গিনেস বিশ্ব রেকর্ড

বিশ্বের যাবতীয় রেকর্ডসমূহ নথিবদ্ধ থাকে।

গিনেস বিশ্ব রেকর্ড (ইংরেজি: Guiness World Records) যা ২০০০ সাল থেকে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস নামে পরিচিত। এটি একটি বার্ষিক প্রকাশনাবিশেষ। এতে বিশ্বের যাবতীয় রেকর্ডসমূহ নথিবদ্ধ থাকে।

গিনেস বিশ্ব রেকর্ড
বিষয়বিশ্ব রেকর্ড
ধরনরেফারেন্স
প্রকাশকজিম প্যাটিসন গ্রুপ
প্রকাশনার তারিখ
১০ নভেম্বর ১৯৫১ – বর্তমান
মিডিয়া ধরন
  • বই
  • টেলিভিশন
বিশ্ব রেকর্ডরত অবস্থায় সুরেশ জোয়াকিম

সূচনা

১৭৫৯ সালে আর্থার গিনেস ডাবলিনের সেন্ট জেমস্‌ গেট নামক স্থানে গিনেস ব্রিউরি নামক একটি প্রতিষ্ঠান তৈরি করেন।[১]

বৃহৎ গলদা-চিংড়ি

পৃথিবীর সবচেয়ে বড় গলদা-চিংড়ি পাওয়া গেছে কানাডার নোভা স্কোটিয়ায়। এটি ২০.১৫ কিলোগ্রাম (৪৪.৪ পা) ওজনের।[২][৩]

দূরত্বে বুমেরাং নিক্ষেপ

১,৪০১.৫ ফুট বা ৪২৭.২ মিটার দূরত্বে বুমেরাং নিক্ষেপের ঘটনা ঘটেছে। ডেভিড সুমি নামীয় ব্যক্তি ১৫ মার্চ, ২০০৫ সালে অস্ট্রেলিয়ার মুরারি রিক্রিয়েশন গ্রাউন্ডে বুমেরাং নিক্ষেপ করে দূরত্বে গিনেস বিশ্ব রেকর্ড গড়েন।[৪] এর মাধ্যমে তিনি ১৪ জুলাই, ২০০৩ সালে স্যান ফ্রান্সিসকো'র ফোর্ট ফানস্টোনে ইরিন হেমিংসের নিক্ষেপ করা পূর্বতন রেকর্ডটি ভেঙ্গে ফেলেন। ঐ সময় ইরিন ১,৩৩৩ ফুট (৪০৬.৩ মিটার) দূরত্বে এরোবি বা গোলাকার বুমেরাং নিক্ষেপ করেছিলেন।[৫]

গিনেস রেকর্ডে বাংলাদেশ

  • লইফবয় হাত ধোয়ায় উৎসাহিত করতে ঢাকাতে ১১,১৭৫ জন মানুষের সমন্বয়ে বৃহত্তম হাতের আকৃতি তৈরি করে ১৪ অক্টোবর ২০১৭ গিনেস বুকে নাম লেখায়।[৬]
  • ১১ ডিসেম্বর ২০০৪ পাঁচ মিলিয়ন মানুষের উপস্থিতিতে ১,০৫০ কি.মি. (৬৫২.৪ মাইল) মানব শিকল তৈরি করে। আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত এ মানব শিকল তৈরি করে[৭]
  • ১৬ ডিসেম্বর ২০১৬ দেশের সাইক্লিস্টদের অন্যতম সংগঠন BDCYCLISTS -এর আয়োজনে ১,১৮৬ জন সাইক্লিস্ট এক সারিতে সাইকেল চালিয়ে প্রায়,৮.৫ কিলোমিটার পথ অতিক্রম করে। আর এর মাধ্যমে তারা তৈরি করেন চলন্ত সাইকেলের দীর্ঘতম সারি। ১৭ জানুয়ারি ২০১৭ গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের নিজস্ব ওয়েবসাইটে এ স্বীকৃতির ঘোষণা দেয়া হয়। বসনিয়া-হার্জেগোভিনার রেকর্ড ভেঙে এ কীর্তি গড়েন BDCYCLISTS। ২০১৫ সালে বসনীয় সাইক্লিং ফেডারেশন প্রায় ২০টি দেশের ৯৮৪ জন সাইক্লিস্টদের নিয়ে এ রেকর্ডের অধিকারী হয়। তারও আগের রেকর্ডটি ছিল যুক্তরাষ্ট্রের একদল সাইক্লিস্টের। ২০১০ সালে যুক্তরাষ্ট্র ৯১৪ জন সাইক্লিস্ট নিয়ে রেকর্ড গড়েছিল।[৮]
  • ২০১৪ সালের স্বাধীনতা দিবসে ২ লাখ ৫৪ হাজার ৬৮১ জনের অংশগ্রহণে একসঙ্গে জাতীয় সঙ্গীত গেয়ে ইতিহাস গড়েছিল বাংলাদেশ। সেদিন ঘড়ির কাঁটায় বেলা ১১টা ২০ মিনিটে রাজধানীর তেজগাঁও জাতীয় প্যারেড গ্রাউন্ডের আকাশে-বাতাসে ধ্বনিত হয়,

‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।’বাঙালির দেশপ্রেমের অনন্য এক নজির দেখল সারা বিশ্ব। পাশাপাশি লাখো কণ্ঠে জাতীয় সঙ্গীত গাওয়ার বিশ্বরেকর্ড গড়ল বাংলাদেশ। সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক সহযোগিতা ও তত্ত্বাবধানে ওই কর্মসূচিটির আয়োজন করা হয়েছিল।[৯]

  • গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের তালিকায় রিকশার নগরী হিসেবে স্থান পেয়েছে রাজধানী ঢাকা।

পৃথিবীর সবচেয়ে বেশি রিকশা চলাচল করে ঢাকায়। ১৫ মিলিয়ন মানুষের শহর ঢাকার যাতায়াতের মোট ৪০ শতাংশ রিকশাকেন্দ্রিক। রাজধানী ঢাকায় পাঁচ লক্ষাধিক রিকশা চলাচল করে। পরিবেশবান্ধব এই বাহন ঢাকার প্রতিবন্ধী, নারী ও শিশুদের যাতায়াতের প্রধান মাধ্যম। এমন তথ্য লিপিবদ্ধ হয়েছে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের ২০১৫ সালের প্রকাশনায়। ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশের মিডিয়া অ্যাডভোকেসি অফিসার সৈয়দ সাইফুল আলমের একটি ব্লগ পড়ে তার সঙ্গে যোগাযোগ করে গিনেস কর্তৃপক্ষ। সৈয়দ সাইফুল আলম বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ঢাকার রিকশার তথ্য প্রদান করেন। তার হাত ধরেই বাংলাদেশের খাতায় যুক্ত হলো আরো একটি বিশ্বরেকর্ড।[১০]

  • সর্বাধিক মানুষের হাত ধোঁয়া ১৫ অক্টোবর ২০০৯ বিশ্ব হাত ধোঁয়া দিবসে বিশেষ আয়োজনে ৫২,৯৭০ জন মানুষ হাত ধুয়ে বিশ্ব রেকর্ড গড়েন।[১১]
  • সবচেয়ে বড় উপসাগর বঙ্গোপসাগরের আয়তন ২১ লাখ ৭২ হাজার বর্গকিলোমিটার। গিনেস বুক মতে, এটি বিশ্বের সবচেয়ে বড় উপসাগর।[১১]
  • বিশ্বের সবচেয়ে বড় ব্যাট বিশ্বের সবচেয়ে বড় ব্যাটের দৈর্ঘ্য ১১১ ফুট ও প্রস্থ ১২.৫ ফুট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ হলের ৬৭ জন ছাত্র মিলে বিশ্বকাপ উপলক্ষ্যে বিশ্বের সবচেয়ে বড় এই ব্যাট বানিয়েছিলেন। এই ব্যাটটি বানাতে তাদের সময় লেগেছিল ১৫ দিন।[১১]

গিনেস বুকে বাংলাদেশী

  • জোবেরা রহমান লিনু বাংলাদেশের প্রখ্যাত টেবিল টেনিস খেলোয়াড়। ১৯৭৭ থেকে ২০০১ কাল-পরিধিতে ১৬ বার জাতীয় টেবিল টেনিস চ্যাম্পিয়ন হওয়ায় গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস-এ তার নাম উঠেছে।
  • সুদর্শন দাশ নামের এক বাঙালি ঢোল বাদক টানা ২৭ ঘণ্টা ঢোল বাজিয়ে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড করেন। ২০১৭ সালের ২৫ জুলাই তাকে গিনেস বুক অফ ওয়ার্ল্ড কমিটি স্বীকৃতি দেয়।
  • আব্দুল হালিম ২০১৫ সালের ২২ নভেম্বর ওয়ালটনের ব্যানারে ঢাকায় মাথায় বল নিয়ে দ্রুততম সময়ে স্কেটিং জুতা পরে ১০০ মিটার[১২] অতিক্রম করেন । কমলাপুর রেলওয়ে স্টেশনের ২ নম্বর প্লাটফর্মে তিনি এই খেলা প্রদর্শন করে ২৭.৬৬ সেকেন্ডেই নির্দিষ্ট গন্তব্যে পৌঁছান। ল্যাপে ওই দূরত্ব অতিক্রম করতে সময় নিয়েছিলেন ২ ঘণ্টা ৪৯ মিনিট ৫৩ সেকেন্ড। এই প্রচেষ্টার ভিডিও ফুটেজ ও অন্যান্য প্রমাণ গিনেস ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষ যাচাই-বাছাই করে ২০১৬ সালের ২৩ মার্চ স্বীকৃতি দেয়।
  • আব্দুল হালিম মার্সেলের পৃষ্ঠপোষকতায় ২০১১ সালের ২২ অক্টোবর ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ট্র্যাকে মাথায় বল নিয়ে টানা ১৫.২ কিলোমিটার হাঁটার ভিডিও দৃশ্য ধারণ করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করেন বাংলাদেশের পক্ষ হয়ে। তিনি পেছনে ফেলেছিলেন ১১.১২ কিলোমিটার পথ হেঁটে বিশ্ব রেকর্ড গড়া মালয়েশিয়ার ই মিং লুকে।
  • নোয়াখালী জেলার কণক কর্মকার কপালে ১১৫০ টি প্লাস্টিকের গ্লাস এক মিনিট পাঁচ সেকেন্ড রেখে প্রথমবার,[১৩] কপালে পঁচিশ মিনিট গিটার ব্যালেন্স করে দ্বিতীয়বার,[১৪] ঘাড় দিয়ে এক মিনিটে ছত্রিশবার ভলিবল ক্যাচ ধরে তৃতীয়বার[১৫] এবং থুতনিতে ১৫ মিনিট ৩৯ সেকেন্ড গিটার ব্যালেন্স করে চতুর্থ বার গিনেস বুকে নাম লেখান।[১৬]
  • মাগুরা জেলার মাহমুদুল হাসান ফয়সাল হাতে এক মিনিটে ১৩৪ বার ফুটবল ঘুরিয়ে ১১ আগস্ট ২০১৮[১৭] এবং ০৬ জানুয়ারি ২০১৯ এক মিনিটে ১৪৪ বার বাস্কেটবল ঘুরিয়ে গিনেস বুকে নাম লেখান[১৮]
  • মাসুদ রানা, ফুটবলার ঢাকার সৈয়দ নজরুল ইসলাম সুইমিং কমপ্লেক্সে মাথার উপর ফুটবল নিয়ে ৪৪.৯৫ সেকেন্ডে ৫০ মিটার সাঁতার কেটে গিনেস রেকর্ড করেন। গিনেস বুক তাদের ওয়েবসাইটে ০২ আগস্ট ২০১৮ -এ রেকর্ড প্রকাশ করে[১৯]
  • ইমরান শরীফ ঢাকার রাস্তায় কারও সহযোগিতা না নিয়ে, একাই ২.৫২৭ কিলোমিটার ( ৮,২৯০ ফুট ৮.১৯ ইঞ্চি ) লম্বা পেপার ক্লিপ দিয়ে সিকল (চে’ন) তৈরি করে ১৫ ফেব্রুয়ারি ২০১৯ গিনেস বুকে উঠে আসেন [২০]
  • রাসেল ইসলাম রাসেল ঠাকুরগাঁও সদর উপজেলার রহমানপুর ইউনিয়নের সিরজাপাড়া গ্রামের দিন মজুর বজলুর রহমানের ছেলে খুব অল্প সময়েই স্কিপিং রোপে (দড়ি দিয়ে লাফানো) ২৯ জুলাই ২০২১ এ বিশ্ব রেকর্ড করেন রাসেল ইসলাম।[২১][২২][২৩][২৪][২৫][২৬][২৭]
  • আশিকুর রহমান জুবায়ের ঝালকাঠি জেলা শহর মসজিদবাড়ি রোডের বাসিন্দা জালাল আহম্মেদের ছেলে আশিকুর রহমান জুবায়ের শূন্যে বল নিক্ষেপ এবং ধরে ফেলে ৩০ জুলাই ২০২০ এ গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নেওয়া ফুটবলার।[২৮][২৯][৩০][৩১][৩২]

তথ্যসূত্র

আরও দেখুন

বহিঃসংযোগ

🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ