জোসেফ ফাইঞ্জ

ব্রিটিশ মঞ্চ ও চলচ্চিত্র অভিনেতা

জোসেফ আলবেরিক টোইস্লেটন-ওয়িকহ্যাম-ফাইঞ্জ[১] (ইংরেজি: Joseph Alberic Twisleton-Wykeham-Fiennes, /fnz/; জন্ম: ২৭শে মে ১৯৭০) হলেন একজন ইংরেজ মঞ্চ ও চলচ্চিত্র অভিনেতা। তিনি শেকসপিয়ার ইন লাভ (১৯৯৮) চলচ্চিত্রে উইলিয়াম শেকসপিয়র চরিত্রে অভিনয়ের জন্য প্রসিদ্ধ। এই চলচ্চিত্রে তার কাজের জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে বাফটা পুরস্কারস্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কারের মনোনয়ন লাভ করেন। এছাড়া তিনি এলিজাবেথ (১৯৯৮)-এ স্যার রবার্ট ডুডলি, এনিমি অ্যাট দ্য গেটস (২০০১)-এ কমিসার দানিলভ, এবং আমেরিকান হরর স্টোরি (২০১২-২০১৩) টিভি ধারাবাহিকের দ্বিতীয় মৌসুমে মঁসিয়ে টিমোথি হাওয়ার্ড ভূমিকায় অভিনয় করেন। ২০১৭ সাল থেকে তিনি দ্য হ্যান্ডমেইড্‌স টেল টিভি ধারাবাহিকে কাজ করছেন।

জোসেফ ফাইঞ্জ
Joseph Fiennes
২০০৯ সালে ফাইঞ্জ
জন্ম
জোসেফ আলবেরিক টোইস্লেটন-ওয়িকহ্যাম-ফাইঞ্জ

(1970-05-27) ২৭ মে ১৯৭০ (বয়স ৫৩)
সালিসবারি, উইল্টশায়ার, ইংল্যান্ড
জাতীয়তাইংরেজ
পেশাঅভিনেতা
কর্মজীবন১৯৯৩-বর্তমান
দাম্পত্য সঙ্গীমারিয়া দোলোরেস দিয়েগেজ (বি. ২০০৯)
সন্তান
পিতা-মাতা
  • মার্ক ফাইঞ্জ (পিতা)
  • জেনিফার ল্যাশ (মাতা)
আত্মীয়
  • রেফ ফাইঞ্জ (ভাই)
  • মার্থা ফাইঞ্জ (বোন)
  • ম্যাগনাস ফাইঞ্জ (ভাই)
  • সোফি ফাইঞ্জ (বোন)
  • হিরো ফাইঞ্জ-টিফিন (ভাগ্নে)

প্রারম্ভিক জীবন

ফাইঞ্জ ১৯৭০ সালের ২৭শে মে ইংল্যান্ডের উইল্টশায়ারের সালিসবারিতে জন্মগ্রহণ করেন। তার পিতা মার্ক ফাইঞ্জ (১৯৩৩-২০০৪) ছিলেন একজন কৃষক ও আলোকচিত্রী এবং মাতা জেনিফার ল্যাশ (১৯৩৮-১৯৯৩) ছিলেন একজন লেখিকা।[২] তিনি ইংরেজ, আইরিশ ও স্কটিশ বংশোদ্ভূত। তার বংশনাম ফাইঞ্জ এসেছে ফরাসি গ্রাম পাস-দ্য-কালাই থেকে। তার পিতামহ স্যার মরিস ফাইঞ্জ (১৯০৭-১৯৯৪) ছিলেন একজন শিল্পপতি এবং তার মাতামহ হেনরি আলিয়ন ল্যাশ ছিলেন ব্রিটিশ ব্রিগেডিয়ার।

ফাইঞ্জের ভাইবোনেরা হলেন অভিনেতা রেফ ফাইঞ্জ, পরিচালক মার্থা ফাইঞ্জ, সুরকার ম্যাগনাস ফাইঞ্জ, চলচ্চিত্র পরিচালক সোফি ফাইঞ্জ[৩] এবং পরিবেশ সংরক্ষণবাদী ও জোসেফের জমজ জ্যাকব ফাইঞ্জ। তার ভাগ্নে হিরো ফাইঞ্জ-টিফিন একজন অভিনেতা।

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ