন বীম সঠিক স্থানে আপতিত হয়ে প্রতিপ্রভ পর্দা থেকে আলো নিঃসৃত করতে এবং এর ফলে ছবি প্রদর্শন করতে পারে। সাধারনতঃ অসিলোস্কোপে বৈদ্যুতিক তরঙ্গের ছবি দেখাতে, রাডার, কম্পিউটার মনিটর বা টেলিভিশনেছবি দেখাতে ইত্যাদি কাজে সিআরটি ব্যবহৃত হয়।

একটি রঙিন সিআরটির বিভিন্ন অংশঃ
১. তিনটি ইলেকট্রন গান (লাল, সবুজ এবং নীল ফসফর দানার জন্য)
২. ইলেকট্রন বীম
3. ফোকাসিং কয়েল
৪. ডিফ্লেকশন কয়েল
৫. এনোড সংযোগ
৬. প্রদর্শিত ছবির লাল, সবুজ ও নীল অংশের বীমকে পৃথক করার জন্য মাস্ক
৭. লাল, সবুজ ও নীল ফসফর দানাদ্বারা গঠিত ফসফর স্তর
৮. পর্দার ফসফর প্রলেপ দেয়া ভেতরের অংশ- বড় করে দেখানো হয়েছে

গ্যালারি

আরও দেখুন

বহিঃসংযোগ

টেমপ্লেট:Display Technology

🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ