জার্মান জাতি

জার্মান জাতি (জার্মান: Deutsche) হল মধ্য ইউরোপের স্থানীয় জার্মানীয় জাতিগোষ্ঠী[২৮][২৯][৩০][৩১] যারা সাধারণ জার্মান বংশোদ্ভব, সংস্কৃতি ও ইতিহাসের অংশীদার। জার্মান ভাষা হল সংখ্যাগরিষ্ঠ জার্মান জনগোষ্ঠীর সাধারণ মাতৃভাষা।

জার্মান জাতি
Deutsche
মোট জনসংখ্যা
আনু. ১০০–১৫০ মিলিয়ন বিশ্বব্যাপী[১]
উল্লেখযোগ্য জনসংখ্যার অঞ্চল
 Germany62,482,000[২]
 United States46,047,114 (descent)[৩]
 Brazil12,000,000 (descent)[৪][৫]
 Argentina3,541,600 (descent)[৬]
 Canada3,322,405 (descent)[৭]
 Chile500,000 (descent)[৮]
 France437,000[৯]
 Russia394,138 [তথ্যসূত্র প্রয়োজন]
 Netherlands368,512[১০]
 Italy310,900[১১]
 অস্ট্রিয়া204,000[১২]
 Kazakhstan181,958[১৩]
 Hungary178,837[১৪]
 Poland148,000[১৫]
 স্পেন167,771 [তথ্যসূত্র প্রয়োজন][১৬]
 সুইডেন50,863 [তথ্যসূত্র প্রয়োজন]
 Mexico15,000–40,000[১৭]
 Uruguay40,000[১৮]
 Romania36,000[১৯]
 Ukraine33,302[২০]
 নরওয়ে27,593[২১][২২]
 Dominican Republic25,000[২৩]
 Czech Republic21,216[২৪]
 Portugal10,030 (2016)[২৫]
ভাষা
জার্মান
ধর্ম
প্রধানত খ্রিষ্টধর্ম
ঐতিহাসিকভাবে:
২/৩ ভাগ প্রোটেস্ট্যান্ট[note ১]
১/৩ ভাগ রোমান ক্যাথলিক
বর্তমানে:[২৬]
১/৩ ভাগ রোমান ক্যাথলিক
১/৩ ভাগ প্রোটেস্ট্যান্ট[note ২][২৭]
১/৩ ভাগ অধার্মিক
সংশ্লিষ্ট জনগোষ্ঠী
অন্যান্য জার্মানীয় জাতিগোষ্ঠী

ইংরেজি ভাষায় জার্মান শব্দটি ঐতিহাসিকভাবে মধ্যযুগের শেষভাগ থেকে রোমান সাম্রাজ্যের জার্মানভাষী জনগোষ্ঠীকে বোঝাতে ব্যবহৃত হত।[note ৩] ষোড়শ শতাব্দীতে রোমান সাম্রাজ্যের অভ্যন্তরে প্রোটেস্টান্ট সংস্কার শুরু হবার পর থেকে জার্মান সমাজকে ক্যাথলিক-প্রোটেস্ট্যান্ট বিভাজন দ্বারা চিহ্নিত করা হত।[৩২]বিশ্বের প্রায় ১০০ মিলিয়ন স্থানীয় জার্মানভাষীর মধ্যে[৩৩] প্রায় ৮০ মিলিয়ন নিজেদের জার্মান হিসেবে বিবেচনা করে। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রাজিল (প্রধানত দেশটির দক্ষিণাঞ্চলে), আর্জেন্টিনা, কানাডা, দক্ষিণ আফ্রিকা, সোভিয়েত-উত্তর রাষ্ট্রসমূহ (বিশেষত রাশিয়াকাজাখস্তান) ও ফ্রান্সে আরও ৮০ মিলিয়ন জার্মান বংশোদ্ভূত জনগোষ্ঠী রয়েছে।[note ৪] ফলে মোট জার্মান জনসংখ্যা প্রয়োগকৃত মাপদণ্ডের ওপর নির্ভর করে (স্থানীয় জার্মানভাষী, একক-বংশজাত নৃতাত্ত্বিক জার্মান, আংশিক বংশজাত জার্মান ইত্যাদি) প্রায় ১০০ থেকে ১৫০ মিলিয়নের বেশি হতে পারে।[১]বর্তমানে, সংখ্যাগরিষ্ঠ জার্মানভাষী দেশগুলোর—যেগুলো পূর্বে রোমান সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল (যেমন: অস্ট্রিয়া, সুইজারল্যান্ড, লিখটেনস্টাইন ও অন্যান্য ঐতিহাসিকভাবে সংযুক্ত দেশ যেমন: লুক্সেমবুর্গ)—জনগণ প্রায়শই নিজেদের রাষ্ট্রীয় পরিচয়ে চিহ্নিত করে এবং অনেকক্ষেত্রেই নিজেদের নৃতাত্ত্বিক জার্মান হিসেবে আত্মপরিচয় দেয় না।[৩৪]

তথ্যসূত্র


উদ্ধৃতি ত্রুটি: "note" নামক গ্রুপের জন্য <ref> ট্যাগ রয়েছে, কিন্তু এর জন্য কোন সঙ্গতিপূর্ণ <references group="note"/> ট্যাগ পাওয়া যায়নি

🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ