ড্যানি রোজ

ড্যানিয়েল লি রোজ (জন্ম: ২ জুলাই ১৯৯০) হলেন একজন ইংরেজ পেশাদার ফুটবলার, যিনি প্রিমিয়ার লিগ ক্লাব টটেনহ্যাম হটস্পার এবং ইংল্যান্ড জাতীয় দলের হয়ে একজন রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।

ড্যানি রোজ
২০১৬ সালে ড্যানি রোজ
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামড্যানিয়েল লি রোজ[১]
জন্ম (1990-07-02) ২ জুলাই ১৯৯০ (বয়স ৩৩)[১]
জন্ম স্থানডোনকাস্টার, ইংল্যান্ড
উচ্চতা৫ ফুট ৮ ইঞ্চি (১.৭৩ মি)[২]
মাঠে অবস্থানরক্ষণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
টটেনহ্যাম হটস্পার
জার্সি নম্বর
যুব পর্যায়
২০০৫–২০০৬লিডস ইউনাইটেড
জ্যেষ্ঠ পর্যায়*
বছরদলম্যাচ(গোল)
২০০৬–২০০৭লিডস ইউনাইটেড(০)
২০০৭–টটেনহ্যাম হটস্পার১১৮(৮)
২০০৯→ ওয়াটফোর্ড (ধার)(০)
২০০৯→ পিটারবোরো ইউনাইটেড (ধার)(০)
২০১০–২০১১→ ব্রিস্টল সিটি (ধার)১৭(০)
২০১২–২০১৩সান্ডারল্যান্ড (ধার)২৭(১)
২০২০–নিউক্যাসেল ইউনাইটেড (ধার)(০)
জাতীয় দল
২০০৫–২০০৬ইংল্যান্ড অনূর্ধ্ব-১৬(০)
২০০৬–২০০৭ইংল্যান্ড অনূর্ধ্ব-১৭১৩(০)
২০০৭–২০০৮ইংল্যান্ড অনূর্ধ্ব-১৮(০)
২০০৮–২০০৯ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯(১)
২০০৯–২০১৩ইংল্যান্ড অনূর্ধ্ব-২১২৯(৩)
২০১২গ্রেট ব্রিটেন(০)
২০১৬–ইংল্যান্ড১৬(০)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১৫ মে ২০১৮ তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ২৮ মার্চ ২০১৮ তারিখ অনুযায়ী সঠিক।

২০০৬ সালে, রোজ লিডস ইউনাইটেডের হয়ে খেলার মাধ্যমে পেশাদার ক্যারিয়ার শুরু করেন। তিনি এর পূর্বে লিডস ইউনাইটেডের যুব পর্যায়ের হয়ে খেলেছেন। অতঃপর ২০০৭ সালে, তিনি প্রিমিয়ার লিগ ক্লাব টটেনহ্যাম হটস্পারে যোগদান করেছেন। তিনি লিডস ইউনাইটেডের জ্যেষ্ঠ দলে উন্নীত হওয়ার পর থেকে ক্লাবটির হয়ে একটি ম্যাচও খেলেননি। টটেনহ্যাম হটস্পারের মূল একাদশে স্থান না পাওয়ায় তিনি ২০০৯ সালের মার্চ মাসে, ওয়াটফোর্ডে ধারে যোগদান করেন। অতঃপর ২০০৯ সালের সেপ্টেম্বর মাসে, পিটারবোরো ইউনাইটেডে যোগদান করেন। তিনি উক্ত ক্লাবের হয়ে ৬টি ম্যাচ খেলেছেন। অতঃপর তিনি টটেনহ্যাম হটস্পারে ফিরে আসেন এবং ক্লাবটির হয়ে অভিষেক করেন। নিজেকে ক্লাবের নিয়মিত খেলোয়াড় হিসেবে প্রমাণ করতে ব্যর্থ হওয়ায় তিনি ২০১০ সালের সেপ্টেম্বর মাসে, ব্রিস্টল সিটিতে ধারে যোগদান করেন। তিনি উক্ত ক্লাবের হয়ে ১৭টি ম্যাচে উপস্থিতি হয়েছেন। পরবর্তীতে ২০১১–১২ মৌসুমে তিনি টটেনহ্যাম হটস্পারের নিয়মিত খেলোয়াড়ে পরিণত হন, সেই মৌসুমে তিনি ২০টি ম্যাচ খেলেছেন। পরের মৌসুমে তিনি সান্ডারল্যান্ডের হয়ে ধারে খেলেন, যেখানে তিনি ২৯টি ম্যাচ খেলেছিলেন।

রোজ ইংল্যান্ডের অনূর্ধ্ব-১৬, অনূর্ধ্ব-১৭, অনূর্ধ্ব-১৮, অনূর্ধ্ব-১৯ এবং অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলেছেন। তিনি ২০১৬ সালে, ইংল্যান্ড জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেন। তিনি এপর্যন্ত ১৫-এর অধিক ম্যাচ খেলেছেন।

আন্তর্জাতিক

২৭ মার্চ ২০১৮ পর্যন্ত হালনাগাদকৃত।[৩]
জাতীয় দল এবং সাল অনুযায়ী উপস্থিতি এবং গোলসংখ্যা
জাতীয় দলসালউপস্থিতিগোল
ইংল্যান্ড২০১৬১২
২০১৭
২০১৮
মোট১৬

সম্মাননা

টটেনহ্যাম হটস্পার

ব্যক্তিগত

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ