ক্লড শ্যানন

মার্কিন গণিতবিদ ও তথ্য তাত্ত্বিক

ক্লড শ্যানন (এপ্রিল ৩০, ১৯১৬ - ফেব্রুয়ারি ২৪, ২০০১) একজন মার্কিন গণিতবিদ, তড়িৎ ও কম্পিউটার প্রকৌশলী ও বিজ্ঞানী। তিনি তথ্যতত্ত্ব বা Information theory এবং ডিজিটাল বর্তনী বিষয়ে গবেষণার সূচনা করেন এবং তিনি "তথ্য তত্ত্বের জনক" হিসেবে পরিচিত। [১][২]

ক্লড এলউড শ্যানন
ক্লড এলউড শ্যানন (১৯১৬-২০০১)
জন্ম(১৯১৬-০৪-৩০)৩০ এপ্রিল ১৯১৬
মৃত্যু২৪ ফেব্রুয়ারি ২০০১(2001-02-24) (বয়স ৮৪)
মেডফোর্ড, ম্যাসাচুসেটস
জাতীয়তামার্কিন
মাতৃশিক্ষায়তনমিশিগান বিশ্ববিদ্যালয়
ম্যাসাচুসেট্‌স ইনস্টিটিউট অফ টেকনোলজি
পরিচিতির কারণ
 
  • ইনফর্মেশন থিওরি
    এ ম্যাথমেটিকাল থিওরি অব কমিউনিকেশন
    এ সিম্বলিক অ্যানালাইসিস অব রিলে অ্যান্ড সুইচিং সার্কিটস
    বেটা ডিস্ট্রিবিউশন
    বাইনারি কোড
    ব্লক সাইফার
    বুলিয়ান অ্যালজেব্রা
    চ্যানেল ক্যাপাসিটি
    কম্পিউটার চেস
    ডাটা কম্প্রেশন
    ডিজিটাল ইলেক্ট্রনিক্স
    ডিজিটাল রিভোলিউশন
    ডিজিটাল সাবস্ক্রাইবার লাইনএজ কালারিং
    এনট্রপি ইন থার্মোডায়নামিক্স অ্যান্ড ইনফর্মেশন থিওরি
    এনট্রপি (ইনফর্মেশন থিওরি)এনট্রপি পাওয়ার ইনইকুয়ালিটি
    এরর-কারেক্টিং কোডস উইথ ফীডব্যাক
    ইভালুয়েশন ফাংশন
    ফাইনান্সিয়াল সিগন্যাল প্রসেসিং
    ইনফর্মেশন প্রসেসিং
    ইনফর্মেশন-থীওরেটিক সিকিউরিটি
    ইনোভেশন (সিগন্যাল প্রসেসিং)
    কী সাইজ
    লজিক গেট
    লজিক সিন্থেসিস
    মডেলস অব কমিউনিকেশন
    এন-গ্রাম
    নয়জি চ্যানেল কোডিং থিওরেম
    নিকুইস্ট-শ্যানন স্যাম্পলিং থিওরেম
    ওয়ান-টাইম প্যাড
    প্রোডাক্ট সাইফার
    পালস-কোড মডিউলেশন
    রেট-ডিসটর্শন থিওরি
    স্যাম্পলিং (সিগন্যাল প্রসেসিং)শ্যানন-ফ্যানো কোডিং
    শ্যানন-হারড়টলি ল
    শ্যানন ক্যাপাসিটি
    শ্যানন এনট্রপি
    শ্যানন'স এক্সপানসন
    শ্যানন ইনডেক্স
    শ্যানন'স ম্যাক্সিম
    শ্যানন মাল্টিগ্রাফ
    শ্যানন নাম্বার
    শ্যানন সিকিউরিটি
    শ্যানন'স সোর্স কডিং থিওরেম
    শ্যানন সুইচিং গেম
    শ্যানন-উইভার মডেল
    স্ট্রীম সাইফার
    সুইচিং সার্কিট থিওরি
    সিম্বলিক ডায়নামিক্স
    আনসার্টেইনিটি কোয়েফিসিয়েন্ট
    ইউনিটস অব ইনফর্মেশন
    ইউজলেস মেশিন
    উইয়ার‍্যাবল কম্পিউটার
    হুইটটেকার-শ্যানন ইন্টারপোলেশন ফর্মুলা
    Y (game)
পুরস্কারআইইই মেডেল অব অনার (১৯৬৬)
ন্যাশনাল মেডেল অব সায়েন্স (১৯৬৬)
Harvey Prize (1972)
Kyoto Prize (1985)
National Inventors Hall of Fame (2004)
বৈজ্ঞানিক কর্মজীবন
কর্মক্ষেত্রগণিত and ইলেক্ট্রনিক প্রকৌশল
প্রতিষ্ঠানসমূহবেল ল্যাব্‌স
ম্যাসাচুসেট্‌স ইনস্টিটিউট অফ টেকনোলজি
ইন্সটিটিউট ফর অ্যাডভান্সড স্টাডি
ডক্টরাল উপদেষ্টাফ্রাঙ্ক লরেন হিচকক
ডক্টরেট শিক্ষার্থীউইলিয়াম ড্যানিয়েল হিলিস
আইভান এডওয়ার্ড সাদারল্যান্ড
উইলিয়াম রবার্ট সাদারল্যান্ড
Heinrich Arnold Ernst

প্রাথমিক জীবন

মিনিভ্যাক 601, ক্লড শ্যাননের ডিজাইন করা একটি ডিজিটাল কম্পিউটার প্রশিক্ষক

শ্যাননের জন্ম মিশিগানের পেটস্কি শহরে। জীবনের প্রথম ১৬ বছর কাটিয়েছেন মিশিগানের গেলর্ড শহরে। তিনি সেখানকার গেলর্ড হাই স্কুল হতে ১৯৩২ খ্রীস্টাব্দে পাস করেন। কিশোর বয়সে তিনি ওয়েস্টার্ন ইউনিয়ন এর বার্তাবাহক হিসাবে কাজ করেছেন। তিনি টমাস আলভা এডিসন এর দূর সম্পর্কের আত্মীয়।

বুলিয়ান তত্ত্ব

১৯৩২ খ্রীস্টাব্দে শ্যানন মিশিগান বিশ্ববিদ্যালয় এ প্রবেশ করেন। সেখানে তিনি জর্জ বূল এর তত্ত্ব সম্পর্কে জানতে পারেন। ১৯৩৬ খ্রীস্টাব্দে তিনি তড়িৎ প্রকৌশল ও গণিত - এই দুই বিষয়ে স্নাতক ডিগ্রী অর্জন করেন। এর পর তিনি ম্যাসাচুসেট্‌স ইন্সটিটিউট অফ টেকনোলজি (এমআইটি) তে গ্রাজুয়েট শিক্ষা শুরু করেন। সেখানে তিনি ভ্যানেভার বুশ এর ডিফারেন্সিয়াল এ্যানালাইজার (যা এক প্রকারের এনালগ কম্পিউটার) এর উপর কাজ করেন। এই গবেষণা করার সময় শ্যানন উপলব্ধি করেন যে, বূলের তত্ত্ব কম্পিউটার বিজ্ঞানে খুব কার্যকর ভাবে ব্যবহার করা যাবে। তার মাস্টার্স গবেষণার থিসিস এর উপর একটি গবেষণাপত্র, A Symbolic Analysis of Relay and Switching Circuits, ১৯৩৮ খ্রীস্টাব্দে ট্রান্সাকশন্স অফ আমেরিকান ইন্সটিটিউট অফ ইলেক্ট্রিকাল ইঞ্জিনিয়ারস নামক জার্নালে প্রকাশিত হয়। এই পত্রটির জন্য শ্যানন আমেরিকান ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটের আলফ্রেড নোবেল পুরস্কার লাভ করেন। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক হাওয়ার্ড গার্ডনার শ্যাননের এই থিসিসকে বিংশ শতাব্দীর সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস্টার্স থিসিস বলে অভিহিত করেছেন।

তথ্যসূত্র


🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ