টিম কেহিল

অস্ট্রেলীয় ফুটবল খেলোয়াড়

টিমোথি জোয়েল টিম কেহিল (ইংরেজি: Timothy Cahill) (জন্ম ৬ই ডিসেম্বর, ১৯৭৯) সিডনিতে জন্মগ্রহণকারী একজন অস্ট্রেলীয় আন্তর্জাতিক ফুটবল খেলোয়াড়। [১] বর্তমানে তিনি ইংল্যান্ডের পেশাদার ফুটবল ক্লাব এভার্টনের হয়ে খেলছেন। ২০০৬ সালের ফিফা বিশ্বকাপে একজন অস্ট্রেলীয় হয়ে প্রথম গোল করার সুবাদে তিনি বিশ্বব্যপী পরিচিতি পান। একই সাথে তিনি এশিয়ান কাপে প্রথম অস্ট্রেলীয় গোলের মালিক। তার ছোট ভাই ক্রিস কেহিল সামোয়ান জাতীয় ফুটবল দলের অধিনায়ক।

টিম কেহিল
২০০৯ সালে কেহিল
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামটিমোথি জোয়েল কেহিল
উচ্চতা১.৭৮ মিটার
মাঠে অবস্থানমধ্যমাঠের খেলোয়াড়
যুব পর্যায়
১৯৯৬সিডনি ইউনাইটেড
জ্যেষ্ঠ পর্যায়*
বছরদলম্যাচ (গোল)
১৯৯৭–২০০৪
২০০৪–২০১২
২০১২–২০১৫
মিলওয়াল
এভার্টন
নিউ ইয়র্ক রেড বুলস
২১৭ (৫২)
২২৬ (৫৬)
৬২ (১৪)
জাতীয় দল
২০০৪–২০১৮আষ্ট্রেলিয়া১০৮ (৫০)
অর্জন ও সম্মাননা
ফুটবল (পুরুষ)
 অস্ট্রেলিয়া-এর প্রতিনিধিত্বকারী
এএফসি এশিয়ান কাপ
বিজয়ী২০১৫ অস্ট্রেলিয়া
ওএফসি নেশন্স কাপ
বিজয়ী২০০৪ অস্ট্রেলিয়া
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে

শৈশব

টিম কেহিলের মা সামোয়ান এবং বাবা আইরিশ। ছোটবেলা থেকেই তিনি পরিবারের কাছ থেকে ফুটবল খেলোয়াড় হবার প্রেরণা পেয়েছিলেন। ছোটবেলায় তিনি বালমেইন পুলিস বয়েজ ক্লাব, ম্যারিকভিল রেড ডেভিলস সকার ক্লাব এর হয়ে খেলতেন।

মিলওয়াল

১৯৯৭ সালে কেহিল তার বাবা মার কাছে ফুটবল খেলোয়াড় হিসাবে পেশাদার জীবন শুরু করার জন্য ইংল্যান্ড যাবার অনুমতি চাইলেন। ১৯৯৭ সালে ইংল্যান্ড ভিত্তিক পেশাদার ফুটবল দল মিলওয়াল ফুটবল ক্লাব কেহিলকে সিডনি ইউনাইটেড থেকে বিনামূল্যে নিজেদের করে নেয়। মিলওয়ালের হয়ে মে ২২, ১৯৯৮ সালে কেহিলের অভিষেক ঘটে। ২০০৩- ২০০৪ মৌসুমে কেহিলের একক কৃতিত্বে মিলওয়াল তাদের ক্লাব ইতিহাসে প্রথমবারের মতো এফএ কাপ ফাইনাল এবং উয়েফা কাপ খেলার সুযোগ লাভ করে। সেমিফাইনালে তার অবদান তাকে এনে দেয় এফএ কাপ 'প্লেয়ার অফ দ্য রাউন্ড' নির্বাচনের ১০০,০০০ ভোট।[২] মিলওয়ালের পক্ষে ২৪১ টি খেলায় কেহিলের গোল সংখ্যা ৫৮ টি। ২০০৪ -২০০৫ মৌসুমে প্রিমিয়ার লিগের দল এভার্টন ১.৫ মিলিয়ন পাঊন্ডের বিনিময়ে কেহিলকে দলে ভিড়ায়।[৩] এভার্টনের সাথে সাথে ক্রিস্টাল প্যালেসও তাকে আশা করে ছিল। কিন্তু ক্লাবটির সভাপতি সিমোন জর্ডান কাহিলকে বদলির জন্য অর্থ খরচ করতে অপারগতা জানান।

এভারটন

প্রিমিয়ার লিগের প্রথম বছরেই কেহিল এভার্টনের পক্ষে সর্বোচ্চ গোল করেন। ২০০৪-০৫ মৌসুম তিনি সবচেয়ে দর্শক প্রিয় খেলোয়াড় মনোনীত হন। পরবর্তী মৌসুমে এভার্টন কেহিলের বেতন বৃদ্ধির সাথে সাথে তাদের চুক্তি ৫ বছরের জন্য বর্ধিত করে।[৪] চুক্তি সম্পাদনের পর এক বার্তায় কেহিল বলেন "All I can say it is another dream come true, another five years at the club I love and at the one that gave me my chance."

ক্যারিয়ার পরিসংখ্যান

দলে কৃতিত্ব
ক্লাবমৌসুমলিগএফএ কাপলিগ কাপইউরোপসর্বমোট
উপস্থিতিগোলউপস্থিতিগোলউপস্থিতিগোলউপস্থিতি;গোলউপস্থিতিগোল
এভার্টন ফুটবল ক্লাব০৭-০৮১১১৬১০
০৬-০৭১৮২১
০৫-০৬৩১১০৩৮১২
০৪-০৫৩৩১১৩৮১২
মোট৯৩৩৩১১৩৪১
মিলওয়াল ফুটবল ক্লাব০৩-০৪৪০৪৮১২
০২-০৩১১১১
০১-০২৪৩১৩৪৭১৩
০০-০১৪১৪৭১০
৯৯-০০৪৫১২৪৮১২
৯৮-৯৯৩৭৩৭
৯৭-৯৮
মোট২১৮৫২১২২৩৯৫৬
ক্যারিয়ারে সর্বমোট৩১১৮৫১৭১৬৩৫২৯৭

তথ্যসূত্র

🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ