জেন ওয়াইম্যান

মার্কিন অভিনেত্রী

জেন ওয়াইম্যান (ইংরেজি: Jane Wyman; জন্ম: সারা জেন মেফিল্ড, ৫ জানুয়ারি ১৯১৭ - ১০ সেপ্টেম্বর ২০০৭)[১] ছিলেন একজন মার্কিন অভিনেত্রী, গায়িকা, নৃত্যশিল্পী ও মানবহিতৈষী। সাত দশক জুড়ে তার কর্মজীবনে তিনি একটি একাডেমি পুরস্কার জয়সহ মোট চারটি অস্কার মনোনয়ন লাভ করেন এবং তিনটি গোল্ডেন গ্লোব পুরস্কার অর্জন করেছেন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ৪০তম রাষ্ট্রপতি রোনাল্ড রেগনের স্ত্রী ছিলেন।[২] তারা ১৯৪০ সালে বিবাহ করেন এবং ১৯৪৯ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়।

জেন ওয়াইম্যান
Jane Wyman
জন্ম
সারা জেন মেফিল্ড

(১৯১৭-০১-০৫)৫ জানুয়ারি ১৯১৭
মৃত্যু১০ সেপ্টেম্বর ২০০৭(2007-09-10) (বয়স ৯০)
র‍্যাঞ্চো মিরেজ, ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র
মৃত্যুর কারণবহুমূত্র
সমাধিফরেস্ট লন সেমেটারি, ক্যাথিড্রাল সিটি, ক্যালিফোর্নিয়া
পেশাঅভিনেত্রী, গায়িকা, নৃত্যশিল্পী
কর্মজীবন১৯৩২-২০০১
দাম্পত্য সঙ্গীআর্নেস্ট ওয়াইম্যান
(বি. ১৯৩৩; বিচ্ছেদ. ১৯৩৫)

মিরন ফুটারম্যান
(বি. ১৯৩৭; বিচ্ছেদ. ১৯৩৮)

রোনাল্ড রেগন
(বি. ১৯৪০; বিচ্ছেদ. ১৯৪৯)

ফ্রেডেরিক কারজার
(বি. ১৯৫২; বিচ্ছেদ. ১৯৫৫)

১৯৩৩ সালে মাত্র ১৬ বছর বয়সে ওয়াইম্যান ওয়ার্নার ব্রসের সাথে চুক্তিবদ্ধ হয়ে তার পেশাদার কর্মজীবন শুরু করেন।তিনি উইলিয়াম হপারের সাথে পাবলিক ওয়েডিং (১৯৩৭), রোনাল্ড রেগন ও এডি অ্যালবার্টের সাথে ব্রাদার র‍্যাট (১৯৩৮) ও এর অনুবর্তী পর্ব ব্রাদার র‍্যাট অ্যান্ড আ বেবি (১৯৪০), ডেনিস মরগানের সাথে ব্যাড মেন অব মিজুরি (১৯৪১), মারলেনে ডিট্রিশের সাথে স্টেজ ফ্রাইট (১৯৫০) এবং স্টার্লিং হেইডেনের সাথে সো বিগ (১৯৫৩) চলচ্চিত্রে অভিনয় করেন। তিনি ১৯৪৬ সালে দ্য ইয়ার্লিং ছবিতে কাজের জন্য তার প্রথম একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন এবং ১৯৪৮ সালে জনি বেলিন্ডা চলচ্চিত্রে তার কাজের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কারসেরা নাট্য চলচ্চিত্র অভিনেত্রী বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কার অর্জন করেন। এছাড়া তিনি দ্য ব্লু ভেইল (১৯৫১) এবং ডগলাস সার্কের পরিচালনায় রক হাডসনের বিপরীতে ম্যাগনিফিসেন্ট অবসেশন (১৯৫৪) চলচ্চিত্রে অভিনয় করে আরও দুটি অস্কারের মনোনয়ন লাভ করেন।

প্রারম্ভিক জীবন

ওয়াইম্যান ১৯১৭ সালের ৫ই জানুয়ারি মিজুরির সেন্ট জোসেফে জন্মগ্রহণ করেন। তার জন্মনাম সারা জেন মেফিল্ড।[৩] তার মাতা গ্লাডিস হোপ (প্রদত্ত নাম: ক্রিশ্চিয়ান, ১৮৯৫-১৯৬০) এবং পিতা ম্যানিং জেফ্রিজ মেফিল্ড (১৮৯৫-১৯২২)।[১] তার পিতা একটি মিল কোম্পানির শ্রমিক ছিলেন এবং তার মাতা একজন ডাক্তারের স্টেনোগ্রাফার ও অফিস সহকারী ছিলেন। ১৯২১ সালে তার পিতামাতার বিবাহবিচ্ছেদ হয় এবং পরের বছর নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে তার পিতার মৃত্যু হয়।[১][৩]

পুরস্কার ও মনোনয়ন

বছরপুরস্কারমনোনীত কর্মফলাফল
১৯৪৬শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কারদ্য ইয়ার্লিংমনোনীত
১৯৪৮গোল্ডেন গ্লোব পুরস্কার (সেরা অভিনেত্রী - নাট্য চলচ্চিত্র)জনি বেলিন্ডাবিজয়ী
শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কারজনি বেলিন্ডাবিজয়ী
১৯৫১গোল্ডেন গ্লোব পুরস্কার (সেরা অভিনেত্রী - নাট্য চলচ্চিত্র)দ্য ব্লু ভেইলবিজয়ী
শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কারদ্য ব্লু ভেইলমনোনীত
১৯৫৪শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কারম্যাগনিফিসেন্ট অবসেশনমনোনীত
১৯৫৭নাট্যধর্মী ধারাবাহিকে সেরা প্রধান অভিনেত্রী বিভাগে প্রাইমটাইম এমি পুরস্কারজেন ওয়াইম্যান প্রেজেন্টস দ্য ফায়ারসাইড থিয়েটারমনোনীত
১৯৫৯নাট্যধর্মী ধারাবাহিকে সেরা প্রধান অভিনেত্রী বিভাগে প্রাইমটাইম এমি পুরস্কারজেন ওয়াইম্যান প্রেজেন্টস দ্য ফায়ারসাইড থিয়েটারমনোনীত
১৯৮৩গোল্ডেন গ্লোব পুরস্কার (সেরা অভিনেত্রী - নাট্য টেলিভিশন ধারাবাহিক)ফ্যালকন ক্রেস্টমনোনীত
১৯৮৪গোল্ডেন গ্লোব পুরস্কার (সেরা অভিনেত্রী - নাট্য টেলিভিশন ধারাবাহিক)ফ্যালকন ক্রেস্টবিজয়ী

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ