চ্যাম্পিয়ন্স লিগ টুয়েন্টি২০

চ্যাম্পিয়ন্স লিগ টুয়েন্টি২০ একটি বার্ষিক আন্তর্জাতিক টুয়েন্টি২০ ক্রিকেট প্রতিযোগিতাবিশেষ ছিল। সচরাচর এটি সিএলটি২০ নামে পরিচিত। উক্ত প্রতিযোগিতায় বৃহৎ আকারের ক্রিকেটভূক্ত দেশসমূহের শীর্ষস্থানীয় ঘরোয়া ক্রিকেট দলসমূহ প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়। ২০০৮ সালে প্রতিযোগিতার উদ্বোধন হলেও মুম্বাই আক্রমণের প্রেক্ষিতে তা বাতিল হয়। পরবর্তীতে অক্টোবর, ২০০৯ সালে প্রথম আসরের সূচনা ঘটে।[১] বিসিসিআই, ক্রিকেট অস্ট্রেলিয়া এবংক্রিকেট সাউথ আফ্রিকা যৌথভাবে এ প্রতিযোগিতা আয়োজন করে।[২] বিসিসিআইয়ের সভাপতি এন. শ্রীনিবাসন প্রতিযোগিতা পরিচালনার দায়িত্বে রয়েছেন। সিএলটি২০ প্রতিযোগিতাসহ আইপিএলের প্রধান পরিচালনাকারী কর্মকর্তা হিসেবে রয়েছেন সুন্দর রমন।[৩][৪]

চ্যাম্পিয়ন্স লিগ টুয়েন্টি২০
দেশ
৭ দেশ
ব্যবস্থাপকবিসিসিআই, সিএ, সিএসএ
খেলার ধরনটুয়েন্টি২০
প্রথম টুর্নামেন্টভারত ২০০৮
শেষ টুর্নামেন্টভারত ২০১৪
প্রতিযোগিতার ধরনরাউন্ড-রবিননক-আউট
দলের সংখ্যা১০ (গ্রুপ পর্ব)
১২ (সর্বমোট)
বর্তমান চ্যাম্পিয়নভারত চেন্নাই সুপার কিংস (২য় শিরোপা)
সর্বাধিক সফলভারত চেন্নাই সুপার কিংস (২য় শিরোপা)
ভারত মুম্বই ইন্ডিয়ান্স (২য় শিরোপা)
সর্বাধিক রানভারত সুরেশ রায়না (৮৪২)
সর্বাধিক উইকেটত্রিনিদাদ ও টোবাগো সুনীল নারাইন (৩৯)
টিভিসম্প্রচারকারী টেলিভিশনের তালিকা
ওয়েবসাইটclt20.com
২০১৪ চ্যাম্পিয়ন্স লিগ টুয়েন্টি২০

ভারত অথবা দক্ষিণ আফ্রিকায় সেপ্টেম্বর-অক্টোবর সময়কালে দুই থেকে তিন সপ্তাহব্যাপী প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সর্বমোট পুরস্কার মূল্য হচ্ছে $৬ মিলিয়ন মার্কিন ডলার। তন্মধ্যে বিজয়ী দলকে $২.৫ মিলিয়ন ডলার মূল্যমানের পুরস্কার প্রদান করা হয় যা ক্লাব ক্রিকেট প্রতিযোগিতার ইতিহাসে সর্বোচ্চ।[৫] বর্তমানে প্রিমিয়ার টুয়েন্টি২০ প্রতিযোগিতার সেরা দলগুলো এতে অংশ নেয়। তবে সাতটি টেস্টভূক্ত দেশের মধ্যে ভারত, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার দলগুলোকেই প্রাধান্য দেয়া হয়।[৬]

দুর্বল দর্শকসংখ্যা, দর্শকদের আগ্রহের অভাব, অস্থিতিশীল স্পনসরশিপ এবং অন্যান্য প্রয়োজনীয় কারণের অভাবের কারণে, তিনটি প্রতিষ্ঠাতা ক্রিকেট বোর্ড ১৫ জুলাই ২০১৫ এ টুর্নামেন্টটি বাতিল করার ঘোষণা দেয়, এইভাবে ২০১৪ চ্যাম্পিয়ন্স লিগ টুয়েন্টি২০ টুর্নামেন্টের শেষ সংস্করণে পরিণত হয়।

প্রতিযোগিতার সারসংক্ষেপ

মৌসুমের সারসংক্ষেপ

বছরস্বাগতিক দেশচূড়ান্ত খেলাদলসমূহসূত্র
স্থানবিজয়ীফলাফলরানার্স-আপগ্রুপমোট
২০০৮
বিস্তারিত
 ভারতএমএ চিদাম্বরম স্টেডিয়াম, চেন্নাই২০০৮ মুম্বাই আক্রমণের প্রেক্ষিতে বাতিল[৭]
২০০৯
বিস্তারিত
 ভারতরাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, হায়দরাবাদ নিউ সাউথ ওয়েলস ব্লুজ
১৫৯/৯ (২০ ওভার)
৪১ রানে বিজয়ী
স্কোরকার্ড
 ত্রিনিদাদ ও টোবাগো
১১৮ (১৫.৫ ওভার)
১২[৮][৯]
২০১০
বিস্তারিত
 দক্ষিণ আফ্রিকানিউ ওয়ান্ডেরার্স স্টেডিয়াম, জোহানেসবার্গ চেন্নাই সুপার কিংস
১৩২/২ (১৯ ওভার)
৮ উইকেটে বিজয়ী
স্কোরকার্ড
ওয়ারিয়র্স
১২৮/৬ (২০ ওভার)
১০[১০][১১]
২০১১
বিস্তারিত
 ভারতএমএ চিদাম্বরম স্টেডিয়াম, চেন্নাই মুম্বই ইন্ডিয়ান্স
১৩৯ (২০ ওভার)
৩১ রানে বিজয়ী
স্কোরকার্ড
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর
১০৮ (১৯.২ ওভার)
১০১৩[১২][১৩]
২০১২
বিস্তারিত
 দক্ষিণ আফ্রিকানিউ ওয়ান্ডেরার্স স্টেডিয়াম, জোহানেসবার্গ সিডনি সিক্সার্স
১২৪/০ (১২.৩ ওভার)
১০ উইকেটে বিজয়ী
স্কোরকার্ড
হাইভেল্ড লায়ন্স
১২১ (২০ ওভার)
১০১৪[১৪]
২০১৩
বিস্তারিত
 ভারতফিরোজ শাহ কোটলা মাঠ, নয়াদিল্লি মুম্বই ইন্ডিয়ান্স
২০২/৬ (২০ ওভার)
৩৩ রানে বিজয়ী
স্কোরকার্ড
রাজস্থান রয়্যালস
১৬৯ (১৮.৫ ওভার)
১০১২[১৫]
২০১৪
বিস্তারিত
 ভারতএম. চিনস্বামী স্টেডিয়াম, ব্যাঙ্গালোর চেন্নাই সুপার কিংস
১৮৫/২ (১৮.৩ ওভার)
৮ উইকেটে বিজয়ী
স্কোরকার্ড
কলকাতা নাইট রাইডার্স
১৮০/৬ (২০ ওভার)
১০১২[১৬]

সূত্র: ক্রিকইনফো [১৭]

পরিসংখ্যান ও রেকর্ড

২০১২ আসর পর্যন্ত ১০৩ খেলায় সর্বমোট ৩০ দল অংশ নিয়েছে।[১৮] ব্যক্তিগত পর্যায়ে খেলোয়াড়েরা চার আসরে ২০ খেলায় অংশ নিয়েছেন।[১৯] চারজন খেলোয়াড় শতরান করেছেন।[২০] ১৬জন খেলোয়াড় চার উইকেট ও ৩জন পাঁচ উইকেট পেয়েছেন।[২১][২২] একজন খেলোয়াড় হ্যাট্রিক লাভ করেছেন।[২৩]

শিরোপা ও সাফল্য

নিচের ছকে এক নজরে চ্যাম্পিয়ন্স লিগ টুয়েন্টি২০ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলসমূহের সাফল্য দেখানো হয়েছে:

দলসময়কালঅংশগ্রহণশিরোপাসেরা প্রদর্শন
মুম্বই ইন্ডিয়ান্স২০১০ - ২০১৪চ্যাম্পিয়ন (২০১১, ২০১৩)
সিডনি সিক্সার্স২০১২ - ২০১২চ্যাম্পিয়ন (২০১২)
চেন্নাই সুপার কিংস২০১০ - ২০১৪চ্যাম্পিয়ন (২০১০)
নিউ সাউথ ওয়েলস ব্লুজ২০০৯ - ২০১১চ্যাম্পিয়ন (২০০৯)
রাজস্থান রয়্যালস২০১৩ - ২০১৩রানার্স-আপ (২০১৩)
হাইভেল্ড লায়ন্স২০১০ - ২০১৩রানার্স-আপ (২০১২)
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর২০০৯ - ২০১১রানার্স-আপ (২০১১)
ওয়ারিয়র্স২০১০ - ২০১১রানার্স-আপ (২০১০)
ত্রিনিদাদ ও টোবাগো২০০৯ - ২০১৩রানার্স-আপ (২০০৯)
দিল্লি ডেয়ারডেভিলস২০০৯ - ২০১২সেমি-ফাইনাল (২০১২)
টাইটান্স২০১২ - ২০১৩সেমি-ফাইনাল (২০১২)
সমারসেট২০০৯ - ২০১১সেমি-ফাইনাল (২০১১)
সাউদার্ন রেডব্যাকস২০১০ - ২০১১সেমি-ফাইনাল (২০১০)
কেপ কোবরাজ২০০৯ - ২০১৪সেমি-ফাইনাল (২০০৯)
ভিক্টোরিয়া বুশর‌্যাঞ্জার্স২০০৯ - ২০১০সেমি-ফাইনাল (২০০৯)
ওতাগো ভোল্টস২০০৯ - ২০১৩গ্রুপ পর্ব (২০১৩)
ব্রিসবেন হিট২০১৩ - ২০১৩গ্রুপ পর্ব (২০১৩)
সানরাইজার্স হায়দরাবাদ২০১৩ - ২০১৩গ্রুপ পর্ব (২০১৩)
কলকাতা নাইট রাইডার্স২০১১ - ২০১৪গ্রুপ পর্ব ২০১২)
পার্থ স্কর্চার্স২০১২ - ২০১৪গ্রুপ পর্ব (২০১২)
অকল্যান্ড এসেস২০১১ - ২০১২গ্রুপ পর্ব (২০১২)
ইয়র্কশায়ার কার্নেগি২০১২ - ২০১২গ্রুপ পর্ব (২০১২)
ওয়েয়াম্বা২০০৯ - ২০১০গ্রুপ পর্ব (২০১০)
সেন্ট্রাল ডিস্ট্রিক্টস স্ট্যাগস২০১০ - ২০১০গ্রুপ পর্ব (২০১০)
গায়ানা২০১০ - ২০১০গ্রুপ পর্ব (২০১০)
ডেকান চার্জার্স২০০৯ - ২০০৯গ্রুপ পর্ব (২০০৯)
ডায়মন্ড ঈগলস২০০৯ - ২০০৯গ্রুপ পর্ব (২০০৯)
সাসেক্স শার্কস২০০৯ - ২০০৯গ্রুপ পর্ব (২০০৯)
লাহোর লায়ন্স২০১৪ - ২০১৪অভিষেক (২০১৪)
কিংস ইলাভেন পাঞ্জাব২০১৪ - ২০১৪অভিষেক (২০১৪)
হোবার্ট হারিকেন্স২০১৪ - ২০১৪অভিষেক (২০১৪)
ডলফিন্স ক্রিকেট দল২০১৪ - ২০১৪অভিষেক (২০১৪)
বার্বাডোস ট্রাইডেন্টস২০১৪ - ২০১৪অভিষেক (২০১৪)
নর্দার্ন নাইটস২০১৪ - ২০১৪অভিষেক (২০১৪)

টীকা:

  •      দল অংশগ্রহণ করেনি
  •      বিলুপ্ত দল (বেশীদিন ক্রিকেট অথবা টুয়েন্টি২০ খেলেনি)
  • ছকটি শিরোপা, সেরা ফলাফলের সর্বশেষ বছর, খেলায় অংশগ্রহণ অনুযায়ী সাজানো হয়েছে। লিগ ও গ্রুপ পর্বের খেলাগুলোকে সমান ধরা হয়েছে।

সূত্র: ক্রিকইনফো [১৭]সর্বশেষ হালনাগাদ: ১৩ সেপ্টেম্বর, ২০১৪

যোগ্যতাবিহীন দল

চ্যাম্পিয়ন্স লিগ টুয়েন্টি২০ প্রতিযোগিতায় অংশ নিলেও গ্রুপ পর্ব / লিগ পর্বে যোগ্যতা লাভ করেনি এমন দলের তালিকা ছকে তুলে ধরা হয়েছে।

দলসময়কালঅংশগ্রহণসেরা প্রদর্শন
সাউদার্ন এক্সপ্রেস২০১৪ - ২০১৪বাছাইপর্ব (২০১৪)
ফয়সালাবাদ ওল্ভস২০১৩ - ২০১৩বাছাইপর্ব (২০১৩)
কন্দুরাতা ম্যারুনস২০১৩ - ২০১৩বাছাইপর্ব (২০১৩)
হ্যাম্পশায়ার২০১২ - ২০১২বাছাইপর্ব (২০১২)
সিয়ালকোট স্ট্যালিয়ন্স২০১২ - ২০১২বাছাইপর্ব (২০১২)
ইউভা নেক্সট২০১২ - ২০১২বাছাইপর্ব (২০১২)
লিচেস্টারশায়ার ফক্সেস২০১১ - ২০১১বাছাইপর্ব (২০১১)
রুহুনা রয়্যালস২০১১ - ২০১১বাছাইপর্ব (২০১১)

টীকা:

  •      দল অংশগ্রহণ করেনি
  •      বিলুপ্ত দল (বেশীদিন টিকেট অথবা টুয়েন্টি২০ খেলেনি)
  • ছকটি শিরোপা, সেরা ফলাফলের সর্বশেষ বছর, খেলায় অংশগ্রহণ অনুযায়ী সাজানো হয়েছে। লিগ ও গ্রুপ পর্বের খেলাগুলোকে সমান ধরা হয়েছে।

সূত্র: ক্রিকইনফো [১৭]

সর্বশেষ হালনাগাদ: ১৪ সেপ্টেম্বর, ২০১৪

সম্প্রচার ব্যবস্থা

টেলিভিশন
দেশসম্প্রচারকসূত্র
আরব বিশ্বস্যাটেলাইট: এআরটি ক্রিকওয়ান (২০০৯-২০১৮)
 অস্ট্রেলিয়াফ্রি-টু-এয়ার: ওয়ান/নেটওয়ার্ক টেন (২০০৯-২০১০, ২০১৩-বর্তমান)
ক্যাবল/স্যাটেলাইট (অর্থ): ফক্স স্পোর্টস (২০১১-২০১২)
[২৪]
 বাংলাদেশক্যাবল/স্যাটেলাইট (অর্থ): মাছরাঙ্গা টেলিভিশন (২০০৯-২০১৮)[২৫]
 ভুটানক্যাবল/স্যাটেলাইট (অর্থ): স্টার ক্রিকেট (২০০৯-২০১৮)[২৫]
 কানাডাক্যাবল/স্যাটেলাইট (অর্থ): স্পোর্টনেট ওয়ান (ফাইনাল), স্পোর্টনেট ওয়ার্ল্ড
 চীনক্যাবল/স্যাটেলাইট (অর্থ): ইএসপিএন
 ইউরোপক্যাবল/স্যাটেলাইট (অর্থ): ইউরোস্পোর্ট ২[২৬]
 হংকংক্যাবল/স্যাটেলাইট (অর্থ): স্টার ক্রিকেট (২০০৯-২০১৮)[২৫]
 ভারতক্যাবল/স্যাটেলাইট (অর্থ): স্টার স্পোর্টস ১ (২০০৯-২০১৮)[২৫]
 ইন্দোনেশিয়াটিপিআই/এমএনসিটিভি (২০০৯-২০১৮)
 মালয়েশিয়াস্যাটেলাইট (অর্থ): অস্ত্রো
 মালদ্বীপক্যাবল/স্যাটেলাইট (অর্থ): স্টার ক্রিকেট (২০০৯-২০১৮)[২৫]
   নেপালক্যাবল/স্যাটেলাইট (অর্থ): স্টার ক্রিকেট (২০০৯-২০১৮)[২৫]
 নিউজিল্যান্ডক্যাবল/স্যাটেলাইট (অর্থ): স্কাই স্পোর্ট
 পাকিস্তানক্যাবল/স্যাটেলাইট (অর্থ): পিটিভি স্পোর্টস, টেন স্পোর্টস (২০০৯-২০১৮)[২৫]
 সিঙ্গাপুরক্যাবল/স্যাটেলাইট (অর্থ): স্টার ক্রিকেট (২০০৯-২০১৮)[২৫]
 দক্ষিণ আফ্রিকাসুপারস্পোর্ট ২০০৯-২০১৮
 শ্রীলঙ্কাক্যাবল/স্যাটেলাইট (অর্থ): স্টার ক্রিকেট (২০০৯-২০১৮)[২৫]
 যুক্তরাজ্যক্যাবল/স্যাটেলাইট (অর্থ): ব্রিটিশ ইউরোস্পোর্ট (২০০৯-২০১৬)[২৭][২৮]
 মার্কিন যুক্তরাষ্ট্রইন্টারনেট (অর্থ): ইএসপিএন৩ (২০১২-২০১৫)
ইন্টারনেট: উইলো ক্রিকেট (২০০৯-২০১১)
ওয়েস্ট ইন্ডিজক্যাবল/স্যাটেলাইট (অর্থ): ইএসপিএন (২০১০-২০১৫[২৯]

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: প্রধান পাতা২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপতুফান (২০২৪-এর চলচ্চিত্র)বিশেষ:অনুসন্ধানঈদুল আযহাঈদের নামাজকুরবানীরবীন্দ্রনাথ ঠাকুরঈদ মোবারকক্লিওপেট্রাকোকা-কোলারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)এক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশমিয়া খলিফাআসসালামু আলাইকুমআবহাওয়া২০২৪ কোপা আমেরিকাদ্য কোকা-কোলা কোম্পানিইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনউয়েফা ইউরো ২০২৪ওয়ালাইকুমুস-সালামসন্দীপ লামিছানেতানজিম হাসান সাকিববাংলা প্রবাদ-প্রবচনের তালিকানির্জলা একাদশীকাজী নজরুল ইসলামচন্দ্রবোড়াশাকিব খানঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরস্বামী বিবেকানন্দভারতমহাত্মা গান্ধীঐশ্বর্যা রাইবাংলা ভাষাআইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহমুহাম্মাদএকাদশী