দ্বাদশ আদিত্য

১২ জন বৈদিক দেবতা

আদিত্য (সংস্কৃত: आदित्य) নামটি একবচনে সূর্যকে বোঝাতে ব্যবহৃত হয়। আদিত্য বা আদিতেয় বলতে অদিতির সন্তানকে বোঝায়।[১] সাধারণত, আদিত্যগণ সংখ্যায় বারো। এদের একত্রে দ্বাদশ আদিত্য বলা হয়। এরা হলেন অর্যমা, পূষা, ত্বষ্টা, সবিত্র, ভগ, ধাত্রী, মিত্র, বিষ্ণু, বরুণ, মিত্র, অংশ, বিবস্বান বা সূর্য।[২] অনেক পণ্ডিতের মতে, দ্বাদশ আদিত্য বলতে বারোটি মাসকে বুঝানো হয়।

সূর্যের ১১শ-শতাব্দির ভাস্কর্য যার শীর্ষে আরও এগারোটি আদিত্যকে চিত্রিত করা হয়েছে।

এগুলি ঋগ্বেদে আবির্ভূত হয়, যেখানে সংখ্যায় ৬-৮টি, সব পুরুষ। ব্রাহ্মণ শাস্ত্রগুলোর মধ্যে সংখ্যা বেড়ে ১২ হয়েছে। মহাভারতপুরাণে ঋষি কশ্যপকে তাদের পিতা হিসেবে উল্লেখ করা হয়েছে।[২] বছরের প্রতিটি মাসে ভিন্ন আদিত্য চকমক বলা হয়।

ব্যুৎপত্তি

দিত ধাতু দ্বারা বন্ধন, খণ্ডন, ছেদন অর্থ বুঝায়। দিতি, যাহার বন্ধন নেই, সীমা আছে, খণ্ডিত বা ছিন্ন। অদিতি অর্থ, যাহা বন্ধন নেই, অখণ্ড, অবিচ্ছিন্ন, সীমা নেই, যে অনন্ত।[৩] “দো অবখণ্ডনে” ধাতু হতে “অদিতি” এবং এর সাথে তদ্ধিত প্রত্যয় যোগে “আদিত্য” শব্দটি সিধ্য হয়।[৪]

গোয়ালিয়রের সূর্য মন্দির বিখ্যাত কোনার্কের আদলে তৈরি।

আদিত্যগণের তালিকা

পাঠ্যসংখ্যাতালিকা
ঋগ্বেদঋগ্বেদে আদিত্যগণ সংখ্যায় ছয়[৫],সাত বা আট[২]বরুণ, মিত্র, অর্যমা, দক্ষ, ভগ, অংশ,সাবিত্র বা সূর্য, মার্তণ্ড
ব্রাহ্মণশতপথ ব্রাহ্মণে, কিছু অনুচ্ছেদে আদিত্যের সংখ্যা আট এবং একই ব্রাহ্মণের অন্যান্য গ্রন্থে ১২ জন আদিত্যের কথা বলা হয়েছে।[৬]:১০২যম, অর্যমা, ইন্দ্র, রবি, বরুণ, ধাত্র, ভগ, সাবিত্র, সূর্য বা অর্ক, অংশ বা অংশুমান, মিত্র, দক্ষ
বিষ্ণু পুরাণবিষ্ণু পুরাণে ১২ জন আদিত্যের কথা বলা হয়েছে।[৭][৮]বিষ্ণু, অর্যমা, শত্রু, ত্বষ্টা, বরুণ, ধাতা, ভগ, সবিতা, বিবস্বান, অংশ বা অংশুমান, মিত্র, পূষা
ভাগবত পুরাণভাগবত পুরাণে ১২ জন আদিত্যের নাম দেওয়া হয়েছে।[৯]বামন, অর্যমা, ইন্দ্র, ত্বষ্টা, বরুণ, ধাতা, ভগ, পরজন্য, বিবস্বান, অংশুমান, মিত্র, পূষা
লিঙ্গ পুরাণলিঙ্গ পুরাণে ১২ জন আদিত্যের কথা বলা হয়েছে।[১০]ব্রহ্মা, বিষ্ণু, ইন্দ্র, ত্বষ্টা, বরুণ, ধাতা, ভগ, সাবিত্র, বিবস্বান, অংশুমান, মিত্র, পুষা
উপনিষদছান্দোগ্য উপনিষদে, আদিত্য তার অবতারে বামন হিসেবে বিষ্ণুর একটি নাম। তার মা অদিতি

আরও পড়ুন

তথ্যসূত্র

বহিঃসংযোগ

  • "On the Ādityas"hinduwebsite.com। Concepts in Hinduism। 
🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ