ক্রোমওএস

গুগলের লিনাক্স-ভিত্তিক অপারেটিং সিস্টেম
(ক্রোম ওএস থেকে পুনর্নির্দেশিত)

ক্রোমওএস (ইংরেজি: ChromeOS) পূর্বে ক্রোম ওএস হচ্ছে গুগল-কর্তৃক উন্নয়নকৃত একটি অপারেটিং সিস্টেম যেটি লিনাক্স কার্নেলের উপর ভিত্তি করে নির্মিত এবং প্রধান ব্যবহারকারী ইন্টারফেস হিসাবে গুগল ক্রোম ব্যবহার করে। ফলাফলস্বরূপ, ক্রোমওএস গুগলের ওয়েব এপ্লিকেশন সাপোর্ট করে।[৪]

ক্রোম ওএস
ক্রোম ওএসে উইকিপিডিয়া
ডেভলপারগুগল
প্রোগ্রামিং ভাষাসি, সি++
কাজের অবস্থাক্রোমবুক,
ক্রোমবক্স,
ক্রোম বেইসে আগে থেকেই ইন্সটল করা থাকে।
প্রাথমিক মুক্তি১৫ জুন ২০১১; ১২ বছর আগে (2011-06-15)
হালনাগাদের পদ্ধতিরোলিং রিলিজ
প্ল্যাটফর্মএক্স৮৬, এআরএমভি৭, এক্স৬৪
কার্নেলের ধরনমনোলিথিক (লিনাক্স কার্নেল)[১]
ব্যবহারকারী ইন্টারফেসউইম্প নির্ভর ওয়েব ব্রাউজার উইন্ডোজ[২] -
লাইসেন্সগুগল ক্রোম ওএস পরিষেবার শর্তাদি[৩]
ওয়েবসাইটwww.google.com/chromebook/chrome-os/

জুলাই ২০০৯-এ গুগল এ প্রকল্পের ঘোষণা দেয়, এটাকে একটি অপারেটিং সিস্টেম ধরে যেটায় এপ্লিকেশন এবং ব্যবহারকারীর তথ্য ক্লাউডে জমা রাখেঃ ক্রোম ওএস তাই প্রধানত ওয়েব এপ্লিকেশন চালায়। একই বছরের নভেম্বরে সোর্স কোড এবং একটি পাবলিক ডেমো আসে। প্রথম ক্রোম ওএস ল্যাপটপ-ক্রোমবুক আসে মে ২০১১তে। প্রাথমিক ক্রোমবুকগুলোর শিপমেন্ট করে স্যামসাং ও এসার জুলাই ২০১১তে।

ক্রোম ওএসে একটি অংশভূক্ত ফাইল ম্যানেজার, মিডিয়া প্লেয়ার রয়েছে। এটা ক্রোম এপ্লিকেশন সাপোর্ট করে, যেটা ন্যাটিভ এপ্লিকেশন ও ডেস্কটপে রিমোট এক্সেস একত্রিত করে। অ্যান্ড্রয়েড এপ্লিকেশন ক্রোমবুকের জন্যে এভেইলএবল হওয়া শুরু ২০১৪ সাল থেকে, এবং ২০১৬ সালে, গুগল প্লে স্টোরেই প্রবেশের অনুমতি পায় ক্রোমওএস।

ক্রোম ওএস শুধু গুগলের প্রস্তুতকারক সহযোগীদের যন্ত্রেই পূর্ব ইন্সটল করা থাকে। একটি সমতূল্য ওপেন সোর্স বিনিময় আছে, যার নাম ক্রোমিয়াম ওএস, যা সোর্স কোড থেকে কম্পাইল করা যায়।

উন্মুক্ত উৎস

ক্রোম ওএস আংশিকভাবে মুক্ত সোর্স ক্রোমিয়াম ওএস প্রকল্পের অধীনে উন্নয়ন করা হয়।[৫] অন্যান্য ওপেন সোর্স প্রকল্পের মত ডেভেলপাররা ক্রোমিয়াম ওএসে প্রয়োজনীয় সম্পাদনা করে তাদের নিজস্ব সংস্করণ বানাতে পারেন। অন্যদিকে ক্রোমও এস শুধু গুগল ও তার অংশীদারদের দ্ধারা সাপোর্ট করা হয়, এবং এ অপারেটিং সিস্টেম চালানোর উদ্দেশ্যে বানানো হার্ডওয়্যারেই চলে। ক্রোমওএস নিজে থেকেই সর্বশেষ সংস্করণে হালনাগাদ হয়, যেটা ক্রোমিয়াম ওএস হয় না।[৬]

তথ্যসূত্র

বহিঃসংযোগ


🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ