ক্রিস্টাল প্যালেস ফুটবল ক্লাব

ক্রিস্টাল প্যালেস ফুটবল ক্লাব (ইংরেজি: Crystal Palace F.C.; সাধারণত ক্রিস্টাল প্যালেস এফসি এবং সংক্ষেপে ক্রিস্টাল প্যালেস নামে পরিচিত) হচ্ছে সেলহার্স্ট ভিত্তিক একটি ইংরেজ পেশাদার ফুটবল ক্লাব। এই ক্লাবটি বর্তমানে ইংল্যান্ডের শীর্ষ স্তরের ফুটবল লিগ প্রিমিয়ার লিগে প্রতিযোগিতা করে। এই ক্লাবটি ১৯০৫ সালের ১০ই সেপ্টেম্বর তারিখে প্রতিষ্ঠিত হয়েছে। ২৫,৪৮৬ ধারণক্ষমতাবিশিষ্ট সেলহার্স্ট পার্কে দ্য ঈগলস নামে পরিচিত ক্লাবটি তাদের সকল হোম ম্যাচ আয়োজন করে থাকে।[৪] বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন ইংরেজ সাবেক ফুটবল খেলোয়াড় রয় হজসন এবং সভাপতির দায়িত্ব পালন করছেন স্টিভ প্যারিশ।[৫] বর্তমানে ইংরেজ রক্ষণভাগের খেলোয়াড় জোল এডওয়ার্ড ফিলিপ ওয়ার্ড এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।[৬][৭]

ক্রিস্টাল প্যালেস
পূর্ণ নামক্রিস্টাল প্যালেস ফুটবল ক্লাব
ডাকনামদ্য ঈগলস, দ্য গ্ল্যাজিয়ার্স
প্রতিষ্ঠিত১০ সেপ্টেম্বর ১৯০৫; ১১৮ বছর আগে (1905-09-10)[১]
মাঠসেলহার্স্ট পার্ক
ধারণক্ষমতা২৫,৪৮৬[২]
মালিকইংল্যান্ড স্টিভ প্যারিশ
মার্কিন যুক্তরাষ্ট্র জন টেক্সটর
মার্কিন যুক্তরাষ্ট্র জশুয়া হ্যারিস
মার্কিন যুক্তরাষ্ট্র ডেভিড এস. ব্লিটজার[৩]
সভাপতিইংল্যান্ড স্টিভ প্যারিশ
ম্যানেজারইংল্যান্ড রয় হজসন
লিগপ্রিমিয়ার লিগ
২০২২–২৩১১তম
ওয়েবসাইটক্লাব ওয়েবসাইট
বর্তমান মৌসুম

ঘরোয়া ফুটবলে, ক্রিস্টাল প্যালেস এপর্যন্ত ৬টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে দুইটি ইএফএল চ্যাম্পিয়নশিপ, একটি ইএফএল লিগ ওয়ান শিরোপা রয়েছে। উইলফ্রিদ জাহা, হুলিয়ান স্পেরোনি, ডজি ফ্রিডম্যান, ক্লিন্টন মরিসন এবং অ্যান্ডি জনসনের মতো খেলোয়াড়গণ ক্রিস্টাল প্যালেসের জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন।

ইতিহাস

১৯০৫–০৬ মৌসুমে, পেশাদার ফুটবল ক্লাব হিসেবে প্রথম মৌসুমে ক্রিস্টাল প্যালেস ইংল্যান্ডের পেশাদার ফুটবল ক্লাবগুলোর মধ্যকার আয়োজিত ইংরেজ ফুটবল লিগ পদ্ধতির তৎকালীন ৭ প্রদান করা হয়নি স্তরের পেশাদার ফুটবল লিগ সাউদার্ন ফুটবল লিগে প্রতিদ্বন্দ্বিতা করেছিল; জ্যাক রবসনের অধীনে উক্ত মৌসুমে ক্রিস্টাল প্যালেস ১৯ জয় এবং ৪ ড্রয়ে সর্বমোট ৪২ পয়েন্ট অর্জন করে ১৯০৫–০৬ সাউদার্ন ফুটবল লিগের পয়েন্ট তালিকায় ১ম স্থান অর্জন করেছিল।[৮] সাউদার্ন ফুটবল লিগের উক্ত মৌসুমে ইংরেজ আক্রমণভাগের খেলোয়াড় আর্চি নিডহ্যাম ২১টি গোল করে ক্রিস্টাল প্যালেসের হয়ে সর্বোচ্চ গোল করেছিলেন।

ক্লাব প্রতিষ্ঠার প্রায় ৮৪ বছর পর, ১৯৮৯–৯০ মৌসুমে ক্রিস্টাল প্যালেস প্রথমবারের মতো ইংল্যান্ডের পেশাদার ফুটবলের শীর্ষ স্তর ফুটবল লিগ প্রথম বিভাগে অংশগ্রহণ করতে সক্ষম হয়েছিল। ১৯৮৯ সালের সালের ১৯শে আগস্ট তারিখে, ফুটবল লিগ প্রথম বিভাগে ক্লাব ইতিহাসে নিজেদের প্রথম ম্যাচে স্টিভ কোপেলের অধীনে ক্রিস্টাল প্যালেস কুইন্স পার্ক রেঞ্জার্সের কাছে ২–০ গোলের ব্যবধানে পরাজিত হয়েছিল। ১৯৮৯–৯০ ফুটবল লিগ প্রথম বিভাগে ক্রিস্টাল প্যালেস ১৩টি জয় এবং ৯টি ড্রয়ে সর্বমোট ৪৮ পয়েন্ট অর্জন করে পয়েন্ট তালিকায় ১৫তম স্থান অর্জন করেছিল,[৯][১০] যেখানে মার্ক ব্রাইট ১৭টি গোল করে লিগে ক্রিস্টাল প্যালেসের হয়ে সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন।

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ