চৈনিক ভাষাসমূহ

চৈনিক ভাষাসমূহ বলতে পূর্ব এশিয়ার কতগুলি বিশ্লেষণী ভাষার একটি দলকে বোঝায়, যেটি চীনা-তিব্বতি ভাষা পরিবারের একটি প্রধান শাখা গঠন করেছে। অনেক ভাষাবিদ প্রস্তাব করেছেন যে চৈনিক ভাষাগুলি এবং তিব্বতি-বর্মী ভাষাগুলির মধ্যে একটি মৌলিক বিভাজন বিদ্যমান। অনেক গবেষক এই মত প্রত্যাখ্যানও করলেও [৩] অন্যেরা এই মত সমর্থনকারী জাতিজনিগত প্রমাণ খুঁজে পেয়েছেন।[৪][৫] পাই ভাষাসমূহ শ্রেণীবদ্ধ করা দুরূহ হলেও হয়ত এগুলি প্রাচীন চীনা ভাষার একটি শাখা, সুতরাং চৈনিক ভাষা।[৬] অন্যথা চৈনিক ভাষা বলতে কেবলমাত্র চীনা ভাষার বহুসংখ্যক প্রকারভেদকে বোঝায়, যেগুলি একটি সাধারণ লিখন পদ্ধতি দ্বারা ঐক্যবদ্ধ। এক্ষেত্রে চৈনিক ভাষা বলতে এমন একটি ভাষাগত দৃষ্টিভঙ্গিকে নির্দেশ করা হয়, যেখানে চীনা ভাষাগুলি একটিমাত্র ভাষার বহুসংখ্যক প্রকারভেদ নয়, বরং অনেকগুলি স্বতন্ত্র ভাষার একটি পরিবার।[ক]

চৈনিক
চীনা
জাতিতত্ত্বচৈনিক নৃগোষ্ঠীসমূহ
ভৌগোলিক বিস্তারবৃহত্তর চীন, সিঙ্গাপুর
ভাষাগত শ্রেণীবিভাগচীনা-তিব্বতি
  • চৈনিক
প্রত্ন-ভাষাপ্রত্ন-চৈনিক
উপবিভাগ
আইএসও ৬৩৯-৫zhx
গ্লটোলগsini1245  (Sinitic)[১]
macr1275  (Macro-Bai)[২]

বক্তাসংখ্যা

বৃহত্তর চীনা ভাষার সর্বমোট বক্তাসংখ্যা ১৫২ কোটির কিছু বেশি, যাদের মধ্যে প্রায় ৭৪% (১১২ কোটি) ম্যান্ডারিন চীনা ভাষা বা এর কোনও উপভাষায় কথা বলে। সারা বিশ্বজুড়ে মাতৃভাষা এবং দ্বিতীয় ভাষা হিসেবে চৈনিক ভাষাসমূহের মূল শাখাগুলির বক্তার সংখ্যা নিচে দেওয়া হল (২০১৮-১৯):[৮]

শাখাসর্বমোট বক্তাসংখ্যাশতাংশ
ম্যান্ডারিন১,১১৮,৫৮৪,০৪০৭৩.৫০%
ইউয়ে (ক্যান্টনীয় ভাষাসহ)৮৫,৫৭৬,৫৭০৫.৬২%
৮১,৮১৭,৭৯০৫.৩৮%
মিন৭৫,৬৩৩,৮১০৪.৯৭%
চিন৪৭,১০০,০০০৩.০৯%
হাক্কা৪৪,০৬৫,১৯০২.৮৯%
শিয়াং৩৭,৪০০,০০০২.৪৬%
কান২২,২০০,০০০১.৪৬%
হুয়েইচৌ৫,৩৮০,০০০০.৩৫%
ফিংহুয়া৪,১৩০,০০০০.২৭%
তুনকান৫৬,৩০০>০.০১%
মোট১,৫২১,৯৪৩,৭০০১০০%

তথ্যসূত্র


উদ্ধৃতি ত্রুটি: "lower-alpha" নামক গ্রুপের জন্য <ref> ট্যাগ রয়েছে, কিন্তু এর জন্য কোন সঙ্গতিপূর্ণ <references group="lower-alpha"/> ট্যাগ পাওয়া যায়নি

🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ