জিন কেলি

ইউজিন করেন কেলি (ইংরেজি: Eugene Curran Kelly; ২৩শে আগস্ট, ১৯১২ – ২রা ফেব্রুয়ারি, ১৯৯৬) একজন মার্কিন চলচ্চিত্র, মঞ্চ ও টেলিভিশন অভিনেতা, নৃত্যশিল্পী, চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও নৃত্য-পরিচালক ছিলেন। তিনি তার শক্তিশালী ও ক্রীড়াবিদতুল্য নাচের শৈলী, সুদর্শন রূপ এবং বিভিন্ন অমায়িক চরিত্রে অভিনয়ের জন্য বিখ্যাত ছিলেন।

জিন কেলি
১৯৪৩ সালে জিন কেলি
জন্ম
ইউজিন করেন কেলি

(১৯১২-০৮-২৩)২৩ আগস্ট ১৯১২
পিটসবার্গ, পেন্সিল্‌ভেনিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র
মৃত্যুফেব্রুয়ারি ২, ১৯৯৬(1996-02-02) (বয়স ৮৩)
বেভারলি হিলস, ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র
নাগরিকত্বমার্কিন (শেষ জীবনে আইরিশ নাগরিকত্বও লাভ করেন)[১]
শিক্ষাপিবডি হাই স্কুল
মাতৃশিক্ষায়তনপিটসবার্গ বিশ্ববিদ্যালয়
পেশানৃত্যশিল্পী, নৃত্য পরিচালক, নাট্য পরিচালক, অভিনেতা, গায়ক, প্রযোজক
কর্মজীবন১৯৩৮–১৯৯৪
পরিচিতির কারণ
  • সিঙিন ইন দ্য রেইন
  • অ্যান আমেরিকান ইন প্যারিস
  • অন দ্য টাউন
  • ইনভিটেশন টু দ্য ড্যান্স
রাজনৈতিক দলডেমোক্র্যাটিক
দাম্পত্য সঙ্গী
  • বেটসি ব্লেয়ার
    (বি. ১৯৪১; বিবাহবিচ্ছেদ ১৯৫৭)
  • জিন কয়েন
    (বি. ১৯৬০; মৃ. ১৯৭৩)
  • প্যাট্রিশিয়া ওয়ার্ড
    (বি. ১৯৯০)
সন্তান

জিন কেলি মূলত গীতিনাট্যমূলক চলচ্চিত্রে অভিনয় করতেন। তিনি ১৯৪০ ও ১৯৫০-এর দশকের সবচেয়ে সফল কিছু গীতিনাট্যমূলক ছায়াছবিতে অভিনয়, নৃত্য পরিচালনা ও পরিচালনার দায়িত্ব পালন করেন। ১৯৪২ সালে তিনি জুডি গারল্যান্ডের বিপরীতে ফর মি অ্যান্ড মাই গ্যাল ছায়াছবির মাধ্যমে তার অভিনয়জীবন শুরু করেন। এর পরে তিনি একে একে ডু ব্যারি ওয়াজ আ লেডি (১৯৪৩), থাউজেন্ডস চিয়ার (১৯৪৩), দ্য পাইরেট (১৯৪৮), অন দ্য টাউন (১৯৪৯) এবং ইট্‌স অলওয়েজ ফেয়ার ওয়েদার (১৯৫৫)সহ আরও অনেক ছবিতে অভিনয় করেন। কর্মজীবনের শেষদিকে তিনি গীতিনাট্য ধারার বাইরে দুইটি ছবিতে অভিনয় করেন, যেগুলি হল ইনহেরিট দ্য উইন্ড (১৯৬০) এবং ওয়াট আ ওয়ে টু গো (১৯৬৪)।[২] এছাড়া তিনি গোটা কর্মজীবন জুড়েই অনেকগুলি ছবি পরিচালনা করেন। এদের মধ্যে হেলো, ডলি! (১৯৬৯) উল্লেখযোগ্য;[৩][৪][৫] ছবিটি অস্কার পুরস্কারের জন্য সেরা চলচ্চিত্র শ্রেণীতে মনোনীত হয়েছিল।[৬][৭]

তবে জিন কেলি যে ছায়াছবিগুলির জন্য বর্তমানে সবচেয়ে বেশি পরিচিত সেগুলি হল অ্যান আমেরিকান ইন প্যারিস (১৯৫১), অ্যাংকর্স আওয়েই (১৯৪৫) (যার জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন) এবং সিঙিন ইন দ্য রেইন (১৯৫২)। ১৯৫২ সালে তিনি সমগ্র কর্মজীবনের জন্য সম্মানসূচক অস্কার পুরস্কার লাভ করেন। ঐ বছরই তার অভিনীত অ্যান আমেরিকান ইন প্যারিস ছবিটি সেরা চলচ্চিত্রসহ মোট ছয়টি অস্কার পুরস্কার লাভ করে। পরবর্তীতে কেনেডি সেন্টার সম্মাননা, স্ক্রিন অ্যাক্টরস গিল্ড এবং আমেরিকান ফিল্ম ইনস্টিটিউট তাকে সমগ্র জীবনের সাফল্যসূচক পুরস্কার প্রদান করে। ১৯৯৯ সালে আমেরিকান ফিল্ম ইনস্টিটিউট ধ্রুপদী হলিউডের সেরা পুরষ তারকাদের যে তালিকা প্রকাশ করে, তাতে তিনি ১৫তম স্থান পান।

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ